"দেয়ার ইজ নো আনইম্পলয়মেন্ট"
প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান বলেন, সেমিনারের মূল প্রবন্ধ উপস্থাপনে বলা হয়েছিল বেকারত্বের কথা। আমি কিন্তু বার বার একটা কথা বলে আসছি , আমি মনে করি বাংলাদেশে দেয়ার ইজ নো আন এম্পলয়মেন্ট। আজকে গার্মেন্টে আপনারা জানেন অনেক বেশি অর্ডার আসতেছে। গার্মেন্টস ইন্ডাস্ট্রির বড় চ্যালেঞ্জ হচ্ছে তারা এখন শ্রমিক পাচ্ছে না। আমার কাছে বিজিএমই-এর নেতৃবৃন্দ বলছে, জর্ডানে পোশাক কারখানায় আমাদের শ্রমিকগুলো নিয়ে যাওয়া হচ্ছে। আপনি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়কে বলেন এটা বন্ধ করতে। কারণ আমরা পোশাক কারখানায় শ্রমিক পাচ্ছি না।‘
বুধবার (১১ মে) নগরীরর বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) মাল্টি পারপাস হলে অনুষ্ঠিত `আইসিটি ফ্রিল্যান্সিং ইন বাংলাদেশ: প্রেজেন্ট স্ট্যাটাস, চ্যালেঞ্জিং অ্যান্ড অপারচুনিটি’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের আওতাধীন জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (এনএসডিএ) সেমিনারের আয়োজন করে।
প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান বলেন, আপনারা জানেন ফসল ঘরে তোলার সময় শ্রমিক পাচ্ছি না। গতবার মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় ছাত্রলীগ, যুবলীগ কৃষকদের সহায়তা করেছে। আমাদের গ্রামীণ অঞ্চলে ইউনিয়ণ লেভেলে অনেক উন্নত হচ্ছে। সেখানে ইভেন্টমেনেজ মেন্ট, কমিউ পেটশপ ও বিউটিপার্লার হচ্ছে।’
বেকারত্ব প্রসঙ্গে তিনি বলেন, 'আন এম্পলয়মেন্ট কোথায় আছে? যারা ইউনিভার্সিটি থেকে ডিগ্রি নিয়ে ছে তারা এখন বসে সরকারকে বলছে চাকরি দাও। আমার কথা হচ্ছে ভাই আপনারা ডিগ্রি নেয়ার আগে চিন্তা করেন নাই কি ক্যারিয়ার গড়বেন? ডাক্তার, ইঞ্জিনিয়ার, অ্যাকাউন্টটেন্ট ডিগ্রি নেয় তাদের তো চাকরি পায়তে কোন অসুবিধা হয় না। তারা ইজিলি চাকরি পেয়ে যাচ্ছে। বিদেশে সবাই কিন্তু ডিগ্রি নিতে যায় না। অকেশনাল একটা ডিপ্লোমা নিয়ে প্রফেশনালে চলে যায়। অনেক ভোকেশনাল ট্রেনিং ও ডিপ্লোমা ট্রেনিং আছে এটা নিয়েও কাজ করা যায়। আমাদের আননেসাসারি ইউনিভার্সিটি থেকে ডিগ্রি নিয়ে অনেকে চাকরি পাচ্ছি না। আরেক টা সমস্যা হয় আমি যদি ইউনিভার্সিটি গ্রাজুয়েট হয়ে যায় তখন আমি অন্যকোন কাজ করতে পারছি না। আমি ইউনিভার্সিটি গ্রাজুয়েট আমাকে ঐ ধরণের একটা কাজ দিতে হবে। তবে এগুলো নিয়ে আমরা অনেক কাজ করছি, সবাই যেন কাজ করতে পারে। আমরা ফ্রিল্যান্সিংটাকে ভালোভাবে নিয়ে যেতে চায়।’
ফ্রিল্যান্সিংয়ে আয় বাড়ছে জানিয়ে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা বলেন, আমরা ফ্রিল্যান্সারদের সকল সমস্যা সমাধান করেছি। এখন সমস্যার কথা কেউ বলছে না। বর্তমানে ফ্রিল্যান্সাররা ১ বিলিয়ন ডলার আয় করছে। আমরা ৪০০ মিলিয়ন মার্কিন ডলার অফিসিয়ালি পেয়েছি। প্রথম টাকা ব্যাংকের মাধ্যমে আনা যেত না। বিদেশি আত্মীয় কাছ থেকে নিতে হতো। টাকা অফিসিয়ালভাবে আসছে না। তবে আমরা ফ্রিল্যান্সার বান্ধব পরিবেশ তৈরি করেছি। এখন অনেক টাকা অফিসিয়ালভাবে আসছে না। যেহেতু সরকার পরিবেশ তৈরি করেছে ফ্রিল্যান্সারদের জন্য। এখন ব্যাংকের মাধ্যমে যেভাবে ফ্রিল্যান্সারদের আয় বাড়ছে ২ থেকে ৩ বছরের মধ্যে এটা ২ থেকে ৩ বিলিয়ন ডলার হয়ে যাবে। অনেকে ২০৪১ সালের কথা বলছে যে এই সময়ে ১০ বিলিয়ন মার্কিন ডলার আয় হবে। তবে আমরা বলছি এতাদিন অপেক্ষা করা লাগবে না আমি আশাবাদি ২০২৫-২৬ এ ১০ বিলিয়ন ডলার আয় করতে পারবো ফ্রিল্যান্সিংয়ে। আমি মনে করি গার্মেন্ট খাতের পরে ফ্রিল্যান্সিং খাত হবে।
সালমান ফজলুর রহমান বলেন, ভালো লাগছে অনেক সমস্যা হ্যান্ডেল হয়ে গেছে। সরকারের কাজ হলো অনুকুল পরিবেশ করে দেয়া হবে। প্রধানমন্ত্রী যখন ৯৬ সালে প্রথম ক্ষমতায় এসেছেন। টেলিভিশন, ব্যাংক, ইন্সুরেন্স। প্রথমমন্ত্রী এগুলো বেসরকারি খাতে ছেড়ে দিয়েছে।
বিশেষ অতিথির বক্তব্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম পিএএ বলেন, ৬৪টি জেলায় শেখ কামাল আইটি সেন্টার হবে। এখানে ফ্রিল্যান্সারদের আলাদা স্পেস বরাদ্দ দেয়া হবে। প্রতিটা স্কুলে শেখ রাসেল ডিজিটাল ল্যাব দিচ্ছি। তৃণমুল থেকে আইসিটি শিক্ষা এগিয়ে নিচ্ছি। আমার ফ্রিল্যান্সারদের জন্য ট্রেনিংয়ের ব্যবস্থা করছি। ফ্রিল্যান্সারদের জন্য একটা পৃথক পলিসি বা গাইড লাইন দরকার। পলিসি সাপোর্ট থাকলে ফ্রিল্যান্সাররা আরও এগিয়ে যাবে। তাদের জন্য একটা কোর্সেরও ব্যবস্থা করেছি।’
সেমিনারে সভাপতির বক্তেব্যে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান(সচিব) দুলাল কৃষ্ণ সাহা বলেন, আমি এই প্রতিষ্ঠানে যোগদানের ১৫ দিনের মাথায় নির্দেশনা আসে ফ্রিল্যান্সারদের সনদ দেয়ার জন্য। আমরা সেই কাজটা এখন এগিয়ে নিচ্ছি। এখন চাইলে ঘরে বসে অনলাইনের মাধ্যমে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের কাছে সনদের জন্য আবেদন করা যায়। অনেকে এখানে আবেদন করছে এবং সনদ পাচ্ছেন। আমাদের শিক্ষিত বেকার আছে, আমাদের তরুণ জনগোষ্টী আছে। েএই শক্তি কাজে লাগিয়ে সোনার বাংলা তৈরি হবে।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করে বাংলাদেশ ফ্রিল্যান্সার ডেভেলপমেন্ট সোসাইটি’র চেয়ারম্যান ডা. তানজিবা রহমান বলেন, ফ্রিল্যান্সারের ৭০ শতাংশ তরুণ। এটা কাজে লাগাতে চায়। আমরা ৭৫ শতাংশ বেকার তরুণ আছে তাদের মধ্যে ৪০ শতাংশ যদি ফ্রিল্যান্সিং করেন তাহলে দেশ আরও এগিয়ে যাবে। গ্লোবাল মার্কেটিং সাইজ বড় দিন দিন বাড়ছে। আমাদের তরুণরা এটার ভাগ বসাতে চায়। গ্লোবাল মার্কেটে আমাদের পদচারণা বাড়াতে পারি। আমরা সেকেন্ড লার্জেস্ট ফ্রিল্যান্সার সাপ্লায়ার।
তিনি বলেন, বর্তমানে বাংলাদেশের ফ্রিল্যান্সাররা কতটুকু অর্জন করেছি। আমরা খুব কমন স্কিলে কাজ করি। যে স্কিলে কাজ করার দরকার সেগুলো করছি না। খুব শিগরই ৭০ জন ফ্রিল্যান্সার আমাদের প্রধানমন্ত্রীর কাছ থেকে স্বৃীকৃতি পেতে যাচ্ছেন। এটা আমাদের জন্য চমৎকার একটা পাওয়া। আমাদের প্রধানমন্ত্রী বলেন নিজের বস নিজেই হতে হবে।
এসময় বাংলাদেশ ব্যাংকের জেনারেল ম্যানেজার মোঃ মেজবাউল হক, বুয়েটের কম্পিঊটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ মাহফুজুল ইসলাম উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারে দক্ষ জনশক্তির ক্রমবর্ধমান চাহিদা/প্রয়োজনীয়তা বাংলাদেশের সামনে বিপুল সম্ভাবনা তৈরি করেছে। দেশের বিশাল যুব জনগোষ্ঠীকে বিদ্যমান ও সম্ভাবনাময় পেশাসমূহে উপযুক্ত প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে গড়ে তোলার মাধ্যমে তাদের কর্মসংস্থান নিশ্চিত করা যায়। দেশের বিপুল জনশক্তির কর্মসংস্থান তৈরিতে ফ্রিল্যান্সিং একটি নতুন দুয়ার উন্মোচন করেছে। বাংলাদেশের ফ্রিল্যান্সারগণ প্রতি বছর বড় অঙ্কের মার্কিন ডলার বৈদেশিক মুদ্রা অর্জন করছেন। কিন্তু এ পর্যন্ত ফ্রিল্যান্সিংকে পেশা হিসেবে স্বীকৃতি প্রদান করা হয়নি। জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (এনএসডিএ) ফ্রিল্যান্সিংকে পেশা হিসেবে স্বীকৃতি প্রদানসহ এর সামাজিক ও অর্থনৈতিক গুরুত্ব অনুধাবন করে ফ্রিল্যান্সারদের রেজিস্ট্রেশন ও সনদায়নের উদ্যোগ গ্রহণ করেছে যা দেশের অর্থনৈতিক উন্নয়ন এবং রেমিটেন্স বৃদ্ধিসহ ফ্রিল্যান্সারদের সামাজিক ও পেশাগত মর্যাদা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখবে।
এমএসএম / সাদিক পলাশ
ভোলায় গ্যাসভিত্তিক বৃহৎ শিল্পাঞ্চল গড়ার পথে সরকার
এলজিইডির প্রধান প্রকৌশলী জাবেদ করিমের গ্রেড–৩ থেকে গ্রেড–২ এ পদোন্নতি
পরীক্ষা বর্জনের ঘোষণা ৪৭তম বিসিএস পরীক্ষার্থীদের
লটারিতে ৬৪ জেলার এসপি পদায়ন করলো সরকার
সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত : সিইসি
আগুনে ভস্মীভূত ঘর, দাঁড়িয়ে আছে শুধু সিঁড়িটি
বাংলাদেশে অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায় জার্মানি
মাসের পর মাসের চেষ্টায় জমেছিল দেড় লাখ টাকা, আগুনে সব শেষ
৫ ঘণ্টা পর কড়াইল বস্তির আগুন নিয়ন্ত্রণে
বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুনের কারণ শর্ট সার্কিট : প্রেস সচিব
যানজটে ৪০ মিনিট পর ঘটনাস্থলে ফায়ার সার্ভিস, কাজ করছে ৭ ইউনিট
দুদককে চাপ প্রয়োগ করলে তালিকা প্রকাশ করা হবে : দুদক চেয়ারম্যান