ঢাকা বুধবার, ১ অক্টোবর, ২০২৫

হাবিপ্রবি’র নতুন রেজিস্ট্রার হলেন অধ্যাপক ড. মোঃ সাইফুর রহমান


আবু সাহেব, হাবিপ্রবি photo আবু সাহেব, হাবিপ্রবি
প্রকাশিত: ৩১-১-২০২২ রাত ৯:৩৪
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্ত বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) রেজিস্ট্রারের (অতিরিক্ত দায়িত্ব) দায়িত্ব পেয়েছেন পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. মোঃ সাইফুর রহমান। 
 
সোমবার (৩১জানুয়ারি) হাবিপ্রবি’র উপাচার্য অধ্যাপক ড. এম. কামরুজ্জামানের অনুমোদনক্রমে এবং সদ্য বিদায়ী রেজিস্ট্রার বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. মোঃ ফজলুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়। এর পূর্বে ২০১৫ সালে প্রথমবার রেজিস্ট্রারের দায়িত্ব পালন করেন অধ্যাপক ড. মোঃ সাইফুর রহমান।
 
অফিস আদেশে বলা হয়, "এ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এর দায়িত্বে নিয়োজিত মেডিসিন, সার্জারী, এন্ড অবস্টেট্রিক্স বিভাগের প্রফেসর ডা. মোঃ ফজলুল হক ০১/০২/২০২২ হতে পিআরএলে গমন করবেন বিধায় ০১/০২/২০২২ থেকে এ বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের প্রফেসর অধ্যাপক ড. মোঃ সাইফুর রহমান, পরীক্ষা নিয়ন্ত্রক ( অতিরিক্ত দায়িত্ব )-কে তার নিজ দায়িত্বের অতিরিক্ত দায়িত্ব হিসাবে ০১/০২/২০২২ হতে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নিম্নবর্ণিত শর্তসাপেক্ষে পরীক্ষা নিয়ন্ত্রক এর দায়িত্বে নিযুক্ত করা হলো”।
 
রেজিস্ট্রারের দায়িত্ব পাওয়ায় অধ্যাপক ড. মোঃ সাইফুর রহমান বলেন, "নবনিযুক্ত উপাচার্য মহোদয় আমার উপর আস্থা রাখায় আমি তার উপর কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি। আমার উপর অর্পিত দায়িত্ব পালনে আমি সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাব। সেজন্য সকলের সহযোগিতা কামনা করছি”।
 
এদিকে বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ডা. মো: ফজলুল হক পিআরএলে যাওয়ায় তাকে রেজিস্ট্রার হিসেবে শেষ কর্মদিবসে ফুল দিয়ে বিদায়ী শুভেচ্ছা জানান হাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন নিজ দায়িত্বের অতিরিক্ত দায়িত্ব হিসেবে দায়িত্বপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ড. মো. সাইফুর রহমান (পরীক্ষা নিয়ন্ত্রক), প্রক্টর প্রফেসর ড. মো. মামুনুর রশিদ এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক প্রফেসর ড. ইমরান পারভেজ।
 
উল্লেখ্য, অধ্যাপক ড. মোঃ সাইফুর রহমান এর আগে ১ আগষ্ট ২০২১ থেকে হাবিপ্রবির পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্ব পালন করছেন।

এমএসএম / এমএসএম

রাজনৈতিক দুষ্টচক্র শিক্ষাপ্রতিষ্ঠান দখলে নিয়েছে: শিক্ষা উপদেষ্টা

শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় এনটিআরসিএর বড় সিদ্ধান্ত

সাইবার বুলিং ও নিরাপত্তাহীনতায় চাকসু নির্বাচনে সীমিত নারী প্রার্থীর অংশগ্রহণ

বিশ্ববিদ্যালয় থেকে তত্ত্বাবধায়ক প্রকৌশলীর লক্ষাধিক টাকার টাইলস আত্মসাত

পিডি নিয়োগে প্রথম হয়েও বাদ শেকৃবি অধ্যাপক , নিয়ম ভেঙে প্রকল্প পেলেন সাবেক ছাত্রলীগ নেতা

পবিপ্রবির নতুন উদ্যোগে নারী শিক্ষার্থীদের জন্য স্থায়ী নামাজ রুম

ডিআইইউতে আন্তর্জাতিক সম্মেলনের দ্বিতীয় দিন সম্পন্ন

গণ বিশ্ববিদ্যালয়ের শান্তিপূর্ণ ছাত্র সংসদ নির্বাচনে ভিপি মৃদুল, জিএস রায়হান

আইএফপিআরআই ও সার্ক কৃষি কেন্দ্রের মধ্যে যুক্তরাষ্ট্রে সমঝোতা চুক্তি স্বাক্ষর

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি'তে শুরু হয়েছে আন্তর্জাতিক সম্মেলন BIM 2025

চাকসু নির্বাচনে ব্যালট নম্বর প্রকাশ, আনুষ্ঠানিক প্রচারণা শুরু

গঠনতন্ত্রে নিয়মিত শিক্ষার্থীদের সংযোজন করে ইকসু'র দাবি

ইসলামী বিশ্ববিদ্যালয়ে প্রক্টর ও ছাত্র-উপদেষ্টার পুনঃনিয়োগ