ঢাকা বৃহষ্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫

গণমাধ্যমের সঙ্গে ইসির সংলাপ আজ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৬-৪-২০২২ দুপুর ১১:৪৪

তৃতীয় ধাপে গণমাধ্যম ব্যক্তিদের সঙ্গে নির্বাচন কমিশনের (ইসি) সংলাপ অনুষ্ঠিত হবে আজ বুধবার (৬ এপ্রিল)। এ ধাপে ৩৪ জন গণমাধ্যম ব্যক্তিকে আমন্ত্রণ জানিয়েছে ইসি। এর আগে গত ১৩ মার্চ শিক্ষাবিদ এবং ২২ মার্চ বিশিষ্ট নাগরিকদের সঙ্গে সংলাপ করে ইসি। সব মহলের পরামর্শ নেয়ার পর নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসবে সাংবিধানিক প্রতিষ্ঠানটি।

ইসি সংশ্লিষ্টরা জানান, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন মহলের মতামত নিয়ে রোডম্যাপ তৈরি করতে চায় কাজী হাবিবুল আউয়াল নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। এ বিষয়ে মতামত দেওয়ার জন্য ১৩ মার্চ থেকে সংলাপ শুরু করেছে সাংবিধানিক প্রতিষ্ঠানটি। আজ বুধবার সম্পাদক ও সিনিয়র সাংবাদিকদের সঙ্গে সংলাপে বসবে কমিশন।

ইসির যুগ্ম-সচিব ও পরিচালক (জনসংযোগ) এসএম আসাদুজ্জামান জানান, আগারগাঁওয়ের নির্বাচন ভবনে বেলা ১১টায় সম্পাদক ও সিনিয়র সাংবাদিকদের মতামত নেওয়ার জন্য সংলাপে বসবে কমিশন। এজন্য ৩৪ জনকে সংলাপে অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।

যাদের আমন্ত্রণ জানিয়েছে ইসি, তারা হলেন- প্রথম আলো সম্পাদক মতিউর রহমান; বাংলাদেশ প্রতিদিনের নঈম নিজাম; দৈনিক ইত্তেফাকের তাসমিমা হোসেন; কালের কণ্ঠের শাহেদ মুহাম্মদ আলী; নয়া দিগন্তের আলমগীর মহিউদ্দিন; যুগান্তরের সাইফুল আলম; প্রতিদিনের সংবাদের শেখ নজরুল ইসলাম; আমাদের সময়ের ভারপ্রাপ্ত সম্পাদক মোহাম্মদ গোলাম সারওয়ার; সমকালের ভারপ্রাপ্ত সম্পাদক মোজাম্মেল হোসেন; দৈনিক জনকণ্ঠের নির্বাহী সম্পাদক কামরুল ইসলাম খান; ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত; সংবাদের আলতামাশ কবির; মানবকণ্ঠের ভারপ্রাপ্ত সম্পাদক দুলাল আহমদ চৌধুরী; দৈনিক জাগরণ সম্পাদক আবেদ খান; আজকের পত্রিকার ড. মো. গোলাম রহমান; আমাদের নতুন সময়ের নাঈমুল ইসলাম খান; আমার সংবাদের মো. হাশেম রেজা; দৈনিক ভোরের ডাকের কেএম বেলায়েত হোসেন; নিউএজের নূরুল কবীর; ডেইলি স্টারের মাহফুজ আনাম; দ্য ডেইলি অবজারভারের ইকবাল সোবহান চৌধুরী; দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের এনাম আহমেদ।

আরো রয়েছেন- জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন; জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াস খান; প্রথম আলোর সহযোগী সম্পাদক আনিসুল হক; বাংলাদেশ জার্নালের সম্পাদক শাহজাহান সরদার; সিনিয়র সাংবাদিক ও কলাম লেখক বিভু রঞ্জন সরকার; মাহবুব কামাল; সিনিয়র সাংবাদিক অজয় দাসগুপ্ত; সিনিয়র সাংবাদিক শওকত মাহমুদ; সমকালের সিনিয়র সম্পাদক আবু সাঈদ খান; প্রথম আলোর যুগ্ম-সম্পাদক সোহরাব হাসান; দ্য ডেইলি স্টারের এক্সিকিউটিভ এডিটর সৈয়দ আশফাকুল হক এবং দ্য ডেইলি অবজারভারের অনলাইন ইনচার্জ কাজী আব্দুল হান্নান। 

উল্লেখ্য, গত ২৬ ফেব্রুয়ারি কাজী হাবিবুল আউয়াল কমিশনকে নিয়োগ দেন রাষ্ট্রপতি। নিয়োগ পাওয়ার পর দিন তারা শপথ নিয়ে ২৮ ফেব্রুয়ারি প্রথম অফিস করে নতুন কমিশন। 

জামান / জামান

ভোলায় গ্যাসভিত্তিক বৃহৎ শিল্পাঞ্চল গড়ার পথে সরকার

এলজিইডির প্রধান প্রকৌশলী জাবেদ করিমের গ্রেড–৩ থেকে গ্রেড–২ এ পদোন্নতি

পরীক্ষা বর্জনের ঘোষণা ৪৭তম বিসিএস পরীক্ষার্থীদের

লটারিতে ৬৪ জেলার এসপি পদায়ন করলো সরকার

সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত : সিইসি

আগুনে ভস্মীভূত ঘর, দাঁড়িয়ে আছে শুধু সিঁড়িটি

বাংলাদেশে অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায় জার্মানি

মাসের পর মাসের চেষ্টায় জমেছিল দেড় লাখ টাকা, আগুনে সব শেষ

৫ ঘণ্টা পর কড়াইল বস্তির আগুন নিয়ন্ত্রণে

বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুনের কারণ শর্ট সার্কিট : প্রেস সচিব

যানজটে ৪০ মিনিট পর ঘটনাস্থলে ফায়ার সার্ভিস, কাজ করছে ৭ ইউনিট

দুদককে চাপ প্রয়োগ করলে তালিকা প্রকাশ করা হবে : দুদক চেয়ারম্যান

পর্যবেক্ষকদের নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের আহ্বান সিইসির