ঢাকা বৃহষ্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫

জিসিআরজিতে যোগ দেয়ার আমন্ত্রণ জানিয়ে প্রধানমন্ত্রীকে জাতিসংঘ মহাসচিবের ফোন


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ১৩-৪-২০২২ দুপুর ১০:৪২

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘চ্যাম্পিয়ন্স গ্রুপ অব গ্লোবাল ক্রাইসিস রেসপন্স অন ফুড, এনার্জি অ্যান্ড ফিন্যান্সে (জিসিআরজি)’ যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তনিও গুতেরেস।

প্রধানমন্ত্রী তাকে আমন্ত্রণ জানানোর জন্য জাতিসংঘ মহাসচিবকে ধন্যবাদ জানিয়েছেন। একই সঙ্গে তিনি আমন্ত্রণ সানন্দ্যে গ্রহণ করেছেন। জাতিসংঘ মহাসচিব আন্তনিও গুতেরেস মঙ্গলবার (১২ এপ্রিল) সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনালাপে এ আমন্ত্রণ জানান।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতিসংঘ মহাসচিব গুতেরেস ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১২ মিনিট ফোনে কথা বলেন। প্রধানমন্ত্রী জিসিআরজি গ্রুপের লক্ষ্য বাস্তবায়ন হবে বলে আশা প্রকাশ করেন। তিনি এ ক্ষেত্রে অন্য নেতাদের সঙ্গেও নিবিড়ভাবে কাজ করার আগ্রহের কথা জানান।

প্রধানমন্ত্রী কভিড মহামারি ও ইউক্রেনে চলমান যুদ্ধের প্রেক্ষাপটে আর্থিক ব্যবস্থাসহ খাদ্যপণ্য থেকে শুরু করে জ্বালানি ও অন্য অনেক খাতে দুরবস্থার কথা তুলে ধরেন। তিনি খাদ্য, জ্বালানি ও আর্থিক ব্যবস্থাকে গুরুত্ব দিয়ে সংকট মোকাবেলায় জাতিসংঘের নেতৃস্থানীয় ভূমিকার প্রশংসা করেন।

বিশ্ব শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নে ভূমিকা রাখতে জাতিসংঘের আহ্বানে সাড়া দিয়ে শেখ হাসিনা এ ক্ষেত্রে তাঁর অঙ্গীকার তুলে ধরেন। তিনি শান্তিরক্ষা ও শান্তি বিনির্মাণ, টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) বাস্তবায়ন, জলবায়ু পরিবর্তন মোকাবেলা ও লিঙ্গ সমতায় জাতিসংঘের সঙ্গে বাংলাদেশের অংশীদারি পুনর্ব্যক্ত করেন।

প্রধানমন্ত্রী জিসিআরজি গ্রুপের লক্ষ্য পূরণে উচ্চ পর্যায়ে আলোচনায় যোগ দিতে প্রস্তুত বলেও জানান। জাতিসংঘ মহাসচিব এই গ্রুপে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার জন্য একজন শেরপা (প্রতিনিধি) নিয়োগ দিতে প্রধানমন্ত্রীকে অনুরোধ জানান।

জামান / জামান

ভোলায় গ্যাসভিত্তিক বৃহৎ শিল্পাঞ্চল গড়ার পথে সরকার

এলজিইডির প্রধান প্রকৌশলী জাবেদ করিমের গ্রেড–৩ থেকে গ্রেড–২ এ পদোন্নতি

পরীক্ষা বর্জনের ঘোষণা ৪৭তম বিসিএস পরীক্ষার্থীদের

লটারিতে ৬৪ জেলার এসপি পদায়ন করলো সরকার

সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত : সিইসি

আগুনে ভস্মীভূত ঘর, দাঁড়িয়ে আছে শুধু সিঁড়িটি

বাংলাদেশে অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায় জার্মানি

মাসের পর মাসের চেষ্টায় জমেছিল দেড় লাখ টাকা, আগুনে সব শেষ

৫ ঘণ্টা পর কড়াইল বস্তির আগুন নিয়ন্ত্রণে

বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুনের কারণ শর্ট সার্কিট : প্রেস সচিব

যানজটে ৪০ মিনিট পর ঘটনাস্থলে ফায়ার সার্ভিস, কাজ করছে ৭ ইউনিট

দুদককে চাপ প্রয়োগ করলে তালিকা প্রকাশ করা হবে : দুদক চেয়ারম্যান

পর্যবেক্ষকদের নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের আহ্বান সিইসির