হাবিপ্রবিতে কাউন্সিলিং মোটিভেশন শীর্ষক সেমিনার শুরু
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেল (আইকিউএসি)-এর আয়োজনে নবাগত লেভেল-১, সেমিস্টার-১ এর শিক্ষার্থীদের জন্য ‘Counseling Motivation for L-1, S-1 2021 Students’ শীর্ষক তিন দিনব্যাপী সেমিনার ভার্চুয়ালি সোমবার (৭ ফেব্রুয়ারি) থেকে শুরু হয়েছে। সোমবার সকাল ৯টা ৪৫ মিনিটে বিশ্ববিদ্যালয়ের ভার্চুয়াল ক্লাসরুমে উপস্থিত থেকে উক্ত মোটিভেশনাল সেমিনারের উদ্বোধন করেন হাবিপ্রবির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ট্রেজারার প্রফেসর ড. বিধান চন্দ্র হালদার, সংশ্লিষ্ট অনুষদের সম্মানিত ডিন, প্রক্টর প্রফেসর ড. মো. মামুনুর রশীদ, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক প্রফেসর ড. ইমরান পারভেজ, সংশ্লিষ্ট অনুষদের বিভিন্ন বিভাগের চেয়ারম্যানবৃন্দ, অন্যান্য শিক্ষকবৃন্দ, আইটি সেল এবং জনসংযোগ ও প্রকাশনা শাখার কর্মকর্তাবৃন্দসহ অন্যরা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইকিউএসি এর পরিচালক প্রফেসর ড. বিকাশ চন্দ্র সরকার এবং সঞ্চালনা করেন আইকিউএসি এর অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মো. শাহ্ মইনুর রহমান। উক্ত সেমিনারে মোটিভেশনাল স্পীকার হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কাস্টমস এর ডেপুটি কমিশনার জনাব সুশান্ত পাল।
এ সময় প্রধান অতিথির বক্তব্যের শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা মুজিবসহ ১৫ আগস্ট নিহত সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামান বলেন, তোমাদের নিজের উপর বিশ্বাস রাখতে হবে। সব সময় ইতিবাচক মনোভাব নিয়ে কাজ করতে হবে। সময়ের মূল্য দিতে হবে, কোন কাজ ফেলে না রেখে সময়ের কাজ সময়ে করতে হবে। বন্ধু নির্বাচনে সচেতন হতে হবে। তিনি বলেন, খারাপ বিষয়কে দৃঢ়ভাবে না বলতে শিখতে হবে, এটি অনেক জরুরী। নিজের দুর্বলতা নিয়ে আত্মসমালোচনা করতে হবে। করোনার সময়ে শিক্ষার্থীদের মানসিক অবস্থা দৃঢ় রাখতে বলেন তিনি। পরিশেষে তিনি এ ধরণের সুন্দর সেমিনার আয়োজনের জন্য আইকিউএসি-কে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং নবাগত শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ কামনা করেন।
উল্লেখ্য, সোমবার (৭ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হয় ভেটেরিনারি অ্যান্ড এনিম্যাল সায়েন্স অনুষদ, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদ, বিজনেস স্টাডিজ অনুষদ ও ফিসারিজ অনুষদের নবাগত শিক্ষার্থীদের নিয়ে মোটিভেশনাল সেমিনার, ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ইঞ্জিনিয়ারিং অনুষদ ও কৃষি অনুষদের এবং ৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে সোস্যাল সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিস অনুষদ ও বিজ্ঞান অনুষদের।
এমএসএম / জামান
জাবি শিক্ষার্থীদের ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলে আগুন
জবিস্থ চুয়াডাঙ্গা জেলা ছাত্রকল্যাণ পরিষদ নির্বাচন: সাধারণ সম্পাদক পদে তরিকুল ইসলামের ইশতেহার ঘোষণা
মাংসের খাটিয়ায় কুকুর, ছবি তুলতেই সাংবাদিককে হুমকি
ইবি'র ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
ঢাবির একাডেমিক কার্যক্রম ২ সপ্তাহ বন্ধ, হল ত্যাগের নির্দেশ
ভিকারুননিসায় রোববারের প্রথম-নবম শ্রেণির বার্ষিক পরীক্ষা স্থগিত
ইবি'র ৪৭তম জন্মিদনে নানা কর্মসূচি গ্রহণ
জকসু নিয়ে কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য পদপ্রার্থী অবন্তির ভাবনা
জকসু নিয়ে কেন্দ্রীয় পাঠাগার ও সেমিনার সম্পাদক পদপ্রার্থী ইমনের ভাবনা
ছাত্রদলের উদ্যোগে সুবিধাবঞ্চিত ও ছিন্নমূল শিশুদের সাপ্তাহিক স্কুল উদ্বোধন
শেকৃবিতে নিয়োগে আওয়ামী পুনর্বাসন, এলাকাপ্রীতি ও অর্থ লেনদেনের অভিযোগ
উত্তরায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন
Link Copied