ঢাকা শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫

দীপিকা কি রণবীর-আলিয়ার বিয়েতে যাবেন?


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৭-৪-২০২২ দুপুর ২:৫৫

বলিউডের অন্যতম আলোচিত প্রেমিক যুগল রণবীর কাপুর ও আলিয়া ভাট বিয়ে করতে যাচ্ছেন। পাঁচ বছরের সম্পর্ককে পূর্ণতা দিয়ে আগামী ১৪ থেকে ১৭ এপ্রিলের মধ্যে শুভ কাজটি সেরে ফেলবেন তারা। এ নিয়ে মুম্বাই সিনেপাড়া সরগরম।

ইতোমধ্যে গণমাধ্যমে উঠে এসেছে রণবীর-আলিয়ার বিয়ের অতিথির সম্ভাব্য তালিকা। শোনা যাচ্ছে, ভিআইপি এই বিয়েতে তারকাদের মধ্যে কারিনা কাপুর, কারিশ্মা কাপুর, সাইফ আলি খান, পূজা ভাট, জোয়া আখতার, অর্জুন কাপুর, মণীশ মালহোত্রা, সঞ্জয়লীলা বানশালি, করন জোহর, বরুণ ধাওয়ান, অয়ন মুখার্জিসহ অনেকেই উপস্থিত থাকবেন।

গুঞ্জন উঠেছিল, গায়ে হলুদ থেকেই নাকি রণবীর-আলিয়ার বিয়েতে অংশ নেবেন দীপিকা পাডুকোন ও রণবীর সিং। কিন্তু এবার জানা গেল, দীপিকা বিয়েতে যাচ্ছেনই না।

রণবীর কাপুরের সঙ্গে দীপিকার গভীর প্রেম ছিল। এ কথা কম-বেশি সকলের জানা। সেই সম্পর্কটি ভেঙে দিয়েছিলেন রণবীর। তখন ভীষণভাবে ভেঙে পড়েছিলেন দীপু। বিচ্ছেদের অধ্যায়টা যদিও অতীত। তবে দীপিকার বিয়েতে নিমন্ত্রণ পেলেও যাননি রণবীর।

সম্প্রতি দীপিকার কাছে জানতে চাওয়া হয়, রণবীর-আলিয়ার বিয়েতে যাবেন কিনা। জবাবে অভিনেত্রী বলেন, ‘রণবীরের সাথে অনেকদিন ধরেই কথা হয় না আমার। আমার বিয়ের আগে একবার কথা হয়েছিল। তারপর আর হয়নি। আসলে রণবীরের স্বভাবটাই এমন। তাই ওর কোনো কাজেই আমি অবাক হই না। এটাই আমাদের সম্পর্কের সৌন্দর্য। কিছু না বললেও অনেক কিছু বলে ফেলি আমরা।’

দীপিকার কথাতেই স্পষ্ট, তিনি এই বিয়েতে থাকছেন না। আর তার না থাকা মানে রণবীর সিংও যাবেন না। এছাড়া রণবীর কাপুরের আরেক প্রাক্তন প্রেমিকা ক্যাটরিনা কাইফও এই বিয়েতে আসবেন না বলে শোনা যাচ্ছে।

এমএসএম / এমএসএম

নতুন লুকে ঝড় ‍তুললেন প্রিয়াঙ্কা

বিলাল-হানিয়া অভিনীত নাটকে নেটিজেনদের মিশ্র প্রতিক্রিয়া

জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জের পুরস্কার পেলেন তৌসিফ

‘বৈবাহিক সম্পর্কেরও মেয়াদ থাকা জরুরি’

পিরিয়ড নিয়ে মন্তব্যে বিপাকে রাশমিকা

তোমাকে ছাড়া একটা দিনও থাকতে পারবো না : মিমি

মিস ইউনিভার্সে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন মিথিলা

মেয়েদের নিয়ে নোংরামি ছড়ানো মানসিক অসুস্থতা: স্পর্শিয়া

একই মঞ্চে বাপ্পা মজুমদার ও মেহজাবীন মেহা

হলুদের ছোঁয়ায় নিজেকে রাঙালেন স্পর্শিয়া

শুভর নতুন গানের মডেল লিমা

‘ছাগলের তিন নাম্বার বাচ্চা থেকে আজ নায়ক হয়েছি’

নেহা কক্করের নাম করে লাখ টাকার প্রতারণা