ঢাকা মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫

জাককানইবিতে নিহাদকে নির্যাতনকারীদের শাস্তির দাবিতে অনশন


মো. আরাফাত রহমান, জাককানইবি photo মো. আরাফাত রহমান, জাককানইবি
প্রকাশিত: ৩-৩-২০২২ বিকাল ৬:২৩

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) লোকপ্রশাসন ও সরকার পরিচালনা বিদ্যা বিভাগের শিক্ষার্থী মো. ওয়ালিদ নিহাদকে নির্যাতনকারীদের শাস্তির দাবিতে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা পূর্বঘোষিত কর্মসূচির আলোকে অনশন শুরু করেছেন। বৃহস্পতিবার (৩ মার্চ) বিকেল সাড়ে ৩টা থেকে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের নিচে অনশন শুরু করে টানা চতুর্থ দিনের মতো আন্দোলন কর্মসূচি অব্যাহত রেখেছেন শিক্ষার্থীরা। 

আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, আজ ঘটনার চতুর্থ দিন। এখনো প্রশাসন তদন্ত কমিটি গঠন করা ছাড়া দৃশ্যমান কোনো পদক্ষেপ নেয়নি, যা অত্যন্ত দুঃখজনক। এজন্যই আমাদের দাবি আদায়ে আমরা অনশন কর্মসূচি শুরু করলাম।

এ ঘটনায় গঠিত তদন্ত কমিটির সদস্য ড. তপন কুমার সরকার বলেন, আমরা আমাদের নির্দিষ্ট সময়ের মধ্যেই তদন্ত প্রতিবেদন জমা দেব। আশা করি আজকেই রেজিস্ট্রার বরাবর জমা দেয়া হবে। আমরা চেষ্টা করেছি একটি যথার্থ প্রতিবেদন তৈরি করতে।

তদন্ত কমিটির আরেক সদস্য ও প্রক্টর ড. উজ্জ্বল কুমার প্রধান বলেন, আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করে একটি পক্ষপাতহীন তদন্ত প্রতিবেদন তৈরি করেছি। আজ এটি জমা দেয়া হবে। 

এ সময় অনশনকারীদের উদ্দেশে বক্তব্য দেন- বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ও উপাচার্যের অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর জালাল উদ্দিন, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, ছাত্র উপদেষ্টা, শিক্ষক সমিতির নেতৃবৃন্দ ও বিভাগীয় শিক্ষকগণ।

শিক্ষকগণ অনশনকারীদের উদ্দেশে বলেন, তোমাদের এই সুশৃঙ্খল ও যৌক্তিক আন্দোলনের সাথে আমরা একাত্মতা পোষণ করে এসেছি। আমরা দেখেছি তদন্ত কমিটি অত্যন্ত পরিশ্রম করে প্রতিবেদন তৈরি করছে। সুতরাং প্রশাসন আমাদের দাবি পূরণ করবে বলে আমরা আশ্বস্ত হতে পারি। তাই তোমাদের অনুরোধ করছি, তোমরা আজকের মতো অনশন কর্মসূচি স্থগিত করো। আগামী রোববারের মধ্যে যদি সুষ্ঠু বিচার না আসে তাহলে আমরাও তোমাদের সাথে এসে দাঁড়াব। তদন্ত কমিটি, শিক্ষক সমিতি এবং বিভাগের শিক্ষকদের আশ্বাসে শিক্ষার্থীরা তাদের অনশন ভাঙেন এবং রোববার পর্যন্ত অনশন স্থগিত করেন। 

উল্লেখ্য, গত সোমবার (২৮ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন ও সরকার পরিচালনা বিদ্যা বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. ওয়ালিদ নিহাদকে মানসিক ও শারীরিক নির্যাতনের ঘটনা ঘটে। ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিবের গ্রুপের রাজনীতি না করায় এই মারধরের ঘটনা ঘটে বলে অভিযোগ তোলেন ভুক্তভোগী শিক্ষার্থী মো. ওয়ালিদ নিহাদ। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ৩২৪ নম্বর কক্ষে ১৫ জন মিলে সারারাত নির্যাতন চালায় নিহাদের ওপর।

এমএসএম / জামান

সায়েন্সল্যাব অবরোধ করেছেন ঢাকা কলেজের উচ্চমাধ্যমিকের শিক্ষার্থীরা

জবিস্থ চুয়াডাঙ্গা ছাত্রকল্যাণের নেতৃত্বে সজিব ও তরিকুল

অপ্রচলিত ফসল খাদ্যনিরাপত্তায় বড় ভূমিকা রাখতে পারে: বাকৃবি সম্মেলনে বিশেষজ্ঞরা

ইবিতে শৃঙ্খলা পরিপন্থী কাজের অভিযোগে শিক্ষক বহিষ্কার

প্রাথমিক শিক্ষকদের লাগাতার কর্মবিরতি শুরু, ৬৫ হাজার স্কুলে বন্ধ পাঠদান

ইবি'র তিন বিভাগে ৩০ আসন বৃদ্ধি

জাবি শিক্ষার্থীদের ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলে আগুন

জবিস্থ চুয়াডাঙ্গা জেলা ছাত্রকল্যাণ পরিষদ নির্বাচন: সাধারণ সম্পাদক পদে তরিকুল ইসলামের ইশতেহার ঘোষণা

মাংসের খাটিয়ায় কুকুর, ছবি তুলতেই সাংবাদিককে হুমকি

ইবি'র ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

ঢাবির একাডেমিক কার্যক্রম ২ সপ্তাহ বন্ধ, হল ত্যাগের নির্দেশ

ভিকারুননিসায় রোববারের প্রথম-নবম শ্রেণির বার্ষিক পরীক্ষা স্থগিত