ঢাকা বৃহষ্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫

কুবিতে ইএলডিসির আয়োজনে ট্রেড এক্সিবিশন-২০২২ শুরু


কুবি প্রতিনিধি photo কুবি প্রতিনিধি
প্রকাশিত: ৬-৩-২০২২ বিকাল ৫:৫০

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) এন্ট্রপ্রেনরশিপ অ্যান্ড লিডারশিপ ডেভেলপমেন্ট ক্লাবের উদ্যোগে শুরু হয়েছে তিন দিনব্যাপী ট্রেড এক্সিবিশন-২০২২। রোববার (৬ মার্চ) দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এফ এম আব্দুল মঈন এবং উপ-উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ হুমায়ুন কবির এ মেলার উদ্বোধন করেন। 

এ সময় উপস্থিত ছিলেন এন্ট্রপ্রেনরশিপ অ্যান্ড লিডারশিপ ডেভেলপমেন্ট ক্লাবের এইচ আর অ্যাডমিন ডিপার্টমেন্ট হেড মো. মেহেদি হাসান ও ক্লাবের অন্য সদস্যরা। উদ্বোধনী কার্যক্রম শেষে বিশ্ববিদ্যালয় উপাচার্য প্রফেসর ড. এ এফ এম আব্দুল মঈন ও উপ-উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ হুমায়ুন কবির সবগুলো স্টল ঘুরে দেখেন এবং উদ্যাক্তাদের সাথে মতবিনিময় ও নানা পরামর্শ দেন। 

নেতৃত্ব ও উদ্যোক্তা তৈরির লক্ষ্যকে সামনে রেখে যাত্রা করা এই ক্লাবটি শুরু থেকেই বিভিন্ন প্রোগ্রাম এবং ইভেন্টের আয়োজন করে আসছে। তাই ক্লাবের এবারের আয়োজন ট্রেড এক্সিবিশন-২০২২ মেলাটি। এই মেলায় মোট ১০টি স্টলে অংশগ্রহণ করছেন ১০ জন উদ্যোক্তা, যারা বিশ্ববিদ্যালয়েরই বিভিন্ন বিভাগের শিক্ষার্থী। স্টলগুলো হলো- আয়নাঘর, ফাহিম'স বগুড়ার দই, প্রগতি বই ঘর, শিকড় দেশী পণ্যয, স্টেশন, পুরাঙ্গনা, আর আর বিউটি হেভেন, দ্য ডিজায়ারড, দোল গাবুরী, এমেজড উইথ টেস্ট, এইট। 

এ সম্পর্কে মেলার একজন উদ্যোক্তা প্রগতি বইঘরের মোহাম্মদ হৃদয় বলেন, ইএলডিসি এই মেলার মাধ্যমে আমাদের মতো উদ্যোক্তাদের জন্য একটি প্লাটফর্ম তৈরি করে দিয়েছে। আমরা উদ্যোক্তারা এর মাধ্যমে নিজেদের ছোট পরিসরের ব্যবসাগুলোর ব্র‍্যান্ডিং করতে পারছি। এই সুযোগ করে দেয়ার জন্য ক্লাবের প্রতি আমরা কৃতজ্ঞ। মেলা শুরু হওয়ার পর থেকেই সেখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ বহিরাগত বিভিন্ন বয়সী মানুষ ভিড় করেন কেনাকাটার জন্য।

মেলায় আগত বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের শিক্ষার্থী লাবিবা ইসলাম বলেন, করোনার এই বন্ধের পর কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে এরকম একটা মেলা দেখে সত্যিই খুব ভালো লাগল। আমাদের বিশ্ববিদ্যালয়ের উদ্যোক্তা ভাইয়া-আপুরা এত সুন্দর করে নিজেদের ট্যালেন্ট নিজেদের পণ্যের মাধ্যমে তুলে ধরেছেন, তা সত্যিই প্রশংসনীয়। এত সুন্দর একটা মেলা আয়োজনের জন্য ইএলডিসি টিমকে ধন্যবাদ।

আয়োজন নিয়ে এন্ট্ররপ্রেনরশিপ অ্যান্ড লিডারশিপ ডেভেলপমেন্ট ক্লাবের (ইএলডিসি) এইচ আর অ্যান্ড অ্যাডমিন ডিপার্টমেন্টের হেড মো. মেহেদি হাসান বলেন, ইএলডিসির অন্যতম উদ্দেশ্য উদ্যোক্তা উন্নয়ন ও বিকাশ। এর আওতায় দ্বিতীয়বারের মতো কুবির উদ্যোক্তাদের নিয়ে মেলা আয়োজন করছি। আমরা বিশ্বাস করি, তিন দিনের এই মেলা শিক্ষার্থীদের এসব উদ্যোগকে আরো পরিচিত করাতে এবং নিজেদের পণ্য সম্পর্কে জানান দিতে সাহায্য করবে। কুবি পরিবারের সকলের সহযোগিতা অংশগ্রহণকারী উদ্যোক্তাদের আরো বেশি অনুপ্রাণিত করবে বলে আশা রাখি। উদ্যোক্তাদের বিকাশে ইএলডিসি প্রতি বছর দুটি উদ্যোক্তা মেলা আয়োজন করবে।

উল্লেখ্য, ইএলডিসি কর্তৃক আয়োজিত এই ট্রেড এক্সিবিশন চলবে আগামী ৮ মার্চ পর্যন্ত।

এমএসএম / জামান

আইএফপিআরআই ও সার্ক কৃষি কেন্দ্রের মধ্যে যুক্তরাষ্ট্রে সমঝোতা চুক্তি স্বাক্ষর

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি'তে শুরু হয়েছে আন্তর্জাতিক সম্মেলন BIM 2025

চাকসু নির্বাচনে ব্যালট নম্বর প্রকাশ, আনুষ্ঠানিক প্রচারণা শুরু

গঠনতন্ত্রে নিয়মিত শিক্ষার্থীদের সংযোজন করে ইকসু'র দাবি

ইসলামী বিশ্ববিদ্যালয়ে প্রক্টর ও ছাত্র-উপদেষ্টার পুনঃনিয়োগ

পাস্ট ডিবেটিং সোসাইটির নতুন সভাপতি রউফ, সম্পাদক তন্নি

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পবিপ্রবির ৩ শিক্ষার্থী

রাবিতে শাটডাউন প্রত্যাহার, ক্লাস-পরীক্ষা বর্জন জাতীয়তাবাদী শিক্ষকদের

পিছানো হল চাকসু নির্বাচন

রাবিতে দ্বিতীয় দিনের মতো চলছে ‘কমপ্লিট শাটডাউন’

১৬ অক্টোবর রাকসু নির্বাচন

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় বাকৃবির ১২ গবেষক

বিশ্বের শীর্ষ দুই শতাংশ গবেষকদের তালিকায় ইবির দুই অধ্যাপক