ঢাকা বৃহষ্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫

যাত্রী সংকটে গাবতলীতে বাতিল হচ্ছে বাসের সিডিউল


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৮-৪-২০২২ দুপুর ১:৪৭

ঈদের বাকি আর মাত্র তিন-চার দিন। এ সময়ে পরিবার-পরিজনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে নাড়ির টানে বাড়ি ফিরছেন ঢাকাবাসী। প্রতি বছর ঈদ ঘিরে দেশের প্রতিটি যাতায়াত মাধ্যমে থাকে উপচেপড়া ভিড়। এ বছরের চিত্রও ব্যতিক্রম নয়। তবে বৃহস্পতিবার (২৮ এপ্রিল) সকালে রাজধানীর গাবতলী বাসস্ট্যান্ডে দেখা গেছে ভিন্নচিত্র। সেখানে যাত্রীচাপ নেই। কাউন্টারগুলোও প্রায় ফাঁকা। যাত্রী সংকটে কিছু কিছু দূরপাল্লার বাসের সিডিউল বাতিল করা হচ্ছে।

পরিবহন সংশ্লিষ্টরা জানিয়েছেন, ঈদের সরকারি ছুটি শুরু হচ্ছে বৃহস্পতিবার। গত কয়েক দিন যাত্রীর চাপ তেমন ছিল না। তবে আজ বিকেলের পর থেকে টিকিট কাউন্টারে ঈদযাত্রীদের চাপ বাড়বে।

গাবতলীতে দক্ষিণাঞ্চলে চলাচলরত গোল্ডেন লাইন বাসের কাউন্টারের ম্যানেজার জানান, যাত্রীসংখ্যা খুবই কম। তাই সকাল থেকে তিনটি বাস সিট খালি রেখে ছাড়তে হয়েছে। ৪০ সিটের বাসে অর্ধেকে সিটই ফাঁকা, যে কারণে দিনের বেলা আর কোনো বাস না ছাড়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

মিরপুরের বাসিন্দা শিক্ষার্থী তামিম গ্রামের বাড়ি খুলনায় যেতে আজ সকালে গাবতলী বাসস্ট্যান্ডে আসেন। তিনি গত ২৫ এপ্রিল অনলাইনে সোহাগ পরিবহন থেকে খুলনার টিকিট সংগ্রহ করেছেন। তামিম জানান, ভেবেছিলাম বাসস্ট্যান্ড অনেক ভিড় হবে। কিন্তু এখানে এসে উল্টোটা দেখলাম। মানুষের ভিড় কম থাকায় এক রকম ভালোই লাগছে। ঈদের আগে এ ধরনের ঢিলেঢালা চিত্র আগে দেখিনি।

ঘরমুখী আরেক যাত্রী জানান, একদিন আগে ছুটি পাওয়ায় পরিবার নিয়ে রংপুরে দেশের বাড়িতে ঈদ করতে যাচ্ছি। গাবতলীতে এসে ডিপজল এন্টারপ্রাইজ থেকে রংপুরের টিকিট নিয়েছি। স্বাভাবিক সময়ের তুলনায় ভাড়া কিছুটা বেশি দিয়ে টিকিট সংগ্রহ করতে হয়েছে। তবে টিকিট পেতে কোনো ভোগান্তি হয়নি।

ডিপজল কাউন্টারের টিকিট বিক্রেতা সেন্টু মিয়া জানান, পর্যাপ্ত যাত্রী না থাকায় দিনের বাসের সিডিউল বাতিল করা হচ্ছে। টিকিট বিক্রি হওয়ার পর বাস ছাড়ার সিডিউল করা হচ্ছে। যাত্রীদের যেন কোনো ধরনের হয়রানিতে পড়তে না হয়, সেজন্যই এমন সিদ্ধান্ত।

এদিকে সকালে বাসস্ট্যান্ডে এমন অনেককেই দেখা গেছে, যারা শুক্র ও শনিবারের ঈদযাত্রার টিকিট সংগ্রহ করতে এসেছেন। তবে বেশিরভাগ পরিবহনের তিন দিনের অগ্রিম টিকিট বিক্রি হয়ে গেছে।

গতকাল বুধবার থেকে ট্রেনে ঈদযাত্রা শুরু হয়েছে। প্রথম দিনের মতো দ্বিতীয় দিন বৃহস্পতিবার সকাল থেকে কমলাপুর রেলওয়ে স্টেশনে যাত্রীদের উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে। এরই মধ্যে দেশের দক্ষিণাঞ্চলের মানুষের চাপ বাড়ছে সদরঘাট লঞ্চ টার্মিনালেও।

জামান / জামান

ভোলায় গ্যাসভিত্তিক বৃহৎ শিল্পাঞ্চল গড়ার পথে সরকার

এলজিইডির প্রধান প্রকৌশলী জাবেদ করিমের গ্রেড–৩ থেকে গ্রেড–২ এ পদোন্নতি

পরীক্ষা বর্জনের ঘোষণা ৪৭তম বিসিএস পরীক্ষার্থীদের

লটারিতে ৬৪ জেলার এসপি পদায়ন করলো সরকার

সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত : সিইসি

আগুনে ভস্মীভূত ঘর, দাঁড়িয়ে আছে শুধু সিঁড়িটি

বাংলাদেশে অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায় জার্মানি

মাসের পর মাসের চেষ্টায় জমেছিল দেড় লাখ টাকা, আগুনে সব শেষ

৫ ঘণ্টা পর কড়াইল বস্তির আগুন নিয়ন্ত্রণে

বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুনের কারণ শর্ট সার্কিট : প্রেস সচিব

যানজটে ৪০ মিনিট পর ঘটনাস্থলে ফায়ার সার্ভিস, কাজ করছে ৭ ইউনিট

দুদককে চাপ প্রয়োগ করলে তালিকা প্রকাশ করা হবে : দুদক চেয়ারম্যান

পর্যবেক্ষকদের নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের আহ্বান সিইসির