কুবিতে বঙ্গবন্ধু পরিষদের নতুন কমিটি ঘোষণা

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু পরিষদের একাংশ (নন্দী-জুলহাস)-এর নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সভাপতি হিসেবে রয়েছেন ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের সহযোগী অধ্যাপক সাইদুল আল-আমীন ও সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. খলিলুর রহমান। রোববার (২০ ফেব্রুয়ারি) বঙ্গবন্ধু পরিষদের বিদায়ী সভাপতি দুলাল চন্দ্র নন্দী ও সাধারণ সম্পাদক ড. জুলহাস মিয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
কমিটিতে সহ-সভাপতি হিসেবে রয়েছেন ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক মোহাম্মদ মাকসুদুল করিম, রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. আবদুল মাজেদ পাটোয়ারী, পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মিঠুন কুমার দাস, যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে আছেন প্রত্নতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক মো. মুর্শেদ রায়হান ও আইন বিভাগের সহকারী অধ্যাপক মো. আবু বক্কর ছিদ্দিক (মাসুম), কোষাধ্যক্ষ হিসেবে আছেন পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক শাহ একলিমুর রেজা, সাংগঠনিক সম্পাদক হিসেবে আছেন লোক প্রশাসন বিভাগের প্রভাষক মো. ফয়জুল ইসলাম ফিরোজ, প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে আছেন মার্কেটিং বিভাগের মো. মাহফুজুর রহমান, ক্রীড়া সম্পাদক পদে আছেন ফার্মেসি বিভাগের প্রভাষক কামরুল হাসান শিখন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক হিসেবে আছেন অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক স্বর্ণা মজুমদার এবং শিক্ষা ও গবেষণা সম্পাদক হিসেবে আছেন প্রত্নতত্ত্ব বিভাগের সহকারী ড. মোহাম্মদ মাহমুদুল হাসান খান।
এছাড়া কার্যকরী সদস্যরা হলেন- বাংলা বিভাগের অধ্যাপক ড. জিএম মনিরুজ্জামান, অ্যাকাউন্টিং বিভাগের অধ্যাপক ড. বিশ্বজিৎ চন্দ্র দেব, ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. শেখ মকছেদুর রহমান, অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দীন, পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ জুলহাস মিয়া, মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক আবদুল্লাহ আল জামিল, অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক আসাদুজ্জামান শিকদার, লোকপ্রশাসন বিভাগের প্রভাষক মো. হাসান শাহরিয়ার, ইংরেজি বিভাগের প্রভাষক তারিন বিনতে এনাম এবং আইন বিভাগের প্রভাষক সোরহাব হোসেন।
উল্লেখ, এই কমিটি আগামী এক বছর দায়িত্ব পালন করবে।
এমএসএম / জামান

চাকসু নির্বাচনে ব্যালট নম্বর প্রকাশ, আনুষ্ঠানিক প্রচারণা শুরু

গঠনতন্ত্রে নিয়মিত শিক্ষার্থীদের সংযোজন করে ইকসু'র দাবি

ইসলামী বিশ্ববিদ্যালয়ে প্রক্টর ও ছাত্র-উপদেষ্টার পুনঃনিয়োগ

পাস্ট ডিবেটিং সোসাইটির নতুন সভাপতি রউফ, সম্পাদক তন্নি

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পবিপ্রবির ৩ শিক্ষার্থী

রাবিতে শাটডাউন প্রত্যাহার, ক্লাস-পরীক্ষা বর্জন জাতীয়তাবাদী শিক্ষকদের

পিছানো হল চাকসু নির্বাচন

রাবিতে দ্বিতীয় দিনের মতো চলছে ‘কমপ্লিট শাটডাউন’

১৬ অক্টোবর রাকসু নির্বাচন

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় বাকৃবির ১২ গবেষক

বিশ্বের শীর্ষ দুই শতাংশ গবেষকদের তালিকায় ইবির দুই অধ্যাপক

আমরা ক্রমশ সাম্য থেকে বৈষম্যের দিকে আগুয়ান হচ্ছি: ড. সলিমুল্লাহ খান
