ঢাকা শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫

স্ত্রীকে নিয়ে বাঘ-সিংহের ডেরায় নিলয়, খেলেন ধাওয়া!


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৮-৩-২০২২ দুপুর ১০:৪৯

বিয়ের পর থেকেই স্ত্রীকে নিয়ে বিভিন্ন দর্শনীয় স্থানে ঘুরে বেড়াচ্ছেন দেশীয় টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা ও মডেল নিলয়। কখনও পাহাড় বা কখনও সমুদ্রের পাড়ে গিয়ে নিজেদের নানান মুহূর্ত ফ্রেমবন্দি করে ফেসবুকেও শেয়ার করে থাকেন এই দম্পতি।

কদিন আগে তুরস্কে গেছেন নিলয় ও তার স্ত্রী হৃদি। সেখান থেকে দুজন উড়াল দেন সংযুক্ত আরব আমিরাতে। আর সেখানে গিয়েই বনের হিংস্র প্রাণী বাঘ-সিংহের ডেরায় ঢুকেছেন এই দম্পতি। শুধু তাই নয়, এসব প্রাণীর গায়ে হাতও বুলিয়েছেন দুজন।

রোববার (২৭ মার্চ) ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে সংযুক্ত আরব আমিরাতের একটি ব্যক্তিগত চিড়িয়াখানায় বন্যপ্রাণী দেখতে যাওয়ার ভিডিও পোস্ট করেছেন নিলয়। স্ত্রীর ইচ্ছা পূরণেই সেখানে ঘুরতে যান এই অভিনেতা।নিলয় বলেন, ‘দুবাইতে আসার প্রথম আকর্ষণই ছিল এই চিড়িয়াখানাটি দেখা। হৃদির ইচ্ছে ছিল সে বাঘ ও সিংহকে স্পর্শ করবে, তাদের সঙ্গে খেলবে! যদিও সবকিছু সম্ভব হয়নি। কিন্তু সব মিলিয়ে অভিজ্ঞতাটা বেশ রোমাঞ্চকর।’

নীলয় আরও জানান, দুবাই থেকে আজমানের দিকে যেতে এই ব্যক্তিগত চিড়িয়াখানাটির অবস্থান। তার দাবি, বাংলাদেশ থেকে এই প্রথম কেউ এই চিড়িয়াখানায় গিয়েছে।

এদিকে চিড়িয়াখানায় গিয়ে সিংকে আদর করতে গিয়ে হালকা ধাওয়া খেয়েছেন নীলয় ও হৃদি! তবে সিংহটি বাঁধা অবস্থায় থাকায় কোনো সমস্যা হয়নি। বরং দুজন বিষয়টি দারুণ উপভোগ করেছেন।

উল্লেখ্য, বছর খানেক প্রেম করার পর ২০২১ সালের ৭ জুলাই বিয়ে করেন নিলয় আলমগীর। তবে সে খবর প্রকাশ্যে আনেন কিছুদিন পর (১১ আগস্ট)। তার স্ত্রী তাসনুভা তাবাসসুম হৃদি ঢাকা গার্হস্থ্য অর্থনীতি কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। পাশাপাশি স্বেচ্ছাসেবী সংগঠন ‘আহ্বান ফাউন্ডেশন’-এর গণযোগাযোগের দায়িত্ব পালন করছেন।

এমএসএম / এমএসএম

নতুন লুকে ঝড় ‍তুললেন প্রিয়াঙ্কা

বিলাল-হানিয়া অভিনীত নাটকে নেটিজেনদের মিশ্র প্রতিক্রিয়া

জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জের পুরস্কার পেলেন তৌসিফ

‘বৈবাহিক সম্পর্কেরও মেয়াদ থাকা জরুরি’

পিরিয়ড নিয়ে মন্তব্যে বিপাকে রাশমিকা

তোমাকে ছাড়া একটা দিনও থাকতে পারবো না : মিমি

মিস ইউনিভার্সে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন মিথিলা

মেয়েদের নিয়ে নোংরামি ছড়ানো মানসিক অসুস্থতা: স্পর্শিয়া

একই মঞ্চে বাপ্পা মজুমদার ও মেহজাবীন মেহা

হলুদের ছোঁয়ায় নিজেকে রাঙালেন স্পর্শিয়া

শুভর নতুন গানের মডেল লিমা

‘ছাগলের তিন নাম্বার বাচ্চা থেকে আজ নায়ক হয়েছি’

নেহা কক্করের নাম করে লাখ টাকার প্রতারণা