ঢাকা শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫

বউ প্রতিদিন বাড়ি থেকে বের করে দেয়: শহীদ কাপুর


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৭-৪-২০২২ দুপুর ২:৫৫

বলিউডের সুইট কাপল হিসেবে পরিচিত শহীদ কাপুর ও মীরা রাজপুত। ১৩ বছরের ছোট মীরার সঙ্গে সংসার জীবনের সাত বছর পার করছেন শহীদ। দুই সন্তান নিয়ে তাদের সুখের জীবন। অথচ শহীদ কাপুর কিনা বললেন, তাকে প্রতিদিন বউ বাড়ি থেকে বের করে দেয়!

সম্প্রতি এক রেডিও জকির মুখোমুখি হন শহীদ। সেখানে অভিনেতা জানান, স্ত্রী ও সন্তানদের সামনে তার কোনো ক্ষমতা নেই। তিনি বলেন, ‘প্রতিদিন নিজের বউ আর বাচ্চাদের সামনে মনে হয় আমার কোনও যোগ্যতা নেই। কিন্তু আমি এখনও বাড়িতেই থাকি। সাত বছর ধরে আমাকে কেউ বাড়ি থেকে বের করে দিতে পারেনি। মানে আমাকে প্রতিদিনই বের করে দেয়, কিন্তু আমি আবার ফিরে যাই।’

মীরা আর সন্তানেরাই কি শহীদকে বাড়ি থেকে বের করে দেয়? উত্তরে অভিনেতা বলেন, ‘একেবারেই নয়। কিন্তু এটা ঘটে। তোমার দুটো মেয়ে রয়েছে তারা তোমাকে আগলে রাখে, আমারও একটা রয়েছে। কিন্তু এখন ও স্কুল যাওয়া শুরু করেছে। আমার সঙ্গে তখনই অবিচার হয়, যখন মেয়ে আমার সঙ্গে থাকে না।’

বোঝাই যাচ্ছে, মজার ছলে কথাগুলো বলেছেন শহীদ কাপুর। তাই সঞ্চালকও হাসতে হাসতে উপভোগ করেছেন তারকার দাম্পত্য জীবনের মজার গল্প।

শহীদ কাপুর আরও জানান, স্ত্রী মীরা তার সবচেয়ে বড় সমালোচক। কোনো সিনেমা খারাপ হলে, সেটা দেখেন না মীরা। এমনকি মুখের ওপর শহীদকে বলে দেন। সব বিষয়ে স্ত্রীর সঙ্গে মতের মিল হয় না অভিনেতার। এটাকে সুস্থ ও স্বাভাবিক দাম্পত্যের লক্ষ্মণ বলেই মনে করেন তিনি।

এমএসএম / এমএসএম

নতুন লুকে ঝড় ‍তুললেন প্রিয়াঙ্কা

বিলাল-হানিয়া অভিনীত নাটকে নেটিজেনদের মিশ্র প্রতিক্রিয়া

জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জের পুরস্কার পেলেন তৌসিফ

‘বৈবাহিক সম্পর্কেরও মেয়াদ থাকা জরুরি’

পিরিয়ড নিয়ে মন্তব্যে বিপাকে রাশমিকা

তোমাকে ছাড়া একটা দিনও থাকতে পারবো না : মিমি

মিস ইউনিভার্সে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন মিথিলা

মেয়েদের নিয়ে নোংরামি ছড়ানো মানসিক অসুস্থতা: স্পর্শিয়া

একই মঞ্চে বাপ্পা মজুমদার ও মেহজাবীন মেহা

হলুদের ছোঁয়ায় নিজেকে রাঙালেন স্পর্শিয়া

শুভর নতুন গানের মডেল লিমা

‘ছাগলের তিন নাম্বার বাচ্চা থেকে আজ নায়ক হয়েছি’

নেহা কক্করের নাম করে লাখ টাকার প্রতারণা