ঢাকা বুধবার, ১ অক্টোবর, ২০২৫

হাবিপ্রবিতে নবীন শিক্ষার্থীদের অনলাইনে ওরিয়েন্টেশন সমাপ্ত: ক্লাস শুরু ৩০ জানুয়ারি


আবু সাহেব, হাবিপ্রবি photo আবু সাহেব, হাবিপ্রবি
প্রকাশিত: ২৯-১-২০২২ রাত ৮:৩৭
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ২০২১ শিক্ষাবর্ষের স্নাতক পর্যায়ের লেভেল-১, সেমিস্টার- ১ এ ভর্তিকৃত নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন কার্যক্রম অনলাইনে জুম অ্যাপের মাধ্যমে শনিবার (২৯ জানুয়ারি) সমাপ্ত হয়েছে। 
 
শনিবার সকাল সাড়ে ৯ টায় অনুষ্ঠিত হয় বিজনেস স্টাডিজ অনুষদের ওরিয়েন্টেশন কার্যক্রম, ১১.১৫ মিনিটে ফিসারিজ, দুপুর ২.৪৫ মিনিটে ইঞ্জিনিয়ারিং এবং ৪.৩০ মিনিটে বিজ্ঞান অনুষদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হওয়ার মাধ্যমে ২০২১ শিক্ষাবর্ষের স্নাতক পর্যায়ের ওরিয়েন্টেশন কার্যক্রম সমাপ্ত হয়।
 
বিশ্ববিদ্যালয়ের ভার্চুয়াল ক্লাসরুমে উপস্থিত থেকে সকল অনুষদের ওরিয়েন্টেশন কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন হাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামান এবং বিশেষ অতিথি হিসেবে যুক্ত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ট্রেজারার প্রফেসর ড. বিধান চন্দ্র হালদার। ওরিয়েন্টেশন কার্যক্রমে সভাপতিত্ব করেন স্ব-স্ব অনুষদের সম্মানিত ডীন মহোদয়গণ। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিস্তারিত পরিচিতি স্লাইডের মাধ্যমে তুলে ধরেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক প্রফেসর ড. ইমরান পারভেজ এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শৃঙ্খলাবিধি নিয়ে বক্তব্য প্রদান করেন প্রক্টর প্রফেসর ড. মোঃ মামুনুর রশীদ। ওরিয়েন্টেশন কার্যক্রমে আরও যুক্ত ছিলেন সংশ্লিষ্ট সকল অনুষদের বিভিন্ন বিভাগের চেয়ারম্যানবৃন্দ, অন্যান্য শিক্ষকবৃন্দ, আইটি সেল এবং জনসংযোগ ও প্রকাশনা শাখার কর্মকর্তাবৃন্দসহ অন্যান্যরা।
 
অনুষ্ঠানে অনুষদগুলোর শিক্ষকগণ তাদের একাডেমিক কার্যক্রমসহ বিভিন্ন কার্যক্রম শিক্ষার্থীদের সামনে উপস্থাপন করেন। পাশাপাশি নবাগত শিক্ষার্থীরাও তাদের অনুভূতি প্রকাশ করেন। দ্রুত সময়ে অনলাইনে ওরিয়েন্টেশন কার্যক্রম ও ক্লাস শুরুর উদ্যোগ নেয়ায় তারা ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামান-এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ও ধন্যবাদ জ্ঞাপন করেন। 
 
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যের শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবসহ ১৫ আগস্ট নিহত সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামান বলেন, আমরা একটি বিশেষ অবস্থা ও অতিমারির মধ্যে দিয়ে যাচ্ছি। তাই স্ব-শরীরে ওরিয়েন্টেশন কার্যক্রম সম্পন্ন করা সম্ভব হলোনা, পরিস্থিতি স্বাভাবিক হলেই তোমাদের সাথে সবুজে ঘেরা পুষ্পশোভিত হাবিপ্রবি ক্যাম্পাসে দেখা হবে। তিনি বলেন, তোমরা একটি ব্যাপক প্রতিযোগিতা মূলক পরীক্ষার মাধ্যমে এবং মেধা ও যোগ্যতার পরিচয় দিয়ে বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছ। এ জন্য তোমাদের প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। তিনি আরও বলেন ভৌত অবকাঠামোগত দিক থেকে দেশ এগিয়ে যাচ্ছে এক্ষেত্রে দেশ গঠনে ইঞ্জিনিয়ারিং এর গ্র্যাজুয়েটরা বড় ভূমিকা রাখবে। এদিকে করোনার কারণে অনেক দেখে খাদ্য সংকট দেখা দিয়েছে। কিন্তু আমাদের দেশের বিপুল পরিমাণ জনসংখ্যা থাকার পরও আমরা খাদ্য সংকটের মুখোমুখি হইনি। এক্ষেত্রে এগ্রিকালচারাল সেক্টর তথা কৃষিবিদদের ভূমিকা অপরিসীম। তিনি বলেন, তোমাদের পিতা-মাতা অনেক স্বপ্ন ও আশা নিয়ে তোমাদেরকে বিশ্ববিদ্যালয়ে পাঠিয়েছেন, ভালো মানের গ্র্যাজুয়েট হয়ে তোমাদের পিতা-মাতা ও বিশ্ববিদ্যালয়ের সম্মান অক্ষুন্ন রাখতে হবে। জাতির পিতার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০৪১ সালে উন্নত বাংলাদেশ গড়ার যে স্বপ্ন দেখাচ্ছেন সেই উন্নত বাংলাদেশ গড়ার চালিকাশক্তি তোমরাই। সেই দক্ষতা তোমাদের অর্জন করতে হবে। তিনি বলেন তোমরা দেশের সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় পড়াশুনা করবা তাই তাদের প্রতি ও দেশের প্রতি তোমাদের দায়িত্ব-কর্তব্য আছে, এর বিনিময়ে দেশকে কিছু দিতে হবে। উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়ার পাশাপাশি মানবিক গুণেরও অধিকারী হতে হবে। 
 
পরিশেষে তিনি নবীন শিক্ষার্থীদের সুন্দর ও সাফল্যমন্ডিত ভবিষ্যৎ কামনা করে বক্তব্য শেষ করেন। উল্লেখ্য, আগামী ৩০ জানুয়ারি থেকে ২০২১ শিক্ষাবর্ষের স্নাতক পর্যায়ের লেভেল-১, সেমিস্টার-১ এ ভর্তিকৃত নবীন শিক্ষার্থীদের ক্লাস কার্যক্রম অনলাইনে শুরু হবে।

এমএসএম / এমএসএম

রাজনৈতিক দুষ্টচক্র শিক্ষাপ্রতিষ্ঠান দখলে নিয়েছে: শিক্ষা উপদেষ্টা

শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় এনটিআরসিএর বড় সিদ্ধান্ত

সাইবার বুলিং ও নিরাপত্তাহীনতায় চাকসু নির্বাচনে সীমিত নারী প্রার্থীর অংশগ্রহণ

বিশ্ববিদ্যালয় থেকে তত্ত্বাবধায়ক প্রকৌশলীর লক্ষাধিক টাকার টাইলস আত্মসাত

পিডি নিয়োগে প্রথম হয়েও বাদ শেকৃবি অধ্যাপক , নিয়ম ভেঙে প্রকল্প পেলেন সাবেক ছাত্রলীগ নেতা

পবিপ্রবির নতুন উদ্যোগে নারী শিক্ষার্থীদের জন্য স্থায়ী নামাজ রুম

ডিআইইউতে আন্তর্জাতিক সম্মেলনের দ্বিতীয় দিন সম্পন্ন

গণ বিশ্ববিদ্যালয়ের শান্তিপূর্ণ ছাত্র সংসদ নির্বাচনে ভিপি মৃদুল, জিএস রায়হান

আইএফপিআরআই ও সার্ক কৃষি কেন্দ্রের মধ্যে যুক্তরাষ্ট্রে সমঝোতা চুক্তি স্বাক্ষর

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি'তে শুরু হয়েছে আন্তর্জাতিক সম্মেলন BIM 2025

চাকসু নির্বাচনে ব্যালট নম্বর প্রকাশ, আনুষ্ঠানিক প্রচারণা শুরু

গঠনতন্ত্রে নিয়মিত শিক্ষার্থীদের সংযোজন করে ইকসু'র দাবি

ইসলামী বিশ্ববিদ্যালয়ে প্রক্টর ও ছাত্র-উপদেষ্টার পুনঃনিয়োগ