খোলামেলা ছবি দিয়ে শ্রীময়ী: বিনোদন দিতে পারলে মন্দ কী
আবারও আলোচনায় কলকাতার অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ। জনপ্রিয় অভিনেতা কাঞ্চন মল্লিকের সঙ্গে সম্পর্কের গুঞ্জনে নতুন মাত্রা দিয়েছেন তিনি। কাঞ্চনের সঙ্গে ঘনিষ্ঠ ছবি শেয়ার করেছেন। আবার অভিনেতার পার্টিতে বিশেষ অতিথি হিসেবেও হাজির হন।
এবার খোলামেলা ছবি দিয়ে খবরের শিরোনামে এলেন শ্রীময়ী। ইনস্টাগ্রামে তিনি একটি ছবি শেয়ার করেছেন, যেখানে তিনি ভেজা শরীরে বসে আছেন বাথটাবে। তার পরনে কেবল অন্তর্বাস। ছবির সঙ্গে অভিনেত্রী লিখেছেন, ‘আরও সাহসী হও, নিজের মতো হয়ে ওঠো’।
প্রশ্ন উঠছে, নিজেকে আলোচনায় রাখতেই কি এমন ছবি দিচ্ছেন? জবাবে শ্রীময়ী বলেন, ‘না চাইলেও আমায় নিয়ে চর্চা হবে। খবর হবে সংবাদমাধ্যমে। চোখে পড়ে সব। আগে খারাপ লাগত। এখন মানিয়ে নিয়েছি। নিজেকে বোঝাই, অকারণ চর্চায় থেকে বিনোদন জোগাতে পারলে মন্দ কী? এতে যদি কিছু মানুষ খুশি হন তো হবেন! ধরে নিন, এটাই আমার সাহসিকতা!’
কাঞ্চন মল্লিকের জন্মদিনের পার্টিতে অংশ নেয়ার বিষয়েও তার কাছে জানতে চাওয়া হয়। যেই পার্টিতে কাঞ্চনের স্ত্রী পিঙ্কি পর্যন্ত ছিলেন না, সেখানে শ্রীময়ী কীভাবে হাজির হলেন? এ বিষয়ে তিনি বলেন, ‘‘পিঙ্কিদি কেন আসেননি সেটা কাঞ্চনদা বুঝবেন। আমার তো বোঝার কথা নয়! আমি আমন্ত্রিত ছিলাম। নিমন্ত্রণ রক্ষা করেছি মাত্র।’
কাঞ্চনের সঙ্গে প্রেমের গুঞ্জন থাকলেও শ্রীময়ী কেবল বন্ধুত্ব বলেই দাবি করছেন। তিনি জানালেন, কাঞ্চনের সঙ্গে তার যেই সম্পর্ক, সেটা সবসময় অটুট থাকবে। এমনকি কাঞ্চন যদি আগামীতে আরও একাধিক সম্পর্কে লিপ্ত হন, তবুও তার বন্ধু হয়ে থাকবেন তিনি।
এমএসএম / এমএসএম
নতুন লুকে ঝড় তুললেন প্রিয়াঙ্কা
বিলাল-হানিয়া অভিনীত নাটকে নেটিজেনদের মিশ্র প্রতিক্রিয়া
জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জের পুরস্কার পেলেন তৌসিফ
‘বৈবাহিক সম্পর্কেরও মেয়াদ থাকা জরুরি’
পিরিয়ড নিয়ে মন্তব্যে বিপাকে রাশমিকা
তোমাকে ছাড়া একটা দিনও থাকতে পারবো না : মিমি
মিস ইউনিভার্সে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন মিথিলা
মেয়েদের নিয়ে নোংরামি ছড়ানো মানসিক অসুস্থতা: স্পর্শিয়া
একই মঞ্চে বাপ্পা মজুমদার ও মেহজাবীন মেহা
হলুদের ছোঁয়ায় নিজেকে রাঙালেন স্পর্শিয়া
শুভর নতুন গানের মডেল লিমা
‘ছাগলের তিন নাম্বার বাচ্চা থেকে আজ নায়ক হয়েছি’