শাকিব-পূজার রসায়নে মুছে গেল বয়সের ব্যবধান
শাকিব খানের বয়স ৪৩ বছর। অন্যদিকে পূজা চেরি সবে একুশের তরুণী। দু’জনের বয়সে দ্বিগুণ পার্থক্য। এ কারণে কানাঘুষা ছিল, তাদের রসায়ন আদৌ জমবে কিনা। শাকিবের সঙ্গে পূজা নায়িকা হিসেবে মানানসই হবেন কিনা।
সেই কানাঘুষা অনেকখানি কমে গেল গতকাল। মঙ্গলবার (৫ এপ্রিল) সন্ধ্যায় প্রকাশিত হয়েছে শাকিব-পূজার ‘গলুই’ সিনেমার টিজার। তাতে নায়ক-নায়িকার রসায়নের এক ঝলক দেখা গেল। সেটা দেখে দর্শকরা বলছেন, রোম্যান্সের পরীক্ষায় ঠিকঠাক উতরে গেছেন ঢালিউড কিং ও পূজা। বয়সের ব্যবধান কাটিয়ে তাদের রসায়ন জমেছে বেশ।
গ্রামীণ প্রেক্ষাপটে নির্মিত হয়েছে ‘গলুই’। নির্মাণ করেছেন এস এ হক অলিক। টিজারের বিভিন্ন দৃশ্যে শাকিবকে দেখা গেছে লালু নামের নৌকা বাইচের মাঝি, ঢোলক ও প্রেমিকের রূপে। আর পূজা দেখা দিয়েছেন চঞ্চল তরুণী মালা ও লালুর প্রেমিকার ভূমিকায়।
‘গলুই’ নির্মিত হয়েছে সরকারি অনুদানে। তবে সহ-প্রযোজনায় আছেন খোরশেদ আলম খসরু। এই সিনেমায় শাকিব ও পূজার সঙ্গে আরও অভিনয় করেছেন আজিজুল হাকিম, সুচরিতা, আলী রাজ, সমু চৌধুরী প্রমুখ।
আসন্ন রোজার ঈদে দেশজুড়ে মুক্তি পাবে সিনেমাটি। সেই উপলক্ষ্যেই শুরু হয়েছে প্রচারণা। যার অংশ হিসেবে উন্মুক্ত করা হয়েছে টিজার। আগামী ৯ এপ্রিল প্রকাশিত হবে সিনেমার অন্যতম গান ‘জমবে মেলা’। যেটি গেয়েছেন সংগীত তারকা হাবিব ওয়াহিদ।
জানা যায়, ‘গলুই’ সিনেমার বাজেট প্রায় দুই কোটি টাকা। এর মধ্যে ৬০ লাখ টাকা এসেছে সরকারি অনুদান থেকে। বাকিটা লগ্নি করেছেন খোরশেদ আলম খসরু। শোনা যায়, সিনেমাটিতে অভিনয়ের জন্য ৪০ লাখ টাকা নিয়েছেন শাকিব খান।
এমএসএম / এমএসএম
নতুন লুকে ঝড় তুললেন প্রিয়াঙ্কা
বিলাল-হানিয়া অভিনীত নাটকে নেটিজেনদের মিশ্র প্রতিক্রিয়া
জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জের পুরস্কার পেলেন তৌসিফ
‘বৈবাহিক সম্পর্কেরও মেয়াদ থাকা জরুরি’
পিরিয়ড নিয়ে মন্তব্যে বিপাকে রাশমিকা
তোমাকে ছাড়া একটা দিনও থাকতে পারবো না : মিমি
মিস ইউনিভার্সে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন মিথিলা
মেয়েদের নিয়ে নোংরামি ছড়ানো মানসিক অসুস্থতা: স্পর্শিয়া
একই মঞ্চে বাপ্পা মজুমদার ও মেহজাবীন মেহা
হলুদের ছোঁয়ায় নিজেকে রাঙালেন স্পর্শিয়া
শুভর নতুন গানের মডেল লিমা
‘ছাগলের তিন নাম্বার বাচ্চা থেকে আজ নায়ক হয়েছি’