বেসুরো গলায় গান গেয়ে হাসির পাত্র হলেন কৌশানি!
অভিনেত্রী হিসেবে তার পরিচিতি। টলিউডের সিনেমায় নিয়মিত দেখা যায়। রূপ-সৌন্দর্য আর গ্ল্যামারে এ প্রজন্মের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী তিনি। কিন্তু অভিনয়ের গণ্ডি ছাড়িয়ে যখন গান গাইলেন, তখন মোটেও জমলো না। উল্টো হাসির পাত্র হলেন।
বলছি টলিউড তারকা কৌশানি মুখার্জির কথা। সম্প্রতি একটি লাইভ অনুষ্ঠানে গিয়ে গান গেয়েছেন তিনি। কিন্তু বেসুরো গলায় গাওয়া গান কি আর শ্রোতাদের মনে ধরে! ঠিক তাই, কৌশানির গান গাওয়ার ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। হয়ে গেছে ভাইরাল।
ওই ভিডিওতে দেখা যায়, কখনো ইয়ো ইয়ো হানি সিংয়ের বহুল জনপ্রিয় ‘লুঙ্গি ড্যান্স’ গাইছেন কৌশানি, আবার কখনো গাইছেন শ্রেয়া ঘোষালের গাওয়া আইটেম সং ‘চিকনি চামেলি’। কিন্তু কৌশানির কণ্ঠের সঙ্গে সুরের মিলন ঘটছে না। তবুও মাইক্রোফোন হাতে গেয়েই চলেছেন অভিনেত্রী।
ভাইরাল হওয়া ভিডিওর নিচে হাজারো নেতিবাচক মন্তব্য দেখা গেল। কেউ লিখেছেন, ‘হানি সিং, রজনীকান্ত আর শাহরুখ খান সবাই একসঙ্গে চেন্নাই এক্সপেসের সামনে ঝাঁপ দিয়েছে এই গান শুনে!’, আরেকজন লিখেছেন, ‘কোথা থেকে এতো আত্মবিশ্বাস পেয়েছেন তিনি? আমি অবাক!’, আরেক ব্যক্তি মন্তব্য করেছেন, ‘তার জন্য মানসিক হাসপাতাল দরকার। এত বেশি সুরেলা কণ্ঠ আমি এই পর্যন্ত শুনিনি!’
জানা গেছে, গত মাসে একটি ভীম মেলায় অংশ নিয়েছিলেন কৌশানি। সেখানেই মঞ্চে উঠে এসব গান পরিবেশন করেন তিনি। সমালোচনার ঝড় উঠলেও তা নিয়ে এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া জানাননি অভিনেত্রী।
কেবল কৌশানি নন, টলিউডের অনেক অভিনেত্রীকেই এমন কাণ্ড করতে দেখা যায়। গত জানুয়ারিতে লাইভ অনুষ্ঠানে রবীন্দ্রসংগীতের নাম করে ‘ধন ধান্যে পুষ্প ভরা’ গেয়ে তীব্র সমালোচনার শিকার হয়েছিলেন গুণী অভিনেত্রী ইন্দ্রাণী হালদার। সেই ঘটনার রেশ কাটতে না কাটতে নতুন বিতর্কের জন্ম দিলেন কৌশানি।
এমএসএম / এমএসএম
নতুন লুকে ঝড় তুললেন প্রিয়াঙ্কা
বিলাল-হানিয়া অভিনীত নাটকে নেটিজেনদের মিশ্র প্রতিক্রিয়া
জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জের পুরস্কার পেলেন তৌসিফ
‘বৈবাহিক সম্পর্কেরও মেয়াদ থাকা জরুরি’
পিরিয়ড নিয়ে মন্তব্যে বিপাকে রাশমিকা
তোমাকে ছাড়া একটা দিনও থাকতে পারবো না : মিমি
মিস ইউনিভার্সে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন মিথিলা
মেয়েদের নিয়ে নোংরামি ছড়ানো মানসিক অসুস্থতা: স্পর্শিয়া
একই মঞ্চে বাপ্পা মজুমদার ও মেহজাবীন মেহা
হলুদের ছোঁয়ায় নিজেকে রাঙালেন স্পর্শিয়া
শুভর নতুন গানের মডেল লিমা
‘ছাগলের তিন নাম্বার বাচ্চা থেকে আজ নায়ক হয়েছি’