হাবিপ্রবিতে অবসরপ্রাপ্ত ৪ কর্মকর্তার বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) চার জন কর্মকর্তার অবসর উপলক্ষ্যে বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩১ মার্চ) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয় ক্লাবে (শিক্ষক-কর্মকর্তা ক্লাব) অনুষ্ঠিত উক্ত বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাবিপ্রবির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামান।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ট্রেজারার প্রফেসর ড. বিধান চন্দ্র হালদার ও রেজিস্ট্রার প্রফেসর ড. মোঃ সাইফুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চীফ ইঞ্জিনিয়ার জনাব মোঃ তারিকুল ইসলাম। এ সময় আরও উপস্থিত ছিলেন প্রক্টর প্রফেসর ড. মো. মামুনুর রশীদ, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক প্রফেসর ড. ইমরান পারভেজ।
এসময় উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত চার জন কর্মকর্তা চীফ মেডিকেল অফিসার ডাঃ মোঃ নজরুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী জনাব মোঃ আব্দুর রাজ্জাক, সিনিয়র ক্যাটালগার জনাব মোছা. জুলেখা বানু, প্রশাসনিক কর্মকর্তা জনাব মোঃ আব্দুল মোতালেবসহ বিশ্ববিদ্যালয়ের সকল পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।
এ সময় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামান বলেন, আজ যারা বিদায় নিচ্ছেন উনারা সেই ১৯৮৯ সাল থেকে শুরু করে এ পর্যন্ত দীর্ঘদিন এ বিশ্ববিদ্যালয়টিকে গড়ার পেছনে কাজ করে গেছেন। কলেজ থেকে বিশ্ববিদ্যালয় প্রতিটি পর্যায়ে উনাদের অবদান আছে, আমি উনাদের এই অবদানকে কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি। তিনি বলেন, আমাদের প্রত্যেকের উপর অর্পিত যে দায়িত্বগুলো আছে সেগুলো সঠিকভাবে পালন করতে হবে। সেই দায়িত্বগুলো সঠিকভাবে পালন করার মাধ্যমেই আজ যারা অবসরজনিত কারণে বিদায় নিচ্ছেন উনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হবে এবং উনাদের অবদানকে স্বীকৃতি প্রদান করা হবে। পরিশেষে তিনি, অবসরপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দসহ উপস্থিত সকলের সুস্থতা ও মঙ্গল কামনা করে বক্তব্য শেষ করেন।
প্রধান অতিথির বক্তব্য শেষে বিশ্ববিদ্যালয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামান অবসরপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দের হাতে সম্মাননা স্মারক ও উপহারসামগ্রী তুলে দেন।
জামান / জামান

নিজ বিশ্ববিদ্যালয়ে বৈষম্যের শিকার শিক্ষার্থীরা, মাত্র ৮ শতাংশ শিক্ষক জবিয়ান

ইউনিসেফের ‘জেনইউ’ প্রোগ্রামে যুক্ত হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়

খাতা দেখা শেষ, ১৮ অক্টোবরের আগেই এইচএসসির ফল

মেডিকেলে ভর্তি পরীক্ষা ১২ ডিসেম্বর

মাতামুহুরি নদীতে গোসলে নেমে সাবেক চবি শিক্ষার্থীর মৃত্যু

রাজনৈতিক দুষ্টচক্র শিক্ষাপ্রতিষ্ঠান দখলে নিয়েছে: শিক্ষা উপদেষ্টা

শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় এনটিআরসিএর বড় সিদ্ধান্ত

সাইবার বুলিং ও নিরাপত্তাহীনতায় চাকসু নির্বাচনে সীমিত নারী প্রার্থীর অংশগ্রহণ

বিশ্ববিদ্যালয় থেকে তত্ত্বাবধায়ক প্রকৌশলীর লক্ষাধিক টাকার টাইলস আত্মসাত

পিডি নিয়োগে প্রথম হয়েও বাদ শেকৃবি অধ্যাপক , নিয়ম ভেঙে প্রকল্প পেলেন সাবেক ছাত্রলীগ নেতা

পবিপ্রবির নতুন উদ্যোগে নারী শিক্ষার্থীদের জন্য স্থায়ী নামাজ রুম

ডিআইইউতে আন্তর্জাতিক সম্মেলনের দ্বিতীয় দিন সম্পন্ন
