গুচ্ছ পদ্ধতিতেই থাকছে কুবি, শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে বিরূপ প্রতিক্রিয়া

২০২০-২১ শিক্ষাবর্ষের মতো এবারো গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি)। এ নিয়ে অধিকাংশ শিক্ষক-শিক্ষার্থীর মাঝে বিরূপ প্রতিক্রিয়া দেয়া যাচ্ছে।
বৃহস্পতিবার (৭ মার্চ) বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে অনুষ্ঠিত মতবিনিময় সভা শেষে বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এএফএম আব্দুল মঈন। তিনি জানান, আমরা ইউজিসির নির্দেশনা মেনেই গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষায় থাকছি। গুচ্ছে খরচ এবং শিক্ষার্থীদের ভোগান্তি অনেক কম হয়। ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় কোনো সমস্যা ছিল না। তবে ভর্তি প্রক্রিয়ায় কিছুটা সমস্যা পোহাতে হচ্ছে। আশা করি আগামীতে এসব সমস্যা হবে না।
এর আগে গত ৩১ মার্চ কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি গুচ্ছের বিপক্ষে একটি বিবৃতি দেয়। এ ব্যাপারে কুবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. মো. মোকাদ্দেস-উল-ইসলাম বলেন, আমি এ ব্যাপারে একা কোনো সিদ্ধান্ত দিতে পারব না। আমরা শিক্ষক সমিতির সাধারণ সভা আহ্বান করব৷ ওখানে অধিকাংশ শিক্ষক যে সিদ্ধান্ত দেবেন আমরা সে অনুযায়ী পদক্ষেপ নেব।
নাম প্রাকাশে অনিচ্ছুক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক পদমর্যাদার একাধিক শিক্ষক জানান, গুচ্ছ পদ্ধতি ভালো ফল বয়ে আনবে না। গুচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় থাকলে এটি আঞ্চলিক বিশ্ববিদ্যালয়ে পরিণত হবে।
গুচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের থাকার ব্যাপারে নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মুনিম হাসান বলেন, বিশ্ববিদ্যালয়ের যে ধারণা তা আগামী কয়েক বছরের মধ্যে বিলুপ্ত হবে গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষার কারণে। প্রতিটি বিশ্ববিদ্যালয়ের একক ভর্তি পরীক্ষা নেয়া উচিত। গুচ্ছের কারণে বিশ্ববিদ্যালয়ে আগের মতো ভিন্ন ভিন্ন সংস্কৃতির মানুষ দেখতে পাওয়া যাবে না।
তিনি আরো বলেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আগে দেশের বিভিন্ন জায়গার শিক্ষার্থীরা পড়তে আসত। ২০২০-২১ শিক্ষাবর্ষের যে গুচ্ছ পদ্ধতির পরীক্ষা অনুষ্ঠিত হলো সেখানে শুধু কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া ও আশপাশের অঞ্চলের শিক্ষার্থীই বেশি ছিল। দ্রুত এ পদ্ধতি বাতিল করা হোক। না হলে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে আর বিশ্ববিদ্যালয়ের মধ্যে কোনো পার্থক্য থাকবে না।
এমএসএম / জামান

আইএফপিআরআই ও সার্ক কৃষি কেন্দ্রের মধ্যে যুক্তরাষ্ট্রে সমঝোতা চুক্তি স্বাক্ষর

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি'তে শুরু হয়েছে আন্তর্জাতিক সম্মেলন BIM 2025

চাকসু নির্বাচনে ব্যালট নম্বর প্রকাশ, আনুষ্ঠানিক প্রচারণা শুরু

গঠনতন্ত্রে নিয়মিত শিক্ষার্থীদের সংযোজন করে ইকসু'র দাবি

ইসলামী বিশ্ববিদ্যালয়ে প্রক্টর ও ছাত্র-উপদেষ্টার পুনঃনিয়োগ

পাস্ট ডিবেটিং সোসাইটির নতুন সভাপতি রউফ, সম্পাদক তন্নি

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পবিপ্রবির ৩ শিক্ষার্থী

রাবিতে শাটডাউন প্রত্যাহার, ক্লাস-পরীক্ষা বর্জন জাতীয়তাবাদী শিক্ষকদের

পিছানো হল চাকসু নির্বাচন

রাবিতে দ্বিতীয় দিনের মতো চলছে ‘কমপ্লিট শাটডাউন’

১৬ অক্টোবর রাকসু নির্বাচন

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় বাকৃবির ১২ গবেষক
