ঢাকা বৃহষ্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫

আরো কয়েক দিন থাকবে তাপপ্রবাহ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৬-৪-২০২২ দুপুর ১০:৪০

দেশের বিভিন্ন অঞ্চলে বয়ে চলেছে তাপদাহ। এতে ভোগান্তি নেমে এসেছে জনজীবনে। বিশেষ করে রমজানে তীব্র গরমে অস্বস্তিতে পড়েছে মানুষেরা। আবহাওয়া অফিস জানিয়েছে, এই তাপপ্রবাহ আরো কয়েক দিন অব্যাহত থাকতে পারে।

সাধারণত ৪০ ডিগ্রি সেলসিয়াসের ওপরে তাপমাত্রা হলে সেটা তীব্র তাপদাহের পর্যায়ে পড়ে। সেই হিসেবে চার জেলায় বইছে তীব্র তাপদাহ। চার জেলা হলো- রাজশাহী, পাবনা, যশোর ও চুয়াডাঙ্গা। এর মধ্যে রাজশাহী, ঈশ্বরদী ও চুয়াডাঙ্গায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এ ছাড়া মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ ছিল- বরিশাল, পটুয়াখালী, দিনাজপুর, নীলফামারী ও রাঙামাটি অঞ্চলসহ ঢাকা, রাজশাহী ও খুলনা বিভাগে। তবে আগামী দু-তিন তাপমাত্রা কমার কোনো সুখবর দিতে পারেনি আবহাওয়া অফিস।

আবহাওয়াবিদ হাফিজুর রহমান বলেন, বর্তমানে যে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, এর চেয়ে অবস্থা খারাপ হওয়ার সম্ভাবনা নেই। আবার আগামী দু-তিন দিন তাপপ্রবাহ কমারও সম্ভাবনা নেই। এখন যে মৌসুম তাতে গরম থাকবেই। আবার বৃষ্টিও হবে, তখন তাপমাত্রা কিছুটা কমবে। সপ্তাহের শেষ নাগাদ এই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, মঙ্গলবারও একই ধরনের তাপমাত্রা অব্যাহত থাকতে পারে। এ ছাড়া ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় কাল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

এদিকে, টানা চার দিন চুয়াডাঙ্গা জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মাঝারি ও তীব্র তাপপ্রবাহ। দুদিন ধরে ৪১ ডিগ্রি তাপমাত্রা রয়েছে চুয়াডাঙ্গায়। এ অবস্থায় জীবনযাত্রা দুর্বিষহ হয়ে পড়েছে। সকাল ১০টার পর থেকে তীব্র তাপে বাইরে চলাচল কষ্টসাধ্য হয়ে পড়েছে। এই অবস্থা ছিল সারা দিন। সন্ধ্যার পর থেকে প্রায় সারা রাত থাকছে গরম অনুভূতি।

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সামাদুল হক জানান, গত শুক্র, শনি ও রবিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় চুয়াডাঙ্গায়। সোমবারও ছিল তীব্র গরম ও তাপপ্রবাহ। রবি ও সোমবার তীব্র তাপপ্রবাহ বয়ে গেছে চুয়াডাঙ্গার ওপর দিয়ে। এ অবস্থা আরো কয়েক দিন থাকতে পারে।

সোমবার বিকেল ৫টায় রাজশাহীর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪১ ডিগ্রি সেলসিয়াস। এর আগের দিন তাপমাত্রা ছিল ৪০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। রাজশাহীর আকাশ পরিষ্কার রয়েছে। ফলে কয়েক দিনের মধ্যে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই।

জামান / জামান

ভোলায় গ্যাসভিত্তিক বৃহৎ শিল্পাঞ্চল গড়ার পথে সরকার

এলজিইডির প্রধান প্রকৌশলী জাবেদ করিমের গ্রেড–৩ থেকে গ্রেড–২ এ পদোন্নতি

পরীক্ষা বর্জনের ঘোষণা ৪৭তম বিসিএস পরীক্ষার্থীদের

লটারিতে ৬৪ জেলার এসপি পদায়ন করলো সরকার

সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত : সিইসি

আগুনে ভস্মীভূত ঘর, দাঁড়িয়ে আছে শুধু সিঁড়িটি

বাংলাদেশে অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায় জার্মানি

মাসের পর মাসের চেষ্টায় জমেছিল দেড় লাখ টাকা, আগুনে সব শেষ

৫ ঘণ্টা পর কড়াইল বস্তির আগুন নিয়ন্ত্রণে

বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুনের কারণ শর্ট সার্কিট : প্রেস সচিব

যানজটে ৪০ মিনিট পর ঘটনাস্থলে ফায়ার সার্ভিস, কাজ করছে ৭ ইউনিট

দুদককে চাপ প্রয়োগ করলে তালিকা প্রকাশ করা হবে : দুদক চেয়ারম্যান

পর্যবেক্ষকদের নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের আহ্বান সিইসির