ঢাকা সোমবার, ৪ আগস্ট, ২০২৫

মহাকাল নাট্য সম্প্রদায় প্রযোজনা

হিজড়া সমাজের মানুষের সুখ-দুঃখ কথামালায় গাঁথা গবেষণালব্ধ নাটক শিখণ্ডী কথা


সাদিক হাসান পলাশ photo সাদিক হাসান পলাশ
প্রকাশিত: ২৮-৩-২০২২ বিকাল ৭:৫৯

মহাকাল নাট্য সম্প্রদায় এর মানবিক জনপ্রিয় নাটক বাংলাদেশে প্রথম হিজড়া সমাজের মানুষের সুখ-দুঃখ কথামালায় গাঁথা গবেষণালব্ধ নাটক ‘শিখণ্ডী কথা’র ১৭৮তম মঞ্চায়ন আজ সন্ধ্যা ৭টায় জাতীয় নাট্যশালায় অনুষ্ঠিত হয়। নাটকটি রচনা করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক আনন জামান এবং নির্দেশনা দিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. রশীদ হারুন। এ নাটকের প্রথম মঞ্চায়ন হয় ২৫ সেপ্টেম্বর ২০০২ মহিলা সমিতি মঞ্চে, শততম মঞ্চায়ন হয় ৩ মার্চ ২০১০ জাতীয় নাট্যশালা’র মূল হলে, দেড়শততম মঞ্চায়ন ১৫ নভেম্বর ২০১৪ বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় সঙ্গীত ও নৃত্যকলা মিলনায়তনে এবং এর ১৭৫তম মঞ্চায়ন হয় জাতীয় নাট্যশালা’র পরিক্ষণ থিয়েটার হলে ২৪ মে ২০১৯।

‘শিখন্ডী কথা’ নাটকের নেপথ্য শিল্পীরা হলেন পোষাক পরিকল্পনায় ওয়াহীদা মল্লিক, সূচনা সঙ্গীত ইউসুফ হাসান অর্ক, আবহ সঙ্গীত সুলতানা ইয়াসমীন হক ও আব্দুল আলীম, মঞ্চ পরিকল্পনায় তানভীর হাসান ও মু. শফিকুল ইসলাম, আলোক পরিকল্পনায় রফিকুল হক হিমেল, কোরিওগ্রাফী রাজশ্রী রায় এবং রূপসজ্জায় শুভাশীষ দত্ত তন্ময়।
নাটকটির কুশীলব আনন জামান, পলি বিশ্বাস, রিপন রনি, সম্রাট, সুরেলা নাজিম, মোঃ শাহনেওয়াজ, সৈয়দ ফেরদৌস ইকরাম, কামরুজ্জামান সবুজ, সৈয়দ লুৎফর রহমান, ইকবাল চৌধুরী, বাহার সরকার, ফারুক আহমেদ সেন্টু, বিথুন আহমেদ, সামিউল জীবন, শাহনিয়ার পলিন, রেদোয়ান হোসেন, স্বপ্নীল, শিবলী সরকার, রাসেল আহমেদ, মায়া, সেলিনা আহমেদ ডেইজী, সাথী, সোহেল আহমেদ, তারক দাস, নাবিল হাসান, রাকিব হাসান, কানিজ ফাতেমা লিসা ও মনিরুল আলম কাজল । 

নাট্য কাহিনী ঃ শিখন্ডী কথা
যাকে নিয়ে এই নাট্য কাহিনী, যার সুখ দুঃখ কথা ফুল হয়ে ফুটে উঠবে নটনটীদের অঙ্গে উপাঙ্গে শাখা প্রশাখায়, যার বেদনা গীত হবে আজ -- সে এখন মায়ের গর্ভে বাঁকানো ত্বকের ছইয়ের নীচে ছোট্ট ভ্রুণ । এ ভ্রুণ জানেনা কৈশরে সে পরিবার থেকে বিতাড়িত হবে, যৌবনে তার কামনা বাসনা পচবে গলবে নিজের ভেতরে, এক ভয়ানক বেদনায় নিজেকেই নিজে খুন করবার জন্য উন্মাদ হয়ে উঠবে, জীবন যন্ত্রনায় দগ্ধ হয়ে এ ভ্রুণ একদিন ঈশ্বরের মুখোমুখি দাঁড়াবে। এ ভ্রুণ সমাজের সভ্যজনদের সমবেত করে পরনের কাপড় টুকরো টুকরো করে ছিঁড়বে এই জনমে ।
এ নাট্যকথার ছোট্ট ভ্রুণ চাঁদ সোনা এক পুত্র শিশু হয়ে জন্ম গ্রহণ করে হিজলতলী গ্রামের রমজেদ মোল¬ার পরিবারে । নাম হয় রতন মোল¬া । কিন্তু বয়ঃসন্ধিকালে আবিস্কৃত হয় সে অংশত নারী, অংশত পুরুষ । জীবনের সমস্ত স্বাভাবিকতা বিনষ্ট হয়ে জন্মের এক ভীষন যন্ত্রণা সহস্রমুখো দানবের মতো জীবনের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে তাড়িয়ে বেড়ায় তাকে । এই লিঙ্গ প্রতিবন্ধীদের সুখ দুঃখ নিয়েই নাট্য - ‘শিখন্ডী কথা’। লিঙ্গ প্রতিবন্ধীরা নারী না হোক, পুরুষ না হোক একজন স্বাভাবিক মানুষের সম্মান যেন পায়, এই অভিপ্রায় সামনে রেখে মহাকাল প্রযোজনা ‘শিখন্ডী কথা’।

সাদিক পলাশ / সাদিক পলাশ

সি-বিচে খোলামেলা লুকে বিতর্ক, জবাব দিলেন অভিনেত্রী

সৈকতে মিমের মোহনীয় লুক নজর কাড়ল ভক্তদের

অভিনেত্রীকে ব্রেস্ট সার্জারি করার পরামর্শ পরিচালকের

নিউইয়র্কে ছেলেকে নিয়ে ঘুরছেন শাকিব-বুবলী

মিডিয়ায় সফল পথচলা মেরিনা রাওশান তৃপ্তির

বিদ্যাকে সার্জারির পরামর্শ, প্রযোজককে সোজা জবাব অভিনেত্রীর

সাগরপাড়ে মুগ্ধতা ছড়াচ্ছেন টয়া

এক মিনিটের ভিডিওতে ঝড় তুললেন নুসরাত ফারিয়া

বিমানবন্দরে গয়নাসহ ব্যাগ হারিয়ে ভেঙে পড়েছেন উর্বশী

যুক্তরাষ্ট্রের রাস্তায় লাল ফ্রকে মোহময়ী দিঘী

‘বিষাক্ত সম্পর্কে পুরুষরাও থাকেন, তারাও পুরুষতন্ত্রের শিকার’

ক্যাটরিনার মা হওয়ার জল্পনা বাড়ল

Bongo-তে আসছে নতুন কমেডি-সাসপেন্স নাটক ‘Five Go Wild’