ঢাকা শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫

কুবিতে ইএলডিসির আয়োজনে ট্রেড এক্সিবিশন-২০২২ শুরু


কুবি প্রতিনিধি photo কুবি প্রতিনিধি
প্রকাশিত: ৬-৩-২০২২ বিকাল ৫:৫০

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) এন্ট্রপ্রেনরশিপ অ্যান্ড লিডারশিপ ডেভেলপমেন্ট ক্লাবের উদ্যোগে শুরু হয়েছে তিন দিনব্যাপী ট্রেড এক্সিবিশন-২০২২। রোববার (৬ মার্চ) দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এফ এম আব্দুল মঈন এবং উপ-উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ হুমায়ুন কবির এ মেলার উদ্বোধন করেন। 

এ সময় উপস্থিত ছিলেন এন্ট্রপ্রেনরশিপ অ্যান্ড লিডারশিপ ডেভেলপমেন্ট ক্লাবের এইচ আর অ্যাডমিন ডিপার্টমেন্ট হেড মো. মেহেদি হাসান ও ক্লাবের অন্য সদস্যরা। উদ্বোধনী কার্যক্রম শেষে বিশ্ববিদ্যালয় উপাচার্য প্রফেসর ড. এ এফ এম আব্দুল মঈন ও উপ-উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ হুমায়ুন কবির সবগুলো স্টল ঘুরে দেখেন এবং উদ্যাক্তাদের সাথে মতবিনিময় ও নানা পরামর্শ দেন। 

নেতৃত্ব ও উদ্যোক্তা তৈরির লক্ষ্যকে সামনে রেখে যাত্রা করা এই ক্লাবটি শুরু থেকেই বিভিন্ন প্রোগ্রাম এবং ইভেন্টের আয়োজন করে আসছে। তাই ক্লাবের এবারের আয়োজন ট্রেড এক্সিবিশন-২০২২ মেলাটি। এই মেলায় মোট ১০টি স্টলে অংশগ্রহণ করছেন ১০ জন উদ্যোক্তা, যারা বিশ্ববিদ্যালয়েরই বিভিন্ন বিভাগের শিক্ষার্থী। স্টলগুলো হলো- আয়নাঘর, ফাহিম'স বগুড়ার দই, প্রগতি বই ঘর, শিকড় দেশী পণ্যয, স্টেশন, পুরাঙ্গনা, আর আর বিউটি হেভেন, দ্য ডিজায়ারড, দোল গাবুরী, এমেজড উইথ টেস্ট, এইট। 

এ সম্পর্কে মেলার একজন উদ্যোক্তা প্রগতি বইঘরের মোহাম্মদ হৃদয় বলেন, ইএলডিসি এই মেলার মাধ্যমে আমাদের মতো উদ্যোক্তাদের জন্য একটি প্লাটফর্ম তৈরি করে দিয়েছে। আমরা উদ্যোক্তারা এর মাধ্যমে নিজেদের ছোট পরিসরের ব্যবসাগুলোর ব্র‍্যান্ডিং করতে পারছি। এই সুযোগ করে দেয়ার জন্য ক্লাবের প্রতি আমরা কৃতজ্ঞ। মেলা শুরু হওয়ার পর থেকেই সেখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ বহিরাগত বিভিন্ন বয়সী মানুষ ভিড় করেন কেনাকাটার জন্য।

মেলায় আগত বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের শিক্ষার্থী লাবিবা ইসলাম বলেন, করোনার এই বন্ধের পর কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে এরকম একটা মেলা দেখে সত্যিই খুব ভালো লাগল। আমাদের বিশ্ববিদ্যালয়ের উদ্যোক্তা ভাইয়া-আপুরা এত সুন্দর করে নিজেদের ট্যালেন্ট নিজেদের পণ্যের মাধ্যমে তুলে ধরেছেন, তা সত্যিই প্রশংসনীয়। এত সুন্দর একটা মেলা আয়োজনের জন্য ইএলডিসি টিমকে ধন্যবাদ।

আয়োজন নিয়ে এন্ট্ররপ্রেনরশিপ অ্যান্ড লিডারশিপ ডেভেলপমেন্ট ক্লাবের (ইএলডিসি) এইচ আর অ্যান্ড অ্যাডমিন ডিপার্টমেন্টের হেড মো. মেহেদি হাসান বলেন, ইএলডিসির অন্যতম উদ্দেশ্য উদ্যোক্তা উন্নয়ন ও বিকাশ। এর আওতায় দ্বিতীয়বারের মতো কুবির উদ্যোক্তাদের নিয়ে মেলা আয়োজন করছি। আমরা বিশ্বাস করি, তিন দিনের এই মেলা শিক্ষার্থীদের এসব উদ্যোগকে আরো পরিচিত করাতে এবং নিজেদের পণ্য সম্পর্কে জানান দিতে সাহায্য করবে। কুবি পরিবারের সকলের সহযোগিতা অংশগ্রহণকারী উদ্যোক্তাদের আরো বেশি অনুপ্রাণিত করবে বলে আশা রাখি। উদ্যোক্তাদের বিকাশে ইএলডিসি প্রতি বছর দুটি উদ্যোক্তা মেলা আয়োজন করবে।

উল্লেখ্য, ইএলডিসি কর্তৃক আয়োজিত এই ট্রেড এক্সিবিশন চলবে আগামী ৮ মার্চ পর্যন্ত।

এমএসএম / জামান

স্কুলে ভর্তিতে ৬৩ শতাংশই কোটা, অভিভাবকদের আপত্তি

বাকৃবিতে গরুর মাংস উৎপাদনে চতুর্থ শিল্পবিপ্লব প্রযুক্তি বিষয়ক কর্মশালা

জকসুর মনোনয়নপত্র বিতরণ শুরু কাল

ইবিতে 'মানবতা ও ইসলাম' শীর্ষক আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত

দুুুই হাজারের অধিক শিক্ষার্থীকে নিয়ে জবি শিবিরের ‘রান উইথ শিবির’ কর্মসূচি

ইবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক কমিটি গঠন

প্রাথমিক শিক্ষকদের কর্মবিরতি শুরু, ৬৫ হাজার স্কুলে ক্লাস বন্ধ

ইবিতে কুরুচিপূর্ণ মন্তব্য করা শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ জমা

জকসু নির্বাচন ছবি যুক্ত ভোটার তালিকার পরিকল্পনা নির্বাচন কমিশনের

ডিজিটাল লেনদেনে আগ্রহ বাড়াতে বাকৃবিতে বাংলাদেশ ব্যাংকের সেমিনার

১৬ নভেম্বর এইচএসসির খাতা পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ

ইবিতে সাংবাদিক লাঞ্চিতের ঘটনায় তিন শিক্ষার্থী বহিষ্কার

জবিস্থ চট্টগ্রাম জেলা ছাত্রকল্যাণের নেতৃত্বে আরাফাত-নোমান