ঢাকা শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫

জাহ্নবীকে কেন কিম কার্দাশিয়ান বললেন নেটিজেনরা


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২-৪-২০২২ দুপুর ১২:৫৭

বলিউডের রূপের রানী ছিলেন শ্রীদেবী। তার সুযোগ্য কন্যা জাহ্নবী কাপুর। রূপ-লাবণ্যে মায়ের ছাপ পেয়েছেন। আবার পেশা হিসেবেও বেছে নিয়েছেন অভিনয়। ধীরে ধীরে শ্রীদেবী কন্যা বলিউডে তাঁর জায়গা পাকা পোক্ত করছেন। তবে স্টার কিড হওয়ার সুবিধা যেমন আছে তেমন বিড়ম্বনাও প্রচুর।

পান থেকে চুন খসলেই হাজারো সমালোচনার মুখোমুখি হতে হয় এই স্টার কিডদের। বেশ কিছুদিন আগেই অনন্যা পাণ্ডে তার লুকের জন্য মারাত্মকভাবে ট্রোলড হন। এবার কপি ক্যাটের তকমা কপালে জুটল জাহ্নবীর। নেটিজেনদের দাবি জাহ্নবী নাকি কিম কার্দাশিয়ান, কাইলি জেনরদের হুবহু কপি করেছেন।

সম্প্রতি বলিউডের একটি অ্যাওয়ার্ড শোতে যান জাহ্নবী কাপুর। সিমারি লঙ গাউন, চুলে হাই পনি টেল, গয়নার বাড়বাড়ন্ত নয় বরং ডিপ নেক গাউনের সঙ্গে ন্যুড মেকআপ বেছে নিয়েছেন অভিনেত্রী। একই সাজে হলিউডের একটি অনুষ্ঠানে দেখা গিয়েছিল কিম কার্দাশিয়ানকে। যার ফলে নেটপাড়ার বাসিন্দারা কপি ক্যাট বলছেন। শুধু তাই নয় কেউ কেউ তো এক ধাপ এগিয়ে বলেন আকর্ষণ বাড়াতে জাহ্নবী নাকি প্লাস্টিক সার্জারিও করিয়েছেন। যদিও জাহ্নবী এই ট্রোলিংয়ের কোনো জবাব দেননি।

বর্তমানে জাহ্নবী কাপুরের হাতে রয়েছে একাধিক ছবি। যদিও শ্যুটিংয়ের শুরুটা কার্তিক আরিয়ানের বিপরীতেই করেছিলেন। কিন্তু ব্যক্তিগত স্তরে কিছু সমস্যা হওয়ায় দোস্তানা ২-এর কাজ ছেড়ে দেন কার্তিক। তার পরিবর্তে জাহ্নবীর বিপরীতে দেখা যাবে লকশয় লওয়ানিকে। এছাড়াও বাবা বনি কাপুরের সঙ্গে সদ্য ‘মিলি’ ছবির কাজ শেষ করেছেন তিনি।

বলিউডের তরুণ নায়িকাদের মধ্যে অনেকখানি এগিয়ে জাহ্নবী কাপুর। ইতোমধ্যে একাধিক আলোচিত ও সফল সিনেমা উপহার দিয়েছেন। অভিনয়ে যেমন দক্ষতার ছাপ ফেলছেন, আবার শরীরী আবেদনেও মাতিয়ে যাচ্ছেন দর্শকদের।

নানা প্রাপ্তি আর প্রশংসার ভিড়ে বিতর্কেও জড়িয়েছে জাহ্নবীর নাম। ভারতের বহুল আলোচিত প্রতারক সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে তার সখ্য ছিল বলে জানা যায়। ২০০ কোটি রুপির প্রতারণায় জড়িত সুকেশ নাকি জাহ্নবীকে ১৮ লাখ রুপির উপহার দিয়েছিলেন। যদিও বিষয়টি এখনো ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির তদন্তের আওতায় রয়েছে।

এমএসএম / এমএসএম

নতুন লুকে ঝড় ‍তুললেন প্রিয়াঙ্কা

বিলাল-হানিয়া অভিনীত নাটকে নেটিজেনদের মিশ্র প্রতিক্রিয়া

জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জের পুরস্কার পেলেন তৌসিফ

‘বৈবাহিক সম্পর্কেরও মেয়াদ থাকা জরুরি’

পিরিয়ড নিয়ে মন্তব্যে বিপাকে রাশমিকা

তোমাকে ছাড়া একটা দিনও থাকতে পারবো না : মিমি

মিস ইউনিভার্সে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন মিথিলা

মেয়েদের নিয়ে নোংরামি ছড়ানো মানসিক অসুস্থতা: স্পর্শিয়া

একই মঞ্চে বাপ্পা মজুমদার ও মেহজাবীন মেহা

হলুদের ছোঁয়ায় নিজেকে রাঙালেন স্পর্শিয়া

শুভর নতুন গানের মডেল লিমা

‘ছাগলের তিন নাম্বার বাচ্চা থেকে আজ নায়ক হয়েছি’

নেহা কক্করের নাম করে লাখ টাকার প্রতারণা