ঢাকা বৃহষ্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫

ওয়াকিলের বিচারের দাবিতে কুবিতে মানববন্ধন


কুবি প্রতিনিধি photo কুবি প্রতিনিধি
প্রকাশিত: ২৩-৩-২০২২ দুপুর ১:১১
সিনিয়রকে 'তুমি' বলায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) মার্কেটিং বিভাগের ১৩তম ব্যাচের শিক্ষার্থী আনিছুর রহমানের ওপর হামলার প্রতিবাদ ও হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন কুবির সাধারণ শিক্ষার্থীরা। মানববন্ধনের পর উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছে মানববন্ধনকারী  শিক্ষার্থীরা। বুধবার (২৩ মার্চ) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধুর ভাস্কর্যের পাদদেশে এ মানববন্ধনের আয়োজন করেন তারা৷ 
 
মার্কেটিং বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী ফয়সাল হোসাইনের সঞ্চালনায় মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এ সময় তারা 'হামলাকারী ওয়াকিলের বহিষ্কার করতে হবে, করতে হবে', 'আমার ভাই রক্তাক্ত কেন, প্রশাসন জবাব চাই', 'আমি জুনিয়র আমাকে মারবেন না', 'ওয়াকিলের স্থায়ী বহিষ্কার চাই, করতে হবে, করতে হবে'-সহ বিভিন্ন প্ল্যাকার্ড হাতে নিয়ে দাঁড়ান।
 
মানববন্ধনে অংশগ্রহণকারী মো. সবুজ আহমেদ নামে এক শিক্ষার্থী বলেন, আনিছুরের ওপর যে ন্যক্কারজনক হামলা হয়েছে এটা কোনো সুস্থ মানুষের পক্ষে করা সম্ভব নয়। সে যে দলেরই হোক না কেন, তাকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে।  আমরা চাই কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রশাসন হামলাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করবে। যদি স্থায়ীভাবে বহিষ্কার করতে হয় আমি বিশ্বাস করি প্রশাসন তাই করবে, যাতে ভবিষ্যতে কেউ আর এমন নৃশংস অপরাধ করার সাহস না পায়।
 
মানববন্ধনের পর সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে  বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের গণস্বাক্ষরসহ স্মারকলিপি জমা দেয়া হয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর। এতে ওয়াকিলকে আজীবনের জন্য বহিষ্কার, ভুক্তভোগী আনিছের সকল চিকিৎসাভার প্রশাসনকে বহন করতে হবে, ওয়াকিলের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে মামলা করতে হবে এবং পুলিশে সোপর্দ করতে হবে, ভবিষ্যতে এমন ঘটনা প্রতিরোধের জন্য নীতিমালা প্রণয়ন করার দাবি উল্লেখ করা হয়।
 
উল্লেখ্য, গত ২১ মার্চ, সোমবার সিনিয়র ব্যাচের শিক্ষার্থীকে ‘তুমি’ বলে সম্বোধন করায় বিশ্ববিদ্যালয়ের ১২ তম ব্যাচের প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষার্থী ওয়াকিল আহমেদ মার্কেটিং বিভাগের ১৩ তম ব্যাচের শিক্ষার্থী আনিছুর রহমানকে মারধর করেন৷ এতে তিনি চোখে গুরুতর আঘাত পান৷ মারধরে অভিযুক্ত ওয়াকিল আহমেদ বিশ্ববিদ্যালয়ের শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হল শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। মারধরের ঘটনার পর তাকে ওই হল শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক পদ থেকে অব্যাহতি দেয়া হয়। পাশাপাশি কেন্দ্রের নিকট বহিষ্কারের সুপারিশও করা হয়েছে।

এমএসএম / জামান

আইএফপিআরআই ও সার্ক কৃষি কেন্দ্রের মধ্যে যুক্তরাষ্ট্রে সমঝোতা চুক্তি স্বাক্ষর

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি'তে শুরু হয়েছে আন্তর্জাতিক সম্মেলন BIM 2025

চাকসু নির্বাচনে ব্যালট নম্বর প্রকাশ, আনুষ্ঠানিক প্রচারণা শুরু

গঠনতন্ত্রে নিয়মিত শিক্ষার্থীদের সংযোজন করে ইকসু'র দাবি

ইসলামী বিশ্ববিদ্যালয়ে প্রক্টর ও ছাত্র-উপদেষ্টার পুনঃনিয়োগ

পাস্ট ডিবেটিং সোসাইটির নতুন সভাপতি রউফ, সম্পাদক তন্নি

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পবিপ্রবির ৩ শিক্ষার্থী

রাবিতে শাটডাউন প্রত্যাহার, ক্লাস-পরীক্ষা বর্জন জাতীয়তাবাদী শিক্ষকদের

পিছানো হল চাকসু নির্বাচন

রাবিতে দ্বিতীয় দিনের মতো চলছে ‘কমপ্লিট শাটডাউন’

১৬ অক্টোবর রাকসু নির্বাচন

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় বাকৃবির ১২ গবেষক

বিশ্বের শীর্ষ দুই শতাংশ গবেষকদের তালিকায় ইবির দুই অধ্যাপক