জন্ম পরিচয় নিয়ে শিক্ষকের প্রশ্নে শিক্ষার্থীর আত্মহত্যার চেষ্টা : উত্তাল জাককানইবি ক্যাম্পাস
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জককানইবি) ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের এক শিক্ষার্থীর জন্ম পরিচয় নিয়ে প্রশ্ন তুলেছেন উক্ত বিভাগেরই এক শিক্ষক। ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষক ড. শেখ মেহেদি হাসানের বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে। ওই শিক্ষার্থী পরে ফেসবুক লাইভে এসে আত্মহত্যার চেষ্টা করেন। তিনি এখন হাসপাতালে।
এদিকে এই ঘটনার প্রতিবাদে বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। শিক্ষার্থীরা ওই শিক্ষকের শাস্তি দাবি বিশ্ববিদ্যালয়ের জয়বাংলা ভাষ্কর্য ও প্রশাসনিক ভবনের সামনে আগুন ধরিয়ে অবস্থান নেয় । পরবর্তীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখে । এতে প্রায় ১০ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয় । চরম ভোগান্তিতে পড়েন পড়েন উক্ত রোডে চলাচলকারী যাত্রীরা । টানা ২ ঘন্টা মহাসড়ক অবরুদ্ধ থাকার পর আইন শৃঙ্খলা বাহিনী ও বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল টিমের প্রচেষ্টায় অভিযুক্ত শিক্ষককে শাস্তির আওতায় আনার আশ্বাসের ভিত্তিতে অবরোধ তুলে নেয় শিক্ষার্থীরা ।
জানা গেছে, ওই শিক্ষার্থী আজ বৃহস্পতিবার বিকেল ৪টায় ফেসবুক লাইভে এসে ঘটনার বর্ণনা দেন। তিনি বলেন, ১০টি ঘুমের বড়ি খেয়েছেন। পরে সহপাঠীরা তাঁকে উদ্ধার করে ত্রিশালের স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। এ সময় কর্তব্যরত চিকিৎসক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তাঁকে রেফার করেন। কর্তব্যরত চিকিৎসক ডা. ফাতেমা আক্তার বলেন, ‘আমরা প্রাথমিক সেবা দিয়েছি। অবজারভেশনে রাখার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর জন্য আমরা বলেছি।’
লাইভে এসে শিক্ষার্থীর অভিযোগ করে বলেন, তাঁর বাবা কী করেন, পদ কী, বয়স কত? আর সবশেষে তাঁর জন্মের পরিচয় নিয়েও প্রশ্ন তোলেন ওই শিক্ষক। এমনকি ছাত্র রাজনীতি করে এই বিভাগে লাভ হবে না বলেও মন্তব্য করেন ওই শিক্ষক। ওই শিক্ষার্থী ক্লাস রিপ্রেজেন্টেটিভ বলে জানা গেছে।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে শিক্ষক ড. শেখ মেহেদি হাসান বলেন, ‘এটা চক্রান্ত। এমন কিছু আমি করিনি।’ এই ঘটনার প্রতিবাদে সন্ধ্যা থেকে সাধারণ শিক্ষার্থীরা জয় বাংলা ভাস্কর্য ও প্রশাসনিক ভবনের সামনে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করছে। এর আগে অভিযুক্ত শিক্ষকের বিচারের দাবিতে মানববন্ধন করেছেন তাঁরা।
এ বিষয়ে বিভাগটির প্রধান অধ্যাপক ড. মো. ইমদাদুল হুদা বলেন, ‘আগে শিক্ষার্থীকে সুস্থ করে তুলি পরে অন্য বিষয় নিয়ে আলোচনা করে ব্যবস্থা নেওয়া যাবে।’
এমএসএম / এমএসএম
সায়েন্সল্যাব অবরোধ করেছেন ঢাকা কলেজের উচ্চমাধ্যমিকের শিক্ষার্থীরা
জবিস্থ চুয়াডাঙ্গা ছাত্রকল্যাণের নেতৃত্বে সজিব ও তরিকুল
অপ্রচলিত ফসল খাদ্যনিরাপত্তায় বড় ভূমিকা রাখতে পারে: বাকৃবি সম্মেলনে বিশেষজ্ঞরা
ইবিতে শৃঙ্খলা পরিপন্থী কাজের অভিযোগে শিক্ষক বহিষ্কার
প্রাথমিক শিক্ষকদের লাগাতার কর্মবিরতি শুরু, ৬৫ হাজার স্কুলে বন্ধ পাঠদান
ইবি'র তিন বিভাগে ৩০ আসন বৃদ্ধি
জাবি শিক্ষার্থীদের ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলে আগুন
জবিস্থ চুয়াডাঙ্গা জেলা ছাত্রকল্যাণ পরিষদ নির্বাচন: সাধারণ সম্পাদক পদে তরিকুল ইসলামের ইশতেহার ঘোষণা
মাংসের খাটিয়ায় কুকুর, ছবি তুলতেই সাংবাদিককে হুমকি
ইবি'র ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
ঢাবির একাডেমিক কার্যক্রম ২ সপ্তাহ বন্ধ, হল ত্যাগের নির্দেশ