বড় পতনের পর ঊর্ধ্বমুখী ব্যাংক-বীমার শেয়ারদর

বুধবারের বড় দরপতনের পর বৃহস্পতিবার (২৪ জুন) ঘুরে দাঁড়িয়েছে শেয়ারবাজারের সূচক। যদিও সকাল ১০টায় লেনদেন শুরুর প্রথম আধা ঘণ্টায় ব্যাংক-বীমার শেয়ারদরের ওঠানামায় সূচকেও বড় ধরনের অস্থিরতা ছিল। ব্যাংক-বীমার শেয়ারদর বাড়তে শুরু করলে সূচকও ঊর্ধ্বমুখী হয়। কিন্তু অন্য বেশিরভাগ খাতের অধিকাংশ শেয়ার দর হারিয়ে কেনা-বেচা হয়েছে।
বৃহস্পতিবার দুপুর ১টায় দিনের লেনদেনের প্রথম তিন ঘণ্টা শেষে প্রধান শেয়ারবাজার ডিএসইর প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৪৫ পয়েন্ট বেড়ে ৬০৮১ পয়েন্টে অবস্থান করতে দেখা গেছে। যদিও সকাল ১০টায় লেনদেন শুরুর ১৬ মিনিট পর সূচকটি গতকালের তুলনায় ২৭ পয়েন্ট বেড়ে ৬০৬২ পয়েন্টে উঠেছিল। এর পরের ২০ মিনিটে সূচকটি আগের অবস্থান থেকে ৬২ পয়েন্ট হারিয়ে ৬০০০ পয়েন্টে নামে।
সকাল ১০টা ৩৫ মিনিটের পর থেকে ব্যাংক ও বীমার অধিকাংশ শেয়ারের দরবৃদ্ধি পেতে থাকলে সূচকটিও ঊর্ধ্বমুখী হয়। গত কয়েক দিনে এ খাতের শেয়ারগুলোই বেশি দর হারিয়েছিল। দুপুর ১টায় ডিএসইতে ১৮০ শেয়ার ও মিউচুয়াল ফান্ডের দরবৃদ্ধির বিপরীতে ১৫১টিকে দর হারিয়ে কেনাবেচা হতে দেখা গেছে। এ সময় দর বেড়ে কেনাবেচা হচ্ছিল ৪১টি শেয়ার ও ফান্ড। প্রথম তিন ঘণ্টায় ৯৭৭ কোটি টাকার শেয়ার কেনাবেচা হয়েছে। গত কয়েকদিনের তুলনায় আজকের লেনদেনের পরিমাণ বেশ কম।
খাতওয়ারি লেনদেন পর্যালোচনায় দেখা গেছে, ব্যাংক খাতের ৩১টি কোম্পানির মধ্যে ২৯টিরই শেয়ার দর বেড়ে কেনাবেচা হচ্ছিল। এ খাতের সার্বিক দরবৃদ্ধির হার ছিল ২.৭৯ শতাংশ। বীমা খাতের তালিকাভুক্ত কোম্পানি ৫০টি। দুপুর ১টা পর্যন্ত এর ৪৯টি লেনদেনে এসেছিল। এর মধ্যে ৪৩টিকে দর বেড়ে কেনাবেচা হতে দেখা গেছে। এ খাতের রিলায়েন্স, গ্রীনডেল্টা, ঢাকা, সোনারবাংলা, পূরবী, পাইওনিয়ার ইন্স্যুরেন্সের শেয়ার ৮ থেকে ১০ শতাংশ দর বেড়ে কেনাবেচা হতে দেখা গেছে, ছিল দরবৃদ্ধির শীর্ষ তালিকায়। এ সময় খাতটির সার্বিক শেয়ারদর বেড়ে ছিল ৪ শতাংশ।
অন্য আলোচিত ও বড় খাতগুলোর মধ্যে প্রকৌশল খাতের ১১ শেয়ারের দরবৃদ্ধির বিপরীতে ২৯টিকে দর হারিয়ে কেনাবেচা হতে দেখা গেছে। দরপতনের হার ছিল ০.৮৫ শতাংশ। বস্ত্র খাতের ২৪ শেয়ার দর বেড়ে এবং ২৬টি দর হারিয়ে কেনাবেচা হচ্ছিল। জ্বালানি ও বিদ্যুৎ খাতের ২২ কোম্পানির মধ্যে ১৬টি দর বেড়ে এবং ৪টিকে দর হারিয়ে কেনাবেচা হতে দেখা গেছে।
একক কোম্পানি হিসেবে ৯ থেকে ১০ শতাংশ দর বেড়ে দরবৃদ্ধির শীর্ষ ১০-এ অবস্থান করছিল-রিলায়েন্স ইন্স্যুরেন্স, ডাচ-বাংলা ব্যাংক, বিডি মনোস্পুল পেপার, পেপার প্রসেসিং, গ্রীনডেল্টা ইন্স্যুরেন্স, মুন্নু ফেব্রিক্স, মালেক স্পিনিং, তমিজুদ্দিন টেক্সটাইল, ঢাকা ইন্স্যুরেন্স এবং সোনারবাংলা ইন্স্যুরেন্স। বিপরীতে সী পার্ল হোটেল অ্যান্ড রিসোর্ট কোম্পানির শেয়ার সাড়ে ৭ শতাংশ দর হারিয়ে ছিল দরপতনের শীর্ষে।
বৃহস্পতিবার দুপুর ১টা পর্যন্ত ব্যাংক, বীমা ও বস্ত্র খাতে গতকালের তুলনায় লেনদেন বৃদ্ধির হার বাড়তে দেখা গেছে। বিপরীতে লেনদেনের হার গতকালের তুলনায় কমতে দেখা গেছে প্রকৌশল, ওষুধ ও রসায়ন, বিবিধসহ অন্য সব খাতে।
জামান / জামান

বরবটি-করলার সেঞ্চুরি, কাঁচা মরিচের ডাবল সেঞ্চুরি

ব্রয়লার ১৬৫, ভরা মৌসুমেও ইলিশের দাম চড়া

৩০ বছর পর মাতারবাড়ী-মহেশখালীকে সাংহাই-সিঙ্গাপুরের মতো দেখতে চাই

এলপি গ্যাসের দাম কমলো ৩ টাকা

সবজির পর দাম বেড়েছে মুদি পণ্যের, চড়বে আলুর বাজারও

চট্টগ্রাম বন্দরে জট কমাতে দীর্ঘদিন পড়ে থাকা ১০০০ কনটেইনার বিক্রি

ডিজিটাইজেশন না হওয়ায় সময়ের কাজ সময়ে হয় না: এনবিআর চেয়াম্যান

ন্যূনতম কর একটা কালাকানুন: এনবিআর চেয়ারম্যান

শাহজালালে নারী যাত্রীর লাগেজ থেকে ১৩০ কোটি টাকার কোকেন জব্দ

চট্টগ্রাম বন্দরে মাশুল বাড়বে ৪১ শতাংশ, বৈঠকে বসছে নৌ মন্ত্রণালয়

ইলিশের দেখা মিললেও দামে হাত পোড়ার জোগাড়

৮০ টাকার নিচে নামছেই না সবজি
