সরকারের হাজার প্রকল্প থাকলেও ওয়েবসাইটে পর্যাপ্ত তথ্য নেই

● অধিকাংশ প্রকল্পের সারসংক্ষেপ দেয়া নেই ওয়েবসাইটে ।
● ওয়েবসাইটে প্রকল্প সুবিধাভোগীরা কিছু জানতে পারেনা।
● প্রকল্পের সারসংক্ষেপ ওয়েবসাইটে না থাকলে পিডিরা দুর্নীতি করতে উৎসহী হয়।
● প্রকল্প সম্পর্কে গোপন রাখতে চায় অধিকাংশ মন্ত্রনালয়।
● সব তথ্যই থাকতে হবে আইএমইডির সফটওয়্যারে।
দেশে চলতি ২০২৫-২৬ অর্থবছরে প্রায় হাজারের বেশি প্রকল্প থাকলেও মন্ত্রণালয়ে বা অধিদপ্তরের ওয়েবসাইডগুলোতে নেই প্রকল্প সম্পর্কে যথেষ্ট তথ্য। যার ফলে সাধারণ মানুষ প্রকল্প বিষয় থেকে যায় অন্ধকারে। আর এ সুযোগ কাজে লাগিয়ে প্রকল্প পরিচালরা অনিয়ম ও দুর্নীতি করার সুযোগ পাচ্ছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে আনোয়ার নামে একজন কৃষক বলতে ছিলো এই আধুনিক যুগেও কৃষি সম্প্রসারন অধিদপ্তরে কোন প্রকল্পের নাম বা বিস্তরিত নেই যা দেখে আমরা সেই প্রকল্প থেকে ধারনা নিতে পারি, যাতে এ প্রকল্প থেকে কী উপকার পেতে পারি। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে প্রায় ৩২টির মত প্রকল্প রয়েছে । কিন্তু একটি প্রকল্পের ও সারসংক্ষেপ ওয়েবসাইডে দেয়া নেই। তার কারন প্রকল্পগুলোর সারাংশ বা প্রকল্প সম্পর্কে জনগণ জেনে গেলে এ থেকে দুর্নীতি করা যাবেনা। এ বিষয় মন্ত্রী পরিষদ বিভাগের সচিব ড.আব্দুল রশীদ দৈনিক সকালের সময়কে বলেন, ‘অবশ্যই সকল মন্ত্রণালয়ের ওয়েবসাইডে প্রকল্পগুলোর বিষয় যথেষ্ট তথ্য থাকা উচিৎ। এ বিষয় আমি সকল সচিবদেরকে বলে দিব ওয়েবসাইডে তথ্য দেয়ার জন্য’।
প্রকল্প বিশেষজ্ঞারা বলছেন, প্রত্যোকটি মন্ত্রণালয় থেকে যখন প্রকল্পগুলো পাস হয় তখন যদি প্রকল্পের সারসংক্ষেপ প্রত্যোকেটি মন্ত্রণালয়ের ওয়েবসাইডে দেয়া হয় তা হলে প্রকল্প পরিচালকরা প্রকল্প থেকে এত দুর্নীতি করতে পারতোনা। দেশে মোট ৫৮টি মন্ত্রণালয় রয়েছে তার মধ্যে অধিকাংশ মন্ত্রণালয়ের প্রকল্পগুলোর বিষয় ওয়েবসাইডে কোন তথ্য নেই। এ বিষয় পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের সচিব মো. কামাল উদ্দিন দৈনিক সকালের সময়কে বলেন, প্রত্যেকটি মন্ত্রণালয়ে ও অধিদপ্তরের ওয়েবসাইডে প্রকল্প সম্পর্কে তথ্য থাকা উচিত। এ ব্যাপারে আমি সিনিয়রদের সাথে আলাপ করে ব্যবস্থা নেব। আমার মন্ত্রণালয়েও যেন সব প্রকল্পের সারসংক্ষেপ পাওয়া যায় তার ব্যবস্থা করা হবে।
কোন প্রকল্পগুলো থেকে জনগণ কী কী সুবীধা পেতে পারে অথবা কোন প্রকল্প গুলোর অফিস কোথায় তা জণগনকে জানানো হয়না। যার ফলে যাদের জন্য প্রকল্প তৈরি করা হয় তারা ওই প্রকল্পে সুবিধা পাচ্ছেনা । অথচ প্রকল্পগুলো তৈরি করা হয় জনগনের টাকায় এবং জনগণের সুবিধা পাওয়ার জন্য কিন্তু জনগণকে আড়ালে রেখেই প্রকল্পগুলো বাস্তাবায়ন করা হয়। কৃষি মন্ত্রণালয়ের ওয়েবসাইড গেটে দেখা যায় সেখানে প্রকল্প সম্পর্কে কোন তথ্যই ওয়েব সাইডে দেয়া হয়নি। মন্ত্রণালয়ের ওয়েবসাইডে প্রকল্প অফশনে কিছুই দেয়া নেই।এ বিষয় কৃষি মন্ত্রণারয়ের সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান এর সাথে যোগাযোগের চেষ্টা করেও তার বক্তব্য পাওয়া যাযনি এমনকী খুর্দে বার্তা পাঠালে তিনি তার উত্তর দেননি।
বিষয়টি নিয়ে কৃষি মন্ত্রন্ত্রণালয়ের পরিকল্পনা অনুবিভাগের অতিরিক্ত সচিব মির্জা আশফাকুর রহমানের সাথে কথা বললে তিনি কোন মন্তব্য করতে রাজি হননি।তারপর পার্বত্য চট্রগ্রাম মন্ত্রণালয়ের ওয়েবসাইডেও প্রকল্পের কোন তথ্য নেই । প্রকল্প পরিচালকের কাছে তথ্য চেয়ে কোন তথ্য পাওয়া যাচ্ছেনা। তথ্য আধিকার আইনে তথ্য চেয়েও পাওয়া যাচ্ছেনা তার কারন হচ্ছে তথ্য কমিশনে কমিশনার বসানো হয়নি যার কারনে অভিযোগ জানানো যাচ্ছেনা। প্রকল্প নিয়ে কম জলগোলা হয়নি এমন কোন প্রকল্প পরিচালক নেই যার অনন্ত ঢাকা শহরে একটি ফ্লাট নেই। অধিকাংশ প্রকল্প পরিচালকদের অনিয়ম ও দুর্নীতিতে জড়িয়ে পড়তে দেখা যায়।
পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের পরিচালক(উপসচিব) মুহাম্মদ মিজানুর রহমান সরকার দৈনিক সকালে সময়কে বলেন, অবশ্যই প্রতিটি প্রকল্পের বিস্তারিত না দিতে পারলেও সারসংক্ষেপ ওয়েব সাইডে থাকা দরকার কারন এখন প্রত্যেকের হাতে মোবাইল রয়েছে চাইলে ওয়েবসাইডে গিয়ে প্রকল্প থেকে কীকী সুবিধা পেতে পারে তা তিনি দেখে নিতে পারেন। যাদের জন্য প্রকল্প তৈরি করা হয় তারাই যদি প্রকল্প সম্পর্কে না জানে তা হলে প্রকল্পে দুর্নীতি হবার আশঙ্কা থাকে।
আইএমইডির তথ্যনুসারে, দেশে মোট চলতি বছরে ১হাজার ১৮৯টি প্রকল্প রয়েছে। উন্নয়ন প্রকল্প রয়েছে ১০৫১টি, কারিগরি প্রকল্প ৯৭টি, সরকারে নিজ অর্থয়নে প্রকল্প রয়েছে ৬০টি। নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন,আইএমইডিতে ই-পিএমআইএস সফটওয়্যারে প্রকল্পসংশ্লিষ্ট সব তথ্য যথাসময়ে আপলোড করা হয়না। যথাসময়ে প্রকল্প সমাপ্তির প্রতিবেদন আইএমইডিতে দাখিল না করার কারনে আপলোড দিতে পারেনা । যার ফলে আইএমইডি ওয়েবসাইডে তথ্য পেতে দেরি হয়।
এমএসএম / এমএসএম

সরকারের কিছু কিছু সিদ্ধান্ত মানুষের কাজে আসবে না : রাশেদা কে চৌধুরী

৭ জেলায় নতুন পুলিশ সুপার

দেশ নির্বাচনের জন্য প্রস্তুত: প্রধান উপদেষ্টা

সরকারের হাজার প্রকল্প থাকলেও ওয়েবসাইটে পর্যাপ্ত তথ্য নেই

সংসদ নির্বাচনে কালো টাকার ছড়াছড়ি হলে ব্যবস্থা নেবে দুদক

ডেঙ্গুতে আরো ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪১২

৬ জেলায় নতুন ডিসি নিয়োগ

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব

লুট হওয়া অস্ত্র উদ্ধারে পুরস্কার ঘোষণা: এলএমজি ৫ লাখ, শটগানে ৫০ হাজার

পবিত্র ঈদে মিলাদুন্নবী ৬ সেপ্টেম্বর

সেপ্টেম্বরে ডেঙ্গুর সর্বোচ্চ প্রকোপ হতে পারে

অমীমাংসিত বিষয় সমাধানে বাংলাদেশ-পাকিস্তান একমত
