ঢাকা শনিবার, ৪ অক্টোবর, ২০২৫

ঢাবির মুহসীন হল সাহিত্য সংসদের নতুন কমিটি ঘোষণা


পল্লব রানা পারভেজ photo পল্লব রানা পারভেজ
প্রকাশিত: ১৮-৪-২০২২ বিকাল ৫:৪৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসীন হল সাহিত্য সংসদের আগামী এক বছরের জন্য নতুন কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মোস্তফা আকিল ও সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের শিক্ষার্থী ফারহান ইশরাক। 
 
রোববার (১৭ এপ্রিল) হাজী মুহম্মদ মুহসীন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মাসুদুর রহমান কর্তৃক অনুমোদিত এবং সাবেক কমিটির সভাপতি সাখাওয়াত হোসেন শান্ত ও সাধারণ সম্পাদক মতিউর মহসিন সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে উক্ত কমিটি ঘোষণা করা হয়।কমিটিতে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উক্ত হলের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মো. জাফর আলী ও আব্দুর রহমান রাসেল। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন মো. সুজন সরদার ও নাবিল হাসান। এছাড়া সাংগঠনিক সম্পাদক হয়েছেন হারুন অর রশিদ হিমু ও মো. আনন্দ মিয়া। উক্ত কমিটিতে দপ্তর সম্পাদকের দায়িত্ব পালন করবেন সাদেকুর রহমান সানি এবং এতে প্রচার সম্পাদক হিসেবে আছেন শাহারিয়ার নাজিম শাওন। 
 
তাছাড়াও অর্থ সম্পাদক আরিফ হাসান, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক আলী রেজা আল মামুন, নাট্য সম্পাদক আহমেদ হোসেন জনি, তথ্য ও প্রযুক্তি সম্পাদক হযরত আলী, পাঠাগার সম্পাদক খালেদ হাসান শান্ত, বিতর্ক সম্পাদক সাব্বির হোসেন খোকা, পাঠচক্র সম্পাদক সাইফ আল ইহতিশাম, প্রশিক্ষণ সম্পাদক জামিল আহমেদ ও আপ্যায়ন সম্পাদক সবুজ আহমেদ সাগর। আর কার্যনির্বাহী সদস্য হিসেবে উক্ত কমিটিতে আছেন, গোলাম মোস্তফা, আনোয়ার হোসেন রনি, মাসুম বিল্লাহ, সাব্বির হোসেন শিশির, মো. মোজাহিদুল ইসলাম, মো. সিফাত উল্লাহ ও মুশফিকুর রহমান। সদ্য দায়িত্বপ্রাপ্ত সভাপতি মোস্তফা আকিল বলেন, সকলের সহযোগিতায় সাহিত্য সংসদের কার্যক্রমকে এগিয়ে নিয়ে যেতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।
 
সাধারণ সম্পাদক ফারহান ইশরাক বলেন, আমরা বিশ্বাস করি, সাহিত্যের মাঝেই রয়েছে শান্তির সুর। এই সুরকে আমরা পৌঁছে দিতে চাই সকলের মাঝে।উল্লেখ্য যে, 'আত্মার উৎকর্ষ সাধি সাহিত্যের সান্নিধ্যে' এই স্লোগানকে ধারণ করে ২০১৯ সালে যাত্রা শুরু হয় মুহসীন হল সাহিত্য সংসদের।

এমএসএম / এমএসএম

মাতামুহুরি নদীতে গোসলে নেমে সাবেক চবি শিক্ষার্থীর মৃত্যু

রাজনৈতিক দুষ্টচক্র শিক্ষাপ্রতিষ্ঠান দখলে নিয়েছে: শিক্ষা উপদেষ্টা

শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় এনটিআরসিএর বড় সিদ্ধান্ত

সাইবার বুলিং ও নিরাপত্তাহীনতায় চাকসু নির্বাচনে সীমিত নারী প্রার্থীর অংশগ্রহণ

বিশ্ববিদ্যালয় থেকে তত্ত্বাবধায়ক প্রকৌশলীর লক্ষাধিক টাকার টাইলস আত্মসাত

পিডি নিয়োগে প্রথম হয়েও বাদ শেকৃবি অধ্যাপক , নিয়ম ভেঙে প্রকল্প পেলেন সাবেক ছাত্রলীগ নেতা

পবিপ্রবির নতুন উদ্যোগে নারী শিক্ষার্থীদের জন্য স্থায়ী নামাজ রুম

ডিআইইউতে আন্তর্জাতিক সম্মেলনের দ্বিতীয় দিন সম্পন্ন

গণ বিশ্ববিদ্যালয়ের শান্তিপূর্ণ ছাত্র সংসদ নির্বাচনে ভিপি মৃদুল, জিএস রায়হান

আইএফপিআরআই ও সার্ক কৃষি কেন্দ্রের মধ্যে যুক্তরাষ্ট্রে সমঝোতা চুক্তি স্বাক্ষর

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি'তে শুরু হয়েছে আন্তর্জাতিক সম্মেলন BIM 2025

চাকসু নির্বাচনে ব্যালট নম্বর প্রকাশ, আনুষ্ঠানিক প্রচারণা শুরু

গঠনতন্ত্রে নিয়মিত শিক্ষার্থীদের সংযোজন করে ইকসু'র দাবি