দুই দিন ধরে বিদ্যুৎহীন কুবির শিক্ষক-শিক্ষার্থীরা, দুর্ভোগ চরমে

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বিদ্যুতের লাইনে সমস্যা হওয়ায় দুই দিনেরও বেশি সময় ধরে বিদ্যুৎহীন আছে বিশ্ববিদ্যালয়ের ৪ টি হলের শিক্ষার্থী, ডোরমেটোরিতে অবস্থান করা শিক্ষক ও কর্মকর্তারা।
গত ১৬ মার্চ (বুধবার) রাত দেড়টায় বিদ্যুৎ যাওয়ার পর থেকেই এই বিদ্যুৎ বিভ্রাটের সৃষ্টি হয় বলে জানা যায়। খোঁজ নিয়ে জানা যায়, নবাব ফয়জুন্নেসা চৌধুরানী হল, ছেলেদের বঙ্গবন্ধু হলের পুরাতন অংশ, শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হল ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হল, উপাচার্যের বাসভবন, শিক্ষক-কর্মকর্তাদের ডরমিটরিসহ প্রায় কোন ভবনেই দুই দিন ধরে বিদ্যুৎ নেই।
শিক্ষার্থীরা জানান, গত ১৬ মার্চ মধ্যরাতে বিদ্যুৎ চলে যাওয়ার কিছু সময় পর আসে। এরপর আর বিদ্যুতের দেখা পাননি তারা। ফলে এই গরমে গোসল, খাওয়া-দাওয়া, বাথরুম, শিক্ষা কার্যক্রম সহ যাবতীয় কার্যক্রম চালাতে সমস্যা পোহাতে হচ্ছে তাদের। বারবার বিশ্ববিদ্যালয়ের বাইরের মেসগুলোতে গিয়ে প্রয়োজনীয় কাজ সারতে হচ্ছে তাদের।
কাজী নজরুল ইসলাম হলের আবাসিক শিক্ষার্থী শাহজাহান আল সাদাফ বলেন, সামনে পরীক্ষা কিন্তু কয়েকদিন ধরে বিদ্যুৎ বিভ্রাটে শান্তিতে পড়াশোনাও করা যাচ্ছে না। একদিকে গরম, অন্যদিকে মশার প্রকোপ। বিশেষ করে যারা উপরের তলায় থাকেন তাদের তো বিদ্যুৎ না থাকায় গরমে আরও খারাপ অবস্থা যাচ্ছে। নবাব ফয়জুন্নেসা হলের আবাসিক শিক্ষার্থী ফাতেমা আক্তার বলেন, বিদ্যুৎ না থাকার কারণে আমাদের ওয়াইফাইও বন্ধ। ফলে অনলাইন কার্যক্রমে অনেক ব্যাঘাত ঘটছে। এর মধ্যে মোবাইলে চার্জ না থাকায় পরিবারের সাথে যোগাযোগও করতে পারছি না। আবার খাওয়ার এবং গোসল করার পানির সংকট দেখা দিয়েছে।
এ সমস্যার সমাধান নিয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) মো: জাকির হোসেন বলেন, মূল ফটকের কাছে হলের লাইনগুলোতে সমস্যা দেখা দেওয়ায় বিদ্যুৎ সরবরাহ স্থিতিশীল রাখা যাচ্ছে না। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি, এখনো সাবস্টেশনে আছি। দ্রুতই সমস্যার সমাধান হবে।
এমএসএম / এমএসএম

আইএফপিআরআই ও সার্ক কৃষি কেন্দ্রের মধ্যে যুক্তরাষ্ট্রে সমঝোতা চুক্তি স্বাক্ষর

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি'তে শুরু হয়েছে আন্তর্জাতিক সম্মেলন BIM 2025

চাকসু নির্বাচনে ব্যালট নম্বর প্রকাশ, আনুষ্ঠানিক প্রচারণা শুরু

গঠনতন্ত্রে নিয়মিত শিক্ষার্থীদের সংযোজন করে ইকসু'র দাবি

ইসলামী বিশ্ববিদ্যালয়ে প্রক্টর ও ছাত্র-উপদেষ্টার পুনঃনিয়োগ

পাস্ট ডিবেটিং সোসাইটির নতুন সভাপতি রউফ, সম্পাদক তন্নি

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পবিপ্রবির ৩ শিক্ষার্থী

রাবিতে শাটডাউন প্রত্যাহার, ক্লাস-পরীক্ষা বর্জন জাতীয়তাবাদী শিক্ষকদের

পিছানো হল চাকসু নির্বাচন

রাবিতে দ্বিতীয় দিনের মতো চলছে ‘কমপ্লিট শাটডাউন’

১৬ অক্টোবর রাকসু নির্বাচন

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় বাকৃবির ১২ গবেষক
