জবির নতুন ভবনের বৈদ্যুতিক তার চুরি
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নতুন একাডেমিক ভবনের ১০ তলায় বৈদ্যুতিক তার চুরির ঘটনা ঘটেছে। এতে রীক্ষা চলাকালীন বিদ্যুৎ না থাকায় ভোগান্তিতে পড়েন শিক্ষার্থীরা।
ঘটনা সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে শুক্রবার পরীক্ষা অনুষ্ঠিত হয়। তখন সেইসব কক্ষে বিদ্যুৎ ছিল না। পরীক্ষা চলাকালীন উপাচার্য নতুন ভবনের কাজ পরিদর্শনে যান। তখনও ছিল না বিদ্যুৎ। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রকৌশল দপ্তরে বিষয়টি জানালে তারা সেখানে গিয়ে দেখতে পায় ভবনের নবম ও দশম তলার অস্থায়ী সংযোগ দেয়া দশম তলার বিদ্যুতের বোর্ড থেকে তার চুরি করা হয়েছে। পরবর্তীতে সেদিন বিকেলে নতুন ভবনে কাজ করা এক কর্মচারী ক্যাম্পাসের প্রধান ফটক দিয়ে বের হওয়ার সময় বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাকর্মীরা তাকে তল্লাশি করে তার ব্যাগ থেকে বৈদ্যুতিক তার উদ্ধার করেন।
তার পরিচয় হিসেবে জানা যায়, তিনি দুলু মিয়ার লোক এবং সে এখানে রংয়ের কাজ করতে এসেছিলেন। তবে তার নাম জানা যায়নি। দুলুর পরিচয় জানা যায়, তিনি এখানে সাব-কন্ট্রাক্টর হিসেবে রয়েছেন। তবে বৈদ্যুতিক তারসহ চুরির সময় ধরা পড়া কর্মচারী সে সময় কন্ট্রাক্টর ও সাইট ম্যানেজারের প্রশ্রয়ে সেখান থেকে বের হয়ে চলে যায়। পরবর্তীতে তারসহ ধরা পড়া লোকটিকে ছেড়ে দেয়ার পেছনে একে অপরকে দায়ী করেন সাইট ম্যানেজার ও কন্ট্রাক্টর।
জানা যায়, মেইন লাইন থেকে চুরি হওয়া তারের পুরুত্ব ১৬ আরএমএল। কিন্তু উদ্ধার করা তার এর চেয়ে অনেক চিকন। তাছাড়া প্রকৌশল দপ্তরের ভাষ্যমতে, প্রায় ৪০-৫০ গজ তার চুরি হয়েছে। কিন্তু ওই লোকের কাছ থেকে সেদিন অল্প পরিমাণ তার পাওয়া যায়।
তবে বিশ্ববিদ্যালয়ের ইলেক্ট্রিকাল ইঞ্জিনিয়াররা বলছেন, মেইন লাইন থেকে তার চুরি করার কাজটি কারো একার পক্ষে করা সম্ভব নয়। কোনো সাধারণ মানুষও এটি করতে পারবে না। দক্ষ ও কয়েকজন না মিলে এটি করা সম্ভব নয়। এমনকি এটি কাটার মেশিন ছাড়া কাটাও সম্ভব নয়। যারা এখানে কাজ করছে তারাই এসব চুরি করছে বলে ধারণা করছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, প্রধান প্রকৌশলীসহ সংশ্লিষ্টরা।
বিশ্ববিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ৭ তলা থেকে ১৩ তলা পর্যন্ত কাজের দায়িত্ব পায় ‘দ্য বিল্ডার্স ইঞ্জিনিয়ারিং লিমিটেড’ নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। ভবনটির নির্মাণকাজের মেয়াদ গত বছরের ডিসেম্বরে শেষ হলেও এখনও বাকি পড়ে আছে অনেক কাজ। কাজ শেষ না হওয়ায় অস্থায়ীভাবে বোর্ড করে বিভিন্ন তলায় বিদ্যুৎ সংযোগ দেয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় বিকেল ৪টার পর ৬ তলার উপরে তেমন কারো আনাগোনা দেখা যায় না। এ সুযোগকে কাজে লাগিয়ে নির্মাণাধীন সামগ্রী চুরি করার সুযোগ পাচ্ছে সেখানে কাজ করা কর্মচারী। ঠিকাদারি প্রতিষ্ঠানের অনেক সাব-কন্ট্রাক্টর থাকায় প্রতিদিন নতুন নতুন কর্মচারীরা এখানে কাজ করতে আসেন। এতে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাকর্মীদেরও তাদের চিনতে সমস্যা হচ্ছে।
বিষয়টি নিয়ে সাব-কন্ট্রাক্টর দুলু মিয়াকে জিজ্ঞাসা করলে দায়সারা ভাব নিয়ে বলেন, এটি অল্প পরিমাণ তার। এটির জন্য কোনো সমস্যা হবে না। তবে মেইন লাইন থেকে তার গায়েব হওয়ার বিষয়ে জিজ্ঞাসা করলে তিনি এ ব্যাপারে অবগত নন বলে জানান।
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার মো. সাইদুর রহমান (নিরাপত্তা শাখা) জানান, সাব-কন্ট্রাক্টরকে বৈদ্যুতিক তার চুরির সময় ধরা পড়া লোকটিকেসহ সোমবার বেলা ১১টার মধ্যে প্রক্টর অফিসে উপস্থিত থাকার জন্য বলা হয়েছে। সেখানে বিষয়টি সমাধান করা হবে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোস্তফা কামাল বলেন, বিষয়টি আমরা কোনোমতেই সহজভাবে নেব না। আজ অল্প চুরি করেছে, পরবর্তীতে আরো বড় ধরনের চুরিও করতে পারে। সে দায়ভার আমরা নেব না। তারা যদি যথাযথ শাস্তি দিতে না পারে তাহলে আমরা তাদের পুলিশে সোপর্দ করব।
এর কিছুদিন আগে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকসংলগ্ন নতুন একাডেমিক ভবন থেকে এসির ফ্যান চুরি করার সময় দুজনকে হাতেনাতে ধরেন নিরাপত্তাকর্মীরা। তারা মাদকাসক্ত ও প্রচুর পরিমাণে নেশাগ্রস্ত হওয়ায় পরবর্তীতে তাদের ছেড়ে দেয়া হয়।
এমএসএম / জামান
ইবি'র তিন বিভাগে ৩০ আসন বৃদ্ধি
জাবি শিক্ষার্থীদের ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলে আগুন
জবিস্থ চুয়াডাঙ্গা জেলা ছাত্রকল্যাণ পরিষদ নির্বাচন: সাধারণ সম্পাদক পদে তরিকুল ইসলামের ইশতেহার ঘোষণা
মাংসের খাটিয়ায় কুকুর, ছবি তুলতেই সাংবাদিককে হুমকি
ইবি'র ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
ঢাবির একাডেমিক কার্যক্রম ২ সপ্তাহ বন্ধ, হল ত্যাগের নির্দেশ
ভিকারুননিসায় রোববারের প্রথম-নবম শ্রেণির বার্ষিক পরীক্ষা স্থগিত
ইবি'র ৪৭তম জন্মিদনে নানা কর্মসূচি গ্রহণ
জকসু নিয়ে কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য পদপ্রার্থী অবন্তির ভাবনা
জকসু নিয়ে কেন্দ্রীয় পাঠাগার ও সেমিনার সম্পাদক পদপ্রার্থী ইমনের ভাবনা
ছাত্রদলের উদ্যোগে সুবিধাবঞ্চিত ও ছিন্নমূল শিশুদের সাপ্তাহিক স্কুল উদ্বোধন
শেকৃবিতে নিয়োগে আওয়ামী পুনর্বাসন, এলাকাপ্রীতি ও অর্থ লেনদেনের অভিযোগ
Link Copied