হাবিপ্রবি ইংরেজি পরিবারের মিলনমেলা অনুষ্ঠিত

উত্তরবঙ্গের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ইংরেজি বিভাগ কর্তৃক আয়োজিত ৮টি ব্যাচের সমন্বয়ে বার্ষিক বনভোজনের মাধ্যমে ইংরেজি পরিবারের এক বিরাট মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।
করোনা ভাইরাসের মহামারীর কারণে গত ২ বছর ধরে এই আয়োজনটি সম্ভব না হলেও শনিবার (২রা এপ্রিল) এক বিরাট পরিসরে আয়োজন করা সম্ভব হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে ভর্তিকৃত নবীন ব্যাচসহ (২১ ব্যাচ) মোট ৮ টি ব্যাচের শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টায় দিনাজপুর শহর থেকে ৩০ কি.মি. দূরে সিংড়া ফরেস্ট নামক স্থানে এই আয়োজন করা হয়।
এই আয়োজনে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের চেয়ারম্যান প্রফেসর মোঃ নওশের ওয়ান, সহযোগী অধ্যাপক দীপক কুমার সরকার, সহযোগী অধ্যাপক মোঃ ফয়সাল হক ও সহকারী অধ্যাপক আবু সালেহ মোঃ মাহবুবুর রহমান।
ইংরেজি বিভাগ কর্তৃক আয়োজিত এই মিলন মেলায় উপস্থিত হতে পেরে নিজেকে ধন্য ও গর্ববোধ মনে করছেন সদ্য ভর্তি হওয়া ইংরেজি বিভাগের ৮ম ব্যাচের শিক্ষার্থী নওশিন নাওয়ার রিতু বলেন, ‘বনভোজন নামটা শুনলে ঠিক মনে পড়ে যায়, সেই পুরোনো দিনের কিছু কথা, সেই শৈশবের সবাই মিলে চাঁদা তোলা, নারকেলের মালাতে রান্নাবাটি খেলা। চড়ুইভাতি যাকে আমরা বনভোজন বা পিকনিক বলে জানি। কিন্তু বিশ্ববিদ্যালয়ের স্যার, বড় ভাই এবং অাপুদের সাথে সুন্দর মুহূর্তের এই মিলন মেলায় অনেক বেশি অভিজ্ঞতা হয়েছে। সত্যিই অসাধারণ ও মনোমুগ্ধকর ছিলো হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ডিপার্টমেন্টের এই মিলন মেলা'।
চমৎকার একটা দিন উপভোগ পাওয়ার এক স্মরণীয় অভিজ্ঞতা জানিয়ে খাইরুন্নেসা তাকিয়া বলেন, ‘আমাদের এই প্রথম ইংরেজি বিভাগের সকল ব্যাচকে নিয়ে একটি পিকনিক আয়োজন করা হয়েছে। এটা অন্যরকম একটা পাওয়া আমার জন্য। চমৎকার একটা দিন পার করেছি। শ্রদ্ধেয় স্যার এবং আমাদের বড় আপু ও ভাইদের সাথে একসাথে সারাদিন আনন্দে কাটিয়ে দেয়াটা সবচেয়ে সুন্দর অনুভুতি ছিল। সাংস্কৃতিক অনুষ্ঠানসহ স্যারদের খেলাধুলার (হাড়ি ভাঙা খেলা) সময়টা সবচেয়ে মজার এবং স্মৃতি করে রাখার মতো ছিল। সব মিলিয়ে আজকের দিনটা অবশ্যই স্মরনীয় হয়ে থাকবে,ধন্যবাদ বড় ভাই আপুদের এত সুন্দর একটা দিন উপহার দেওয়ার জন্য’।
ইংরেজি ৬ষ্ঠ ব্যাচের শিক্ষার্থী মাহফুজা পারভীন জানান, ‘আজ দীর্ঘ সময়ের ব্যাবধানে আমাদের ইংরেজী বিভাগের শিক্ষকদের আগ্রহে এবং বড় ভাইদের উদ্যোগে একটি বনভোজন নামক এক মহান মিলন মেলার আয়োজন করা হয়েছে। করোনার এমন মহামারী পরিস্থিতিতে আমরা সবাই একরকম একঘেয়েমির মধ্যদিয়ে যাচ্ছিলাম। এই আয়োজনের মাধ্যমে আমরা সবাই আবার একত্রিত হতে পেরে অনেক আনন্দিত। আমাদের শিক্ষকদের প্রতি আমরা অনেক কৃতজ্ঞ যে তারা সবসময় বন্ধুত্বপূর্ণ আচরণ করেছেন, সেই সাথে সকল সিনিয়রদের প্রতি রইলো শ্রদ্ধা এবং জুনিয়রদের প্রতি রইলো ভালোবাসা’।
দৃষ্টিনন্দন এই দৃশ্যে মন জুড়িয়ে যাওয়ার মত এক অবস্থার কথা বর্ণনা করে ইংরেজি বিভাগের ৫ম ব্যাচের শিক্ষার্থী নাফিস কাদের আভাস বলেন, ’বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগ কর্তৃক আয়োজিত এই মিলন মেলায় প্রায় ৮ টি ব্যাচের শিক্ষার্থী উপস্থিত হওয়ার এই বিষয়টি আসলেই অনেক মজাদার ছিলো। সিংড়া ফরেস্ট জাতীয় উদ্যান এর প্রাকৃতিক সৌন্দর্য আসলেই মনোমুগ্ধকর। পরিশেষে প্রাকৃতিক সৌন্দর্য, সিনিয়র জুনিয়রদের ভালোবাসায় সিক্ত একটি দিন কাটালাম আজকে, যা সত্যিই অসাধারণ ছিল'।
মিলনমেলা অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে অনুভূতি প্রকাশ করতে গিয়ে ইংরেজি বিভাগের চেয়ারম্যান প্রফেসর মোঃ নওশের ওয়ান বলেন, ‘ইংরেজি বিভাগের এই রকম আয়োজনে আমার ডিপার্টমেন্টের সন্তান সমতুল্য সকলকে অনেক ধন্যবাদ জানাই আজকের এই মিলন মেলার আয়োজন করা এবং অংশগ্রহণ করার জন্য। সেই সাথে সকল স্যারদেরও ধন্যবাদ জানাই আজকে এখানে উপস্থিত হওয়ার জন্য। এই মিলন মেলায় ইংরেজি বিভাগের প্রায় ৮ টি ব্যাচের শিক্ষার্থীদের জন্য আজ সত্যিই একটি অবিস্মরণীয় দিন। এই রকম আয়োজন প্রতি বছর আয়োজন হোক এটাই প্রত্যাশা করি'।
উল্লেখ্য, এই মিলন মেলায় শিক্ষকদের জন্য ছিলো মজাদার হাড়ি ভাঙা খেলা, শিক্ষার্থীদের জন্য ফান বক্স, লটারিসহ ছিল এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান।
এমএসএম / এমএসএম

ইবিতে নভেম্বরে ইকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণা

ডিআইইউতে হল থেকে হাতেনাতে গাঁজা উদ্ধার, কিন্তু তদন্তে লাগবে ১২ দিন

কম্বাইন্ড ডিগ্রি দাবিতে অচলাবস্থা, উদ্বেগে বাকৃবির পশুপালন অনুষদের শিক্ষকরা

ইবিতে আ'লীগপন্থী শিক্ষকের বহিষ্কারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

চবি মেডিকেলে প্যাথলজি বিভাগ উদ্বোধন, করানো যাবে ২১ ধরনের পরীক্ষা

ইবিতে (ইকসু)গঠনের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন

জাকসুতে শিবির ও বাগছাসের প্যানেল ঘোষণা, বিলম্ব ছাত্রদল ও বাম সংগঠনের

জকসু নীতিমালা জমা আজ আগামী বুধবার বিশেষ সিন্ডিকেট সভা

চাঁদাবাজির ঘটনায় আলোচিত সেই আফ্রিদির বিরুদ্ধে মানহানীর অভিযোগ

জবি রোভার স্কাউটের বৃক্ষরোপণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি

গকসু নির্বাচন: গঠনতন্ত্র ভেঙে ‘একক প্রার্থী বানানোর খেলা’, পণ্ড বৈঠক

১২৪ শিক্ষাপ্রতিষ্ঠানে বিটিসিএলের আড়াই কোটি টাকার বিল বকেয়া

ইবিতে অ্যাসেট ম্যানেজমেন্ট বিষয়ক সভা অনুষ্ঠিত
Link Copied