ঢাকা বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫

আর্থিক সহায়তা পাচ্ছেন হাবিপ্রবি’র শিক্ষার্থীরা


আবু সাহেব, হাবিপ্রবি photo আবু সাহেব, হাবিপ্রবি
প্রকাশিত: ১৮-৪-২০২২ বিকাল ৫:৪৮
প্রায় চার বছর পরে এনরোলমেন্ট অর্থ সহায়তা পেতে চলেছে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ( হাবিপ্রবি ) অধ্যয়নরত সাধারণ শিক্ষার্থীরা। নির্দিষ্ট নীতিমালা না থাকায় দীর্ঘ সময় হাবিপ্রবি’র শিক্ষার্থীরা এ আর্থিক সহযোগিতা পায়নি বলে বিশ্ববিদ্যালয় প্রশাসন পক্ষ থেকে জানানো হয়। কেবলমাত্র স্নাতক পর্যায়ে অধ্যয়নরত শিক্ষার্থীরা শর্তসাপেক্ষে এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক অধ্যাপক ড. ইমরান পারভেজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়।
 
বিজ্ঞপ্তিতে থেকে জানা যায় যে, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের স্নাতক পর্যায়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ড নীতিমালা-২০২১ অনুযায়ী এ বিশ্ববদ্যালয়ের অস্বচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদেরকে প্রতি বছর দুইবার এনরোলমেন্টের জন্য আর্থিক (আংশিক) সহযোগিতা করা হবে। এ পর্যায়ে জানুয়ারী-জুন ২০২২ সময়কালের এনরোলমেন্ট এর জন্য অর্থ সহায়তা দেওয়া হবে।
 
আবেদনের যোগ্যতা কোনো শিক্ষার্থীকে নিয়মিত অর্থাৎ যে সেমিস্টারের এনরোলমেন্টের অর্থ সহযোগিতার জন্য আবেদন করবে তার পূর্ববর্তী সেমিস্টারের সকল বিষয়ে কৃতকার্য হতে হবে এবং কোন বিষয়ে শর্ট সেমিস্টার থাকলে আবেদন গ্রহণযোগ্য হবে না। বিগত সেমিস্টারের জিপিএ কমপক্ষে ৩.০ থাকতে হবে এবং পিতা-মাতা কিংবা অভিবাবকের বাৎসরিক আয় সর্বোচ্চ ২০০০০০/- (দুই লক্ষ) টাকা বা তার কম হবে "। 
 
দীর্ঘ দিন পর শিক্ষার্থীদের জন্য আর্থিক সহায়তা  ব্যাপারে জানতে চাইলে হাবিপ্রবি’র ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের (ছাপনিবি)  পরিচালক অধ্যাপক ড. ইমরান পারভেজ বলেন, "এনরোলমেন্ট অর্থ সহযোগিতা নিতে আগ্রহী শিক্ষার্থীদের আবেদন আগামী ১২ মে পর্যন্ত নেয়া হবে। অসম্পূর্ণ ও অসত্য আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। তবে আমরা এখনো সিদ্ধান্ত গ্রহণ করিনি কতজন শিক্ষার্থীকে এই আর্থিক সহায়তা দিবো । তবে এনরোলমেন্ট আর্থিক সহায়তার জন্য নির্বাচিত শিক্ষার্থীরা দুই হাজার টাকা করে পাবেন বলে প্রাথমিক ভাবে সিদ্ধান্ত গৃহীত হয়। আমরা সম্ভাব্য ১৫ জুনের মধ্যেই এই অর্থ সহায়তা শিক্ষার্থীদের দিয়ে দিবো। ট্রাস্টিবোর্ডের নীতিমালা চূড়ান্ত না হওয়ায় অনেকটা সময় পেরিয়ে গেছে। তবে এখন থেকে শিক্ষার্থীরা নিয়মিত ভাবেই এ অর্থ সহায়তা পাবে। একজন শিক্ষার্থীকে প্রতিবার বিজ্ঞপ্তি দেয়ার পর শর্তসমূহ পূরণ সাপেক্ষে এই অর্থ সহায়তার জন্য আবেদন করতে হবে। তবে লেভেল-১ সেমিস্টার-১ এর শিক্ষার্থীরা এই আর্থিক সহায়তার জন্য মনোনীত হবে না। পরিশেষে ট্রাস্টিবোর্ডের নীতিমালা সহ সামগ্রীক কাজে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম. কামরুজ্জামান মহোদয় সার্বিকভাবে সহায়তা করায় আমি তাকে ধন্যবাদ জানাচ্ছি "। 
 
এদিকে এনরোলমেন্ট আর্থিক সহায়তার বিজ্ঞপ্তি প্রকাশের পর সন্তোষ প্রকাশ করেছে হাবিপ্রবির শিক্ষার্থীদের একাংশ। বিজ্ঞান অনুষদের শিক্ষার্থী মোঃ রাকিব হাসান বলেন, "এনরোলমেন্ট আর্থিক সহযোগিতা হাবিপ্রবির অস্বচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের অধিকার। দীর্ঘদিন এ আর্থিক সহায়তা না পেয়ে অনেক শিক্ষার্থীকে এনরোলমেন্টের টাকা জমা দেয়ার সময় অনেক কষ্ট করতে হয়েছে। কারণ হাবিপ্রবি’র এনরোলমেন্ট ও হল ক্লিয়ারেন্স নিতে প্রায় প্রতি সেমিস্টারে পাঁচ হাজার টাকা ব্যাংকে জমা দিতে হয় । যা অনেকের পক্ষে অনেক কষ্টসাধ্য। কারণ হাবিপ্রবির শিক্ষার্থীদের একটি অংশ নিম্নমধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা। তবে বর্তমান প্রশাসনের কাছে প্রত্যাশা থাকবে অতীতের ন্যায় যেনো ধনী পরিবারের কোনো শিক্ষার্থী এ অর্থ সহায়তা না পায়। যারা প্রকৃত অস্বচ্ছল এবং মেধাবী শিক্ষার্থী তাদের মাঝেই যাতে এই অর্থ দেয়া হয় "।
 
উল্লেখ্য যে , হর্টিকালচার বিভাগের অধ্যাপক মো. তারিকুল ইসলাম ছাপনিবির পরিচালক থাকাকালীন সময় থেকে চার শতাধিক শিক্ষার্থী এ আর্থিক সহায়তা পাওয়া শুরু করে। সর্বশেষ ছাপনিবির পরিচালক অধ্যাপক মোহাম্মদ রাজিব হাসান এই আর্থিক সহায়তা দেয়ার পর নানা জটিলতায় আটকে ছিলো এনরোলমেন্ট আর্থিক সহায়তা।

এমএসএম / এমএসএম

জাবি শিক্ষার্থীদের ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলে আগুন

জবিস্থ চুয়াডাঙ্গা জেলা ছাত্রকল্যাণ পরিষদ নির্বাচন: সাধারণ সম্পাদক পদে তরিকুল ইসলামের ইশতেহার ঘোষণা

মাংসের খাটিয়ায় কুকুর, ছবি তুলতেই সাংবাদিককে হুমকি

ইবি'র ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

ঢাবির একাডেমিক কার্যক্রম ২ সপ্তাহ বন্ধ, হল ত্যাগের নির্দেশ

ভিকারুননিসায় রোববারের প্রথম-নবম শ্রেণির বার্ষিক পরীক্ষা স্থগিত

ইবি'র ৪৭তম জন্মিদনে নানা কর্মসূচি গ্রহণ

জকসু নিয়ে কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য পদপ্রার্থী অবন্তির ভাবনা

জকসু নিয়ে কেন্দ্রীয় পাঠাগার ও সেমিনার সম্পাদক পদপ্রার্থী ইমনের ভাবনা

ছাত্রদলের উদ্যোগে সুবিধাবঞ্চিত ও ছিন্নমূল শিশুদের সাপ্তাহিক স্কুল উদ্বোধন

শেকৃবিতে নিয়োগে আওয়ামী পুনর্বাসন, এলাকাপ্রীতি ও অর্থ লেনদেনের অভিযোগ

উত্তরায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন