ঢাকা শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫

নতুন সিনেমায় আদর আজাদ


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৬-৪-২০২২ দুপুর ১১:২১
ঢালিউড চলচ্চিত্রের সম্ভাবনাময় নতুন নায়ক আদর আজাদ। চলচ্চিত্রে নাম লিখিয়ে একের পর এক নতুন সিনেমার খবরে তিনি। সবকিছু ঠিক থাকলে চলতি বছরই বড় পর্দায় অভিষিক্ত হবেন তিনি। সম্প্রতি আবারো নতুন সিনেমায় যুক্ত হয়েছেন আদর আজাদ। সিনেমার নাম ‘নাকফুল’। তার বিপরীতে প্রথমবার অভিনয় করছেন চিত্রনায়িকা পূজা চেরি। ফেরারী ফরহাদের গল্পে সিনেমাটি পরিচালনা করছেন তরুণ নির্মাতা আলোক হাসান।
 
জানা গেছে, বুধবার (৬ এপ্রিল) থেকে মৌলভীবাজারের শ্রীমঙ্গল এলাকাতে শুরু হচ্ছে সিনেমাটির শুটিং। প্রথম দিনেই অংশ নেবেন আদর-পূজা। শ্রীমঙ্গলে একটানা ২০ দিন ‘নাকফুল’ সিনেমার শুটিং হবে। এরপর ঢাকা দিয়ে শেষ হবে সিনেমাটির চিত্রায়ণ।
 
এ প্রসঙ্গে আদর আজাদ বলেন, সিনেমাটি গ্রামীণ প্রেক্ষাপটে নির্মিত হচ্ছে। খুবই চমৎকার একটি গল্প। গ্রামের সহজ সরল প্রতিবাদী একটি যুবকের চরিত্রে আমাকে দেখা যাবে। আমার নাম থাকে রাজু। গ্রামের একটি মেয়ের সাথে পরিচয় হয়। তারপর তার সঙ্গে ভালো একটি সম্পর্ক তৈরি হয়। এরপর ঘটতে থাকে নানান ঘটনা। সবকিছু ঠিক থাকলে চলতি বছরই সিনেমাটি মুক্তি পাবে। আশা করি, এই সিনেমার গল্পটি দর্শকের হৃদয় ছুঁয়ে যাবে।
 
আদর-পূজা ছাড়াও নাকফুল সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন গাজী রাকায়েত, লুৎফর রহমান জর্জ, আলী রাজ, এল আর খান সীমান্ত, শিখা মৌ প্রমুখ। সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি দেয়ার জন্য নির্মিত হচ্ছে জানালেন আলোক হাসান।
 
বর্তমানে আদর আজাদ অভিনীত মুক্তির অপেক্ষায় আছে ‘যাও পাখি বলো তারে’, ‘লাইভ’, ‘চিৎকার’, ‘তালাশ’সহ বেশ কয়েকটি সিনেমা। এছাড়া তার হাতে রয়েছে বজলুর রাশেদ চৌধুরীর ‘পোড়া অন্তর’ ও ইফতেখার চৌধুরীর ‘মুক্তি’ সিনেমা দুটি।

এমএসএম / এমএসএম

নতুন লুকে ঝড় ‍তুললেন প্রিয়াঙ্কা

বিলাল-হানিয়া অভিনীত নাটকে নেটিজেনদের মিশ্র প্রতিক্রিয়া

জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জের পুরস্কার পেলেন তৌসিফ

‘বৈবাহিক সম্পর্কেরও মেয়াদ থাকা জরুরি’

পিরিয়ড নিয়ে মন্তব্যে বিপাকে রাশমিকা

তোমাকে ছাড়া একটা দিনও থাকতে পারবো না : মিমি

মিস ইউনিভার্সে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন মিথিলা

মেয়েদের নিয়ে নোংরামি ছড়ানো মানসিক অসুস্থতা: স্পর্শিয়া

একই মঞ্চে বাপ্পা মজুমদার ও মেহজাবীন মেহা

হলুদের ছোঁয়ায় নিজেকে রাঙালেন স্পর্শিয়া

শুভর নতুন গানের মডেল লিমা

‘ছাগলের তিন নাম্বার বাচ্চা থেকে আজ নায়ক হয়েছি’

নেহা কক্করের নাম করে লাখ টাকার প্রতারণা