ঢাকা শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫

ওয়াকিলের বিচারের দাবিতে কুবিতে মানববন্ধন


কুবি প্রতিনিধি photo কুবি প্রতিনিধি
প্রকাশিত: ২৩-৩-২০২২ দুপুর ১:১১
সিনিয়রকে 'তুমি' বলায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) মার্কেটিং বিভাগের ১৩তম ব্যাচের শিক্ষার্থী আনিছুর রহমানের ওপর হামলার প্রতিবাদ ও হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন কুবির সাধারণ শিক্ষার্থীরা। মানববন্ধনের পর উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছে মানববন্ধনকারী  শিক্ষার্থীরা। বুধবার (২৩ মার্চ) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধুর ভাস্কর্যের পাদদেশে এ মানববন্ধনের আয়োজন করেন তারা৷ 
 
মার্কেটিং বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী ফয়সাল হোসাইনের সঞ্চালনায় মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এ সময় তারা 'হামলাকারী ওয়াকিলের বহিষ্কার করতে হবে, করতে হবে', 'আমার ভাই রক্তাক্ত কেন, প্রশাসন জবাব চাই', 'আমি জুনিয়র আমাকে মারবেন না', 'ওয়াকিলের স্থায়ী বহিষ্কার চাই, করতে হবে, করতে হবে'-সহ বিভিন্ন প্ল্যাকার্ড হাতে নিয়ে দাঁড়ান।
 
মানববন্ধনে অংশগ্রহণকারী মো. সবুজ আহমেদ নামে এক শিক্ষার্থী বলেন, আনিছুরের ওপর যে ন্যক্কারজনক হামলা হয়েছে এটা কোনো সুস্থ মানুষের পক্ষে করা সম্ভব নয়। সে যে দলেরই হোক না কেন, তাকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে।  আমরা চাই কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রশাসন হামলাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করবে। যদি স্থায়ীভাবে বহিষ্কার করতে হয় আমি বিশ্বাস করি প্রশাসন তাই করবে, যাতে ভবিষ্যতে কেউ আর এমন নৃশংস অপরাধ করার সাহস না পায়।
 
মানববন্ধনের পর সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে  বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের গণস্বাক্ষরসহ স্মারকলিপি জমা দেয়া হয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর। এতে ওয়াকিলকে আজীবনের জন্য বহিষ্কার, ভুক্তভোগী আনিছের সকল চিকিৎসাভার প্রশাসনকে বহন করতে হবে, ওয়াকিলের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে মামলা করতে হবে এবং পুলিশে সোপর্দ করতে হবে, ভবিষ্যতে এমন ঘটনা প্রতিরোধের জন্য নীতিমালা প্রণয়ন করার দাবি উল্লেখ করা হয়।
 
উল্লেখ্য, গত ২১ মার্চ, সোমবার সিনিয়র ব্যাচের শিক্ষার্থীকে ‘তুমি’ বলে সম্বোধন করায় বিশ্ববিদ্যালয়ের ১২ তম ব্যাচের প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষার্থী ওয়াকিল আহমেদ মার্কেটিং বিভাগের ১৩ তম ব্যাচের শিক্ষার্থী আনিছুর রহমানকে মারধর করেন৷ এতে তিনি চোখে গুরুতর আঘাত পান৷ মারধরে অভিযুক্ত ওয়াকিল আহমেদ বিশ্ববিদ্যালয়ের শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হল শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। মারধরের ঘটনার পর তাকে ওই হল শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক পদ থেকে অব্যাহতি দেয়া হয়। পাশাপাশি কেন্দ্রের নিকট বহিষ্কারের সুপারিশও করা হয়েছে।

এমএসএম / জামান

স্কুলে ভর্তিতে ৬৩ শতাংশই কোটা, অভিভাবকদের আপত্তি

বাকৃবিতে গরুর মাংস উৎপাদনে চতুর্থ শিল্পবিপ্লব প্রযুক্তি বিষয়ক কর্মশালা

জকসুর মনোনয়নপত্র বিতরণ শুরু কাল

ইবিতে 'মানবতা ও ইসলাম' শীর্ষক আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত

দুুুই হাজারের অধিক শিক্ষার্থীকে নিয়ে জবি শিবিরের ‘রান উইথ শিবির’ কর্মসূচি

ইবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক কমিটি গঠন

প্রাথমিক শিক্ষকদের কর্মবিরতি শুরু, ৬৫ হাজার স্কুলে ক্লাস বন্ধ

ইবিতে কুরুচিপূর্ণ মন্তব্য করা শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ জমা

জকসু নির্বাচন ছবি যুক্ত ভোটার তালিকার পরিকল্পনা নির্বাচন কমিশনের

ডিজিটাল লেনদেনে আগ্রহ বাড়াতে বাকৃবিতে বাংলাদেশ ব্যাংকের সেমিনার

১৬ নভেম্বর এইচএসসির খাতা পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ

ইবিতে সাংবাদিক লাঞ্চিতের ঘটনায় তিন শিক্ষার্থী বহিষ্কার

জবিস্থ চট্টগ্রাম জেলা ছাত্রকল্যাণের নেতৃত্বে আরাফাত-নোমান