ড. নূরুন নবীর বইয়ের প্রকাশনা উৎসব
একুশে পদকপ্রাপ্ত লেখক, বিজ্ঞানী ও মুক্তিযোদ্ধা ড. নূরুন নবীর লেখা বই The Role of NIXON-KISSINGER in the 1971 Pakistan War Crimes Againist BANGLADESH-এর প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে বাংলা একাডেমির কবি শামসুর রাহমান মিলনায়তনে।
প্রকাশনা উৎসবে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার অর্থনৈতিক উপদেষ্টা ড. মসিউর রহমান। বিশেষ অতিথি ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক ও কবি মুহম্মদ নূরুল হুদা। কবি ইউসুফ রেজার সঞ্চালনায় অনুষ্ঠিত এই প্রকাশনা উৎসবে সভাপতি ছিলেন কবি আসাদ চৌধুরী। স্বাগত বক্তব্য দেন মুক্তধারা ইউএস-এর স্বত্বাধিকারী বিশ্বজিৎ সাহা।
বিশেষ অতিথির বক্তব্যে কবি মুহম্মদ নূরুল হুদা বলেন, একাত্তরে নিক্সন ও কিসিঞ্জার বাংলাদেশের বিরুদ্ধে যে অপপ্রচার করেছিল, ৫০ বছরের বাংলাদেশে তা ব্যার্থ প্রমানিত হয়েছে। বাংলাদেশকে তারা তলাবিহীন ঝুরি বলেছিল, বাংলাদেশ এখন প্রয়োজনের চেয়ে উদ্বৃত্ত সম্পদ আছে এবং উৎপাদন হচ্ছে। তিনি বলেন একাত্তরে লেখক নিজের চোখে যা দেখেছেন, তা প্রকাশ করেছেন বইয়ে।
প্রধান অতিথির বক্তব্যে ড. মসিউর রহমান বলেন, বইটিতে লেখক ৪টি বিষয় তুলে ধরেছেন। ১. একজন তরুণ মুক্তিযোদ্ধার অনুভূতি কেমন ছিল? ২. একাত্তরে তাঁর ফ্যামিলি মেম্বারদের দুঃখ দুর্দশার কথা তুলে ধরেছেন, যার মধ্য দিয়ে সাধারণ বাঙালিদের জীবন দুর্ভোগের চিত্র প্রকাশ পেয়েছে ৩. সরকারের সাথে সম্পৃক্ত নয়, অথচ মুক্তিযুদ্ধের বিপক্ষে তারা কিভাবে কাজ করেছে? ৪. রাষ্ট্র যারা পরিচালনা করেন, তারা যে ভুল করেন, এই ভুলের খেসারত যে সাধারণ জনগণকে দিতে হয় এবং একাত্তরে এই খেসারত বাংলাদেশের মানুষ কিভাবে দিয়েছে? তা তুলে ধরেছেন।
আমেরিকা থেকে ভার্চুয়াল মাধ্যমে উৎসবে অংশ নেন লেখক ড. নূরুন নবী। তিনি উৎসব এর প্রধান অতিথি, বিশেষ অতিথিদ্বয়, সভাপতি এবং উপস্থিত অতিথিবৃন্দদের আন্তরিক ধন্যবাদ জানিয়ে বলেন, ১৯৭১ সালে বাংলাদেশে পাকিস্তানি সামরিক বাহিনীর মানবতাবিরোধী যুদ্ধাপরাধের বিরুদ্ধে সারা বিশ্বে বিক্ষোভ ছড়িয়ে পড়েছিল।কিন্তু মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন এবং তার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হেনরি কিসিঞ্জার এ বিষয়ে নীরব ছিলেন।
পাকিস্তানের স্বৈরশাসক জেনারেল ইয়াহিয়া খান বাংলাদেশে সামরিক অভিযানের নেতৃত্ব দিয়েছিল। মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশে পাকিস্তানি সামরিক বাহিনীর যুদ্ধাপরাধের নিন্দা করেনি, তাদের থামানোর কোনো উদ্যোগ নেয়নি, যা তাদের ক্ষমতার মধ্যে ছিল। যদি নিক্সন-কিসিঞ্জার ব্যক্তিগত স্বার্থের জন্য ইয়াহিয়া খানকে অন্ধভাবে সমর্থন না করত, তাহলে বাংলাদেশে পাকিস্তানিদের যুদ্ধাপরাধ কম হত অথবা হত না। তাই বাংলাদেশে পাকিস্তানি সেনাবাহিনী সংগঠিত যুদ্ধাপরাধের দায় নিক্সন-কিসিঞ্জার এড়াতে পারে না।
বাংলাদেশের মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু ও বাংলাদেশ বিষয়ে ড. নূরুন নবীর লেখা আরও ১৭ টি বই প্রকাশিত হয়েছে। সম্প্রতি তাঁর লেখা ২ টি বই ভারতের ন্যাশনাল লাইব্রেরিতে ইতিহাস, ঐতিহ্য ও মুক্তিযুদ্ধ বিষয়ে গবেষণার জন্য স্বীকৃতি পেয়েছে। ড. নূরুন নবীর লেখা উল্লেখযোগ্য বই হচ্ছে- অনিবার্য মুক্তিযুদ্ধ, জন্ম ঝরের বাংলাদেশ, বাংলাদেশে পাকিস্তানের যুদ্ধাপরাধ ও প্রেসিডেন্ট নিক্সন- ড. কিসিঞ্জারের দায়, জাপানিদের চোখে বাঙালি বীর, স্মৃতিময় নিপ্পন, আমার একাত্তর, জন্মেছি এই বাংলায়, আমেরিকায় জাহানারা ইমামের শেষ দিনগুলি, শামসুর রাহমান- স্বাধীনতার কবি, অন্তরঙ্গ আলোচনায় বঙ্গবন্ধু, বঙ্গবন্ধু ও বিশ্ববন্ধু, Born in Bangla, Bangabandhu and turbulet Bangladesh, BULLETS of '71 A freedom Fighter's Story.
বাংলা ভাষা ও সাহিত্যে বিশেষ অবদানের জন্য বাংলাদেশ সরকারের দ্বিতীয় জাতীয় সম্মাননা- একুশে পদক- ২০২০ অর্জন করেছেন । মুক্তিযোদ্ধা ও লেখক ছাড়াও বিজ্ঞানী হিসেবে ড. নূরুন নবীর খ্যাতি রয়েছে বিশ্বব্যাপী। তিনি যুক্তরাষ্ট্রে কোলগেটসহ প্রায় ১০০টি পণ্যের পেটেন্ট আবিস্কারক।
অনুষ্ঠান শেষে কেক কেটে কবি আসাদ চৌধুরীর জন্মদিন উৎযাপন করা হয়।
শাফিন / জামান
প্রথম ঘণ্টায় ২৪ আপিল নিষ্পত্তি, ৭ জনের বাতিল
এক দশক পর জাতিসংঘের আদালতে রোহিঙ্গা গণহত্যার বিচার শুরু
বনশ্রীতে স্কুলছাত্রী হত্যার সন্দেহভাজন হোটেল কর্মী মিলন আটক
রাষ্ট্র সংস্কারের বদলে ‘দায়মুক্তির ফাঁদ’ তৈরি হচ্ছে : টিআইবি
ইসিতে শুরু তৃতীয় দিনের আপিল শুনানি
১৮ এপ্রিল থেকে শুরু হচ্ছে হজ ফ্লাইট, ধর্ম মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা
মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে : ডিবি
আল্লাহর ওপর ভরসা ছিল, ষড়যন্ত্র টেকেনি : প্রার্থিতা ফিরে পেয়ে মান্না
হলফনামায় প্রদর্শিত হয়নি এমন সম্পদের মালিককে শাসক হিসেবে চাই না
ইসির শুনানিতে প্রথমার্ধে ২৭ জনের আপিল মঞ্জুর
নতুন করে শুরুর সম্ভাবনা নিয়ে আলোচনা করতে চাই : মাহফুজ আলম
'জুলাই বার্তাবীর' অ্যাওয়ার্ড পেলেন স্টার নিউজের ইমরান
ইসিতে চলছে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে শেষ দিনের আপিল
Link Copied