ঢাকা সোমবার, ২৫ আগস্ট, ২০২৫

ফুলছড়িতে ভুট্টার বাম্পার ফলনের সম্ভাবনা


মজিবর রহমান, গাইবান্ধা photo মজিবর রহমান, গাইবান্ধা
প্রকাশিত: ২৩-১-২০২২ বিকাল ৫:২১

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বিভিন্ন চরাঞ্চলে বন্যার পানি নেমে যাওয়ার  পরে আগাম জাতের ভুট্টা চাষ করেছেন কৃষকরা। বাম্পার ফলনের আশা করছেন তারা। যেহেতু ভুট্টা চাষে অল্প পরিশ্রম, কম খরচে কম সময়ে ভুট্টার ভালো ফলন বেশি দাম পাওয়া যায় সে কারণেই ভুট্টা চাষে বেশি মনযোগী ফুলছড়ির কৃষকরা। আগাম জাতের ভুট্টা চাষে পোকার আক্রমণ এবং রোগবালাই খুব কম হয়। তাই কৃষকরা আগাম জাতের ভুট্টা চাষে বেশি আগ্রহী।

কয়েক বছর আগে ফুলছড়ির  চরাঞ্চলের মানুষের কৃষি ফসল হিসেবে সব চেয়ে প্রিয় ছিলো গম, পেরা, চিনা, মসুর ডাল, মাষকালাই, কাউন, চুলা, খেসারি কালাই, মুগডাল, তিশি, মিষ্টি আলু সরিষাসহ নানা ফসলের চাষাবাদ হতো। তখন কৃষি ফসল উৎপাদনে উন্নত প্রশিক্ষণ না থাকায় কৃষির তেমন বিপ্লব ঘটেনি। সে সময় বিঘা প্রতি ফলন কম হওয়ায় উৎপাদন অনেকটা বন্ধ করে দেয় কৃষকরা।

এদিকে বিকল্প হিসেবে বিশ্বের উন্নত দেশের সাথে তাল মিলিয় উন্নত জাতের উচ্চ ফলনশীল হাইব্রিড জাতের ভুট্টা চাষে মনোনিবেশ করছেন কৃষকরা। ভুট্টা যদিও কয়েকশ বছর আগের পুরানা ফসল যার উৎপত্তিস্থল মক্সিকা দেশে। কালের পরিবর্তনে ভুট্টা চাষে আগ্রহ ছড়িয়ে পড়ে বিশ্বের বিভিন্ন দেশে। সেই সাথে আমাদের বাংলাদেশেও ব্যাপক পরিমাণে ভুট্টা চাষ হচ্ছে এখন। যা কৃষিবিদদের উন্নত প্রযুক্তি ও উদ্ভাবনার মাধ্যমে হাইব্রিড ভুট্টা বীজ নামে পরিচিত। বাংলাদেশের বেশির ভাগ মানুষ কৃষিনির্ভর। তাই যুগের সাথে তাল মিলিয়ে ভুট্টাকে কৃষি সম্ভাবনাময় ফসল হিসেবে বেছে নিয়েছে কৃষকরা।

চর কালাসোনা গ্রামের ভুট্টা চাষি আজাদুল ইসলাম, আ. করিম মিয়া, চর কাবিলপুর গ্রামের আব্দুল আজিজ ,টেংড়াকান্দি গ্রামের আকবর আলী এবং জিয়াডাংঙ্গা গ্রামের সিদ্দিকের সাথে কথা হলে তারা বলেন, বন্যার পানির সাথে বালু এসে ইরি-বোর চাষ না হওয়ায় ওইসব জমিতে ভুট্টা চাষ করা হয়েছে। অন্য ফসলের চেয়ে ভুট্টা চাষে জমিতে সার অনেক বেশি লাগে কিন্তু অন্য ফসল এবং ইরি-বোর ধান চাষের চেয়ে ভুট্টার আবাদে অনেক বেশি লাভ হয়। তাই আমরা এখন ভুট্টা চাষ বেশি করে করছি।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. মিন্টু মিয়া  বলেন, প্রতি শতক জমিতে প্রায় ২ মণ করে ভুট্টা উৎপাদিত হয়, যা উৎপাদনের খরচের চেয়ে দ্বিগুণ লাভ হয়। শুধু তাই নয়; ভুট্টার কাণ্ড জ্বালানি, গবাদিপশুর খাদ্য হিসেবে পাতা ব্যবহার করা হয়। এছাড়া ভুট্টার আটা, মৎস্য খাদ্য, মুরগির খাবারসহ নানা তালিকায় রয়েছে। বর্তমানে ভুট্টা কৃষি বিপ্লব ঘটাতে ও কৃষকের অর্থনৈতিক চাহিদা মিটাতে প্রধান অর্থকারী ফসলের তালিকায় রয়েছে। এ বছর ফুলছড়িতে ৫৭০০ হেক্টর জমিতে ভুট্টা চাষ করা হয়েছে। 

উপজেলা উপ-সহকারী কৃষি অফিসার মো. শাজাহান মিয়া ‍এবং উপ-সহকারী কৃষি অফিসার রুহুল আমিন বিভিন্ন এলাকা ঘুরে এসে বলেন, এবার আগাম ভুট্টার বাম্পার ফলন হওয়ার সম্ভবনা রয়েছে। আশা করি আগামীতে ভুট্টা চাষে আরো অনেক বেশি আগ্রহী হবে কৃষক।

জামান / জামান

সরকারের কিছু কিছু সিদ্ধান্ত মানুষের কাজে আসবে না : রাশেদা কে চৌধুরী

৭ জেলায় নতুন পুলিশ সুপার

দেশ নির্বাচনের জন্য প্রস্তুত: প্রধান উপদেষ্টা

সরকারের হাজার প্রকল্প থাকলেও ওয়েবসাইটে পর্যাপ্ত তথ্য নেই

সংসদ নির্বাচনে কালো টাকার ছড়াছড়ি হলে ব্যবস্থা নেবে দুদক

ডেঙ্গুতে আরো ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪১২

৬ জেলায় নতুন ডিসি নিয়োগ

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব

লুট হওয়া অস্ত্র উদ্ধারে পুরস্কার ঘোষণা: এলএমজি ৫ লাখ, শটগানে ৫০ হাজার

পবিত্র ঈদে মিলাদুন্নবী ৬ সেপ্টেম্বর

সেপ্টেম্বরে ডেঙ্গুর সর্বোচ্চ প্রকোপ হতে পারে

অমীমাংসিত বিষয় সমাধানে বাংলাদেশ-পাকিস্তান একমত

৫ স্মারক ও এক চু‌ক্তি সই করল বাংলাদেশ-পা‌কিস্তান