ঢাকা বৃহষ্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫

ঈদযাত্রা : দুই ঘণ্টা দেরিতে ছাড়ল নীলসাগর এক্সপ্রেস


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৮-৪-২০২২ দুপুর ১১:৩০

ঈদযাত্রার দ্বিতীয় দিনে রাজধানীর কমলাপুর স্টেশন থেকে বিভিন্ন গন্তব্যে যাত্রা করা অধিকাংশ ট্রেনই নির্ধারিত সময়ে ছেড়ে গেছে। এতে ওই সব ট্রেনের যাত্রীদের মধ্যে উচ্ছ্বাস দেখা গেছে। তবে উত্তরবঙ্গগামী নীলসাগর এক্সপ্রেস বেশ বিলম্বে স্টেশন ছেড়েছে। এতে ট্রেনটির যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হয়েছে। নির্ধারিত সময়ে ট্রেন প্লাটফর্মে না আসায় যাত্রীদের গাদাগাদি করে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয় প্লাটফর্মে। ভ্যাপসা গরমে ট্রেনের জন্য এমন অপেক্ষা আরো অসহনীয় হয়ে ওঠে। এ নিয়ে ক্ষোভ জানিয়েছেন যাত্রীরা।

জানা গেছে, বৃহস্পতিবার (২৮ এপ্রিল) সকাল ৬টা ৪০ মিনিটে কমলাপুর স্টেশন থেকে চিলাহাটির উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা ছিল নীলসাগর এক্সপ্রেসের। তবে ট্রেনটি সকাল ৮টা ৫২ মিনিটে চিলাহাটির উদ্দেশ্যে যাত্রা করে। অর্থাৎ ২ ঘণ্টা ১২ মিনিট বিলম্বে কমলাপুর স্টেশন ছেড়ে যায় নীলসাগর এক্সপ্রেস। এছাড়া চট্টগ্রাম অভিমুখী কর্ণফুলী কমিউটার ট্রেনটি সকাল ৮টা ৪৫ মিনিটে স্টেশন ছাড়ার কথা থাকলেও যথাসময়ে ছাড়েনি।

ঈদযাত্রার শুরুর দিন থেকেই বিলম্বে ট্রেন ছাড়া নিয়ে ক্ষুব্ধ যাত্রীরা। টিকিট বিক্রিতে অব্যবস্থাপনার পর ট্রেনের শিডিউল বিপর্যয়ের পেছনে রেলওয়ের চরম অব্যবস্থাপনাকে দায়ী করেছেন।

নীলসাগর এক্সপ্রেসে যাত্রা করা মায়দুল ইসলাম জানান, ভোরে সেহরি ও নামাজ শেষ করেই বাসা থেকে স্টেশনের উদ্দেশ্যে রওনা করি। নির্ধারিত সময়ের বেশ আগেই স্টেশনে পৌঁছেছি। তবে প্ল্যাটফর্মে ট্রেনই এসেছে দেরিতে। এ গরমে বাচ্চা ও বয়স্ক মাকে নিয়ে চরম বিপাকে পড়েছি। আমাদের এ ভোগান্তি দেখার কেউ নেই। রেলওয়ের এ অব্যবস্থাপনা আর কবে ঠিক হবে?

হাসান হাবিব নামে আরেক যাত্রী জানান, সড়কের ভোগান্তির কথা ভেবে অনেক যুদ্ধ করে ট্রেনের টিকিট কিনেছিলাম। এখন দেখি এখানে (ট্রেনে) ভোগান্তির শেষ নেই। সময়ের ট্রেন সময়ে আসে না। একদিকে গরম, অন্যদিকে স্টেশনের ভেতরে টয়লেট ব্যবহারের ব্যবস্থা নেই। তাহলে কীভাবে রেলওয়ে কর্তৃপক্ষ আধুনিক সেবা নিশ্চিত করবে?

তবে এদিন সকালে কমলাপুর স্টেশন থেকে ছেড়ে যাওয়া অধিকাংশ ট্রেনই তুলনামূলক নির্দিষ্ট সময়ে ছেড়ে গেছে। কয়েকটি ট্রেন নির্ধারিত সময়ের আগে প্ল্যাটফর্মে এসে থামতে দেখা যায়। এসব ট্রেনের যাত্রীদের মধ্যে উচ্ছ্বাস দেখা গেছে।

রেলওয়ে সূত্রে জানা গেছে, ঈদ উদযাপন করতে এবার ট্রেনযোগে ঢাকা থেকে দেশের বিভিন্ন গন্তব্যে যাত্রা করবেন ৫৩ হাজার মানুষ। এরমধ্যে আন্তঃনগর ট্রেনে আসন রয়েছে প্রায় ২৭ হাজার।

এদিকে, গতকাল বুধবার (২৭ এপ্রিল) ঈদযাত্রার প্রথমদিনে সকালেই তিনটি ট্রেন বিলম্বে স্টেশন ছেড়ে যায়। এসব ট্রেনের মধ্য সবচেয়ে বেশি বিলম্ব ছেড়ে যায় রংপুর এক্সপ্রেস ও ধূমকেতু এক্সপ্রেস। এছাড়া বিলম্বে স্টেশন ছেড়ে যায় সুন্দরবন এক্সপ্রেসও।

গত ২৩ এপ্রিল থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়। পরদিন ২৪ এপ্রিল ২৮ এপ্রিলের টিকিট দেওয়া হয়, ২৫ এপ্রিল দেওয়া হয় ২৯ এপ্রিলের টিকিট, ২৬ এপ্রিল দেওয়া হয় ৩০ এপ্রিলের টিকিট। আর ২৭ এপ্রিল দেওয়া হয় ১ মে’র টিকিট। এবার ঈদযাত্রা শেষে ট্রেনের ফিরতি টিকিট ১ মে থেকে বিক্রি শুরু হবে।

জামান / জামান

ভোলায় গ্যাসভিত্তিক বৃহৎ শিল্পাঞ্চল গড়ার পথে সরকার

এলজিইডির প্রধান প্রকৌশলী জাবেদ করিমের গ্রেড–৩ থেকে গ্রেড–২ এ পদোন্নতি

পরীক্ষা বর্জনের ঘোষণা ৪৭তম বিসিএস পরীক্ষার্থীদের

লটারিতে ৬৪ জেলার এসপি পদায়ন করলো সরকার

সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত : সিইসি

আগুনে ভস্মীভূত ঘর, দাঁড়িয়ে আছে শুধু সিঁড়িটি

বাংলাদেশে অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায় জার্মানি

মাসের পর মাসের চেষ্টায় জমেছিল দেড় লাখ টাকা, আগুনে সব শেষ

৫ ঘণ্টা পর কড়াইল বস্তির আগুন নিয়ন্ত্রণে

বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুনের কারণ শর্ট সার্কিট : প্রেস সচিব

যানজটে ৪০ মিনিট পর ঘটনাস্থলে ফায়ার সার্ভিস, কাজ করছে ৭ ইউনিট

দুদককে চাপ প্রয়োগ করলে তালিকা প্রকাশ করা হবে : দুদক চেয়ারম্যান

পর্যবেক্ষকদের নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের আহ্বান সিইসির