ঢাকা শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫

কুবির মেয়ে শিক্ষার্থীদের নামাজের জন্য নেই পর্যাপ্ত ব্যবস্থা


কুবি প্রতিনিধি photo কুবি প্রতিনিধি
প্রকাশিত: ১৩-৪-২০২২ দুপুর ২:১৬

২০০৬ সালে প্রতিষ্ঠিত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) মেয়েদের নামাজ আদায়ের জন্য পর্যাপ্ত ব্যবস্থা নেই বলে অভিযোগ রয়েছে। বিজ্ঞান অনুষদের একটি মাত্র রুম শুধু মেয়েদের নামাজের জন্য বরাদ্ধ।  ফলে নামাজ আদায়ের ক্ষেত্রে মেয়ে শিক্ষার্থীরা পড়ছেন বিড়ম্বনায়। ওয়াক্ত অনুযায়ী সালাত আদায় থেকে বঞ্চিত হচ্ছেন তারা। 

খোঁজ নিয়ে জানা যায়,  বিশ্ববিদ্যালয়ের নবীন ব্যাচ বাদে মোট ৭,০৫৫ জন শিক্ষার্থীর মধ্যে স্নাতক পর্যায়ে ১,৭৯২ জন এবং স্নাতকোত্তর পর্যায়ে ৩৬৬ জন মেয়ে শিক্ষার্থী রয়েছেন। সরেজমিনে গিয়ে দেখা যায়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ৪ টি একাডেমিক ভবনের( বিজ্ঞান অনুষদ ,কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদ ,ব্যবসা ও বাণিজ্য অনুষদ এবং প্রকৌশল অনুষদ) মধ্যে বিজ্ঞান অনুষদে মেয়েদের নামাজের ব্যবস্থা থাকলেও সেটা অনেকটা না থাকার মতো।

এ বিষয়ে কুবির প্রত্নতত্ত্ব বিভাগের চাঁদনী আক্তার বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ে ছেলে মেয়ে উভয়ের সংখ্যা প্রায় সমান।আর এখানে অধিকাংশ মুসলিম শিক্ষার্থী। সারাদিন ক্যাম্পাসে থেকে ক্লাস করার ফলে আমাদের নামাজ মিস যায়।ছেলেদের জন্য মসজিদের ব্যবস্থা থাকলেও  কিন্তু মেয়েদের জন্য নেই পর্যাপ্ত নামাজের ব্যবস্থা,যদিও সাইন্স ফ্যাকাল্টিতে নামাজের ব্যবস্থা রয়েছে কিন্তু পরিমাণ  অনুযায়ী জায়গা সীমিত। বিভিন্ন ফ্যাকাল্টি থেকে নামাজের সময় ওখানে দৌড়ে গিয়ে নামাজ পড়া কষ্টসাধ্য হয়ে যায়। মেয়েদের জন্য নির্দিষ্ট একটা জায়গায় আলাদা করে নামাজের ব্যবস্থা হলে ভালো হয়। অথবা প্রত্যেকটা ফ্যাকাল্টিতে পর্যাপ্ত পরিমাণে নামাজের জায়গার ব্যবস্থা করলে ভাল হয়।

 গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী ফারজানা বিনতে ওমর ফারুক বলেন, শিক্ষার্থীদের একটা বড় অংশ কুমিল্লা শহরে থাক।নামায নিয়ে তাদের ভোগান্তিটাই বেশি। ক্লাস যদি সকাল -বিকালে হয় তাহলে পর পর দুই ওয়াক্ত সালাত মিস হয়ে যায়,আর শীতকালে ৩ ওয়াক্তই মিস হয়ে যায়। ক্লাস টাইমের ফাঁকে বিবিএ ফ্যাকাল্টির পাঁচ তলা  থেকে নেমে বিজ্ঞান অনুষদে যাওয়া আবার পাঁচ তলা বেয়ে উঠাটা খুবই কষ্টের।

তিনি আরো বলেন, আগে ব্যবসা শিক্ষা অনুষদে একটা নামাজের জায়গা ছিল সেটাতেও তালা ঝুলে এখন। তার উপর বিজ্ঞান অনুষদের  নামাজের জায়গাটি অনেক অপরিষ্কার, ওযু করার জায়গার ট্যাপ নষ্ট, নোংড়া। অর্থাৎ যেই নামাযের জায়গাটা আছে সেটাও অপরিষ্কার।

এ প্রসঙ্গে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা সহযোগী অধ্যাপক ড. মোহা. হাবিবুর রহমান বলেন,
মেয়েদের নামাজ ব্যবস্থার বিষয়টি  আমাদের নজরে আছে। সাবেক  উপাচার্য স্যারকে বিষয়টি জানানো হয়েছিল। যদিও নানান জটিলতায় কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। সম্প্রতি নতুন উপাচার্য স্যারের সঙ্গে আমি এ বিষয়ে কথা বলেছি। দ্রুত পরিবর্তন দেখা যাবে বলে আমি আশাবাদী।


এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, মেয়েদের জন্য নামাজের আলাদা ব্যবস্থা নেই- বিষয়টি খোঁজ নিয়ে আলাদা নামাজে ব্যবস্থা করব, যাতে মেয়েরা ক্যাম্পাসে নামাজ পড়তে পারে।

এমএসএম / জামান

স্কুলে ভর্তিতে ৬৩ শতাংশই কোটা, অভিভাবকদের আপত্তি

বাকৃবিতে গরুর মাংস উৎপাদনে চতুর্থ শিল্পবিপ্লব প্রযুক্তি বিষয়ক কর্মশালা

জকসুর মনোনয়নপত্র বিতরণ শুরু কাল

ইবিতে 'মানবতা ও ইসলাম' শীর্ষক আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত

দুুুই হাজারের অধিক শিক্ষার্থীকে নিয়ে জবি শিবিরের ‘রান উইথ শিবির’ কর্মসূচি

ইবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক কমিটি গঠন

প্রাথমিক শিক্ষকদের কর্মবিরতি শুরু, ৬৫ হাজার স্কুলে ক্লাস বন্ধ

ইবিতে কুরুচিপূর্ণ মন্তব্য করা শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ জমা

জকসু নির্বাচন ছবি যুক্ত ভোটার তালিকার পরিকল্পনা নির্বাচন কমিশনের

ডিজিটাল লেনদেনে আগ্রহ বাড়াতে বাকৃবিতে বাংলাদেশ ব্যাংকের সেমিনার

১৬ নভেম্বর এইচএসসির খাতা পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ

ইবিতে সাংবাদিক লাঞ্চিতের ঘটনায় তিন শিক্ষার্থী বহিষ্কার

জবিস্থ চট্টগ্রাম জেলা ছাত্রকল্যাণের নেতৃত্বে আরাফাত-নোমান