কুবিতে শীতের পর বেড়েছে মশার উপদ্রব

সন্ধ্যা হলেই মশারি কিংবা কয়েল ছাড়া বসাই যেন দায় হয়ে পড়েছে। হল, গোলচত্বর, মুক্ত মঞ্চ, শহীদ মিনার কিংবা ক্যাফেটেরিয়া; সব জায়গায় একই দৃশ্য। বলছিলাম কয়েক দিন যাবৎ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীদের মুখে মুখে ঘোরা কথাগুলো। তাদের অভিযোগ, বিশ্ববিদ্যালয়ের ঝোপঝাড়গুলো এবং বিভিন্ন অনুষদ ও আবাসিক হলের ড্রেনগুলো নিয়ম করে পরিষ্কার করা হয় না।
শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের আবাসিক শিক্ষার্থী লাজেম জিম বলেন, সন্ধ্যার পর মশারি কিংবা কয়েল ছাড়া আর কিছু কল্পনাই করা যায় না। একটু বসে কোথাও শান্তিমতো আড্ডা দেব সেটাও সম্ভব হয় না মশার জন্য। এমনকি দুপুরে মশারি ছাড়া রুমে শুয়েও থাকা যায় না। মশার প্রকোপ কমাতে প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি।
কাজী নজরুল ইসলাম হলের আবাসিক শিক্ষার্থী মো. আসিফ উদ্দিন বলেন, ক্যাম্পাসের ভেতর হাঁটলে কোথাও না কোথাও ময়লার স্তূপ দেখা যাবেই। এছাড়া হলের পাশের ড্রেন, বিভিন্ন জায়গায় ঝোপঝাড় নিয়মিত পরিষ্কার করে না কর্তৃপক্ষ। ফলে সেখান থেকে মশার ঘনত্ব বৃদ্ধি পায়। মশারি ছাড়া রুমের ভেতর বসাই যায় না। আমরা এর দ্রুত সমাধান চাই।
সরেজমিন দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের পাশে, বিজ্ঞান অনুষদের পেছনে, আবাসিক হলগুলোর বিভিন্ন জায়গায়, মুক্তমঞ্চের পাশে ময়লা স্তূপ হয়ে পড়ে আছে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের ড্রেনগুলো নিয়মিত পরিষ্কার না করায় বিভিন্ন জায়গায় ময়লা পানি জমে আছে, যা মশার প্রজনন বৃদ্ধিতে ভূমিকা রাখছে।
মশার উপদ্রব বৃদ্ধির ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের ডেপুটি চিফ মেডিকেল অফিসার ডা. মাহমুদুল হাসান খান বলেন, এখন সাধারণত এডিস মশার প্রকোপ বাড়তে পারে। এতে ডেঙ্গুজ্বর হওয়ার সম্ভাবনা রয়েছে। এ থেকে মুক্তি পেতে আশপাশের ড্রেন, ঝোপঝাড় যথাসম্ভব পরিষ্কার রাখতে হবে। এছাড়া দিনের বেলা ঘুমাতে গেলেও যেন শিক্ষার্থীরা মশারি ব্যবহার করে।
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের এস্টেট শাখার প্রধান ডেপুটি রেজিস্ট্রার মো. মিজানুর রহমান বলেন, আমাদের বিশ্ববিদ্যালয় সিটি কর্পোরেশনের আওতায় নয়। তবুও অতীতে এ ধরনের পরিস্থিতিতে স্থানীয় কাউন্সিলরকে জানালে তিনি ওষুধ ছিটিয়ে দেয়ার ব্যবস্থা করেন। এবারো আমরা তার শরণাপন্ন হব।
তিনি আরো বলেন, প্রয়োজনের তুলনায় আমাদের লোকবল কম রয়েছে। তবুও আমরা চেষ্টা করছি যতটা সম্ভব পরিষ্কার রাখার।
এমএসএম / জামান

আইএফপিআরআই ও সার্ক কৃষি কেন্দ্রের মধ্যে যুক্তরাষ্ট্রে সমঝোতা চুক্তি স্বাক্ষর

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি'তে শুরু হয়েছে আন্তর্জাতিক সম্মেলন BIM 2025

চাকসু নির্বাচনে ব্যালট নম্বর প্রকাশ, আনুষ্ঠানিক প্রচারণা শুরু

গঠনতন্ত্রে নিয়মিত শিক্ষার্থীদের সংযোজন করে ইকসু'র দাবি

ইসলামী বিশ্ববিদ্যালয়ে প্রক্টর ও ছাত্র-উপদেষ্টার পুনঃনিয়োগ

পাস্ট ডিবেটিং সোসাইটির নতুন সভাপতি রউফ, সম্পাদক তন্নি

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পবিপ্রবির ৩ শিক্ষার্থী

রাবিতে শাটডাউন প্রত্যাহার, ক্লাস-পরীক্ষা বর্জন জাতীয়তাবাদী শিক্ষকদের

পিছানো হল চাকসু নির্বাচন

রাবিতে দ্বিতীয় দিনের মতো চলছে ‘কমপ্লিট শাটডাউন’

১৬ অক্টোবর রাকসু নির্বাচন

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় বাকৃবির ১২ গবেষক
