ঢাকা বৃহষ্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫

কুবির কেন্দ্রীয় লাইব্রেরিতে নেই ওয়াশরুম, ভোগান্তিতে শিক্ষার্থীরা


কুবি প্রতিনিধি photo কুবি প্রতিনিধি
প্রকাশিত: ২৬-৫-২০২২ দুপুর ২:৪০
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) কেন্দ্রীয় লাইব্রেরিতে নেই কোনো ওয়াশরুম। ফলে লাইব্রেরিতে পড়তে যাওয়া শিক্ষার্থীরা পড়ছেন ভোগান্তিতে। শিক্ষার্থীদের দাবি, প্রশাসন যেন দ্রুত এ সমস্যা সমাধান করে।
 
সরেজমিন দেখা যায়, কেন্দ্রীয় লাইব্রেরিটি অবস্থিত বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ৫ম তলায়। সেখানে লাইব্রেরি কর্মকর্তা-কর্মচারীদের জন্য ওয়াশরুমের ব্যবস্থা থাকলেও শিক্ষার্থীদের জন্য নেই কোনো ওয়াশরুমের ব্যবস্থা। তাছাড়া শিক্ষার্থীরা মাঝে মাঝে এই ওয়াশরুম ব্যবহার করতে গেলে তাদের বাধা প্রদান করা হয় এবং প্রায় সময়েই সেখানে তালা ঝুলে থাকতে দেখা যায়। যার কারণে শিক্ষার্থীদের ওয়াশরুমের জন্য ৫ম তলা থেকে নিচ তলায় নামতে হয়।
 
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রুমা আক্তার বলেন, একটা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরিতে ওয়াশরুম থাকবে না এই বিষয়টা মানা যায় না। দেখা গেছে আমাদের অনেকটা সময় এখানে অবস্থান করতে হয় যার কারণে ওয়াশরুমের দরকার পরে। আর তখন আমাদের নিচ তলায় বা অন্য কোথাও যেতে হয়। যার কারণে এই ব্রেকের জন্য আমাদের পড়াশোনার মনযোগটাও থাকে না। ফলে লাইব্রেরিতে পড়তে আসলেও আসলে আমাদের পড়াটা ঠিক ভাবে হয়ে ওঠে না। 
 
আরেক শিক্ষার্থী মোজাম্মেল হক বলেন, ওয়াশরুম না থাকার কারণে আমরা লাইব্রেরিতে অবস্থান কালে ওয়াশরুমের দরকার পরলে আশেপাশের দপ্তর গুলোর ওয়াশরুমেও যেতে পারি না। কারণ সেগুলো স্টাফদের জন্য রাখা হয়েছে। তাই নিচ তলার ওয়াশরুমে আসতে হয়। কিন্তু সেগুলোও অপরিষ্কার ও অপরিচ্ছন্ন থাকার কারণে বাধ্য হয়ে ফ্যাকাল্টিতে আসতে হয় যেটি খুবই বিরক্তিকর বিষয় এবং এতে সময়ও অপচয় হয়। তখন মনে হয় লাইব্রেরি থেকে একেবারেই চলে যাই।
 
প্রশাসনিক ভাবনের নিচতলায় অবস্থিত ওয়াশরুমগুলো পরিদর্শন করে দেখা যায়, সেগুলো খুবই অপরিষ্কার ও অপরিচ্ছন্ন অবস্থায় আছে। তাছাড়া দরজা গুলোও ঠিক ভাবে লাগানো যায় না। এবং ভিতরে লাইট না থাকার কারণে ভিতরের পরিবেশ অন্ধকারে আচ্ছন্ন হয়ে থাকে।
 
লাইব্রেরিতে ওয়াশরুম নিয়ে শিক্ষার্থীদের এ সমস্যা সমাধান সম্পর্কে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের ডেপুটি লাইব্রেরিয়ান মহি উদ্দিন মোহাম্মদ তারিক ভূঞা বলেন, লাইব্রেরিতে স্পেস কম থাকায় নতুন করে ওয়াশরুম নির্মাণ করা সম্ভব নয়। তাই আমরা লাইব্রেরির পেছনে ওয়াশরুম নির্মাণের জন্য ইঞ্জিনিয়ার দপ্তরের সাথে কথা বলেছিলাম কিন্তু তারা জানাল এখানে ওয়াশরুম নির্মাণ করা সম্ভব নয়। যেহেতু নতুনভাবে ওয়াশরুম নির্মাণ করা সম্ভব নয়। তাই আপাতত পাশে আইকিউএসির দপ্তর থেকে একটি ওয়াশরুমের ব্যবস্থা করার ব্যাপারে আমি তাদের সাথে কথা বলব।
 
তিনি আরো বলেন, লাইব্রেরির জন্য নতুন ভবন তৈরি করা হবে। আশা করি তখন আমরা এ সমস্যা থেকে বেরিয়ে আসতে পারব।

এমএসএম / জামান

আইএফপিআরআই ও সার্ক কৃষি কেন্দ্রের মধ্যে যুক্তরাষ্ট্রে সমঝোতা চুক্তি স্বাক্ষর

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি'তে শুরু হয়েছে আন্তর্জাতিক সম্মেলন BIM 2025

চাকসু নির্বাচনে ব্যালট নম্বর প্রকাশ, আনুষ্ঠানিক প্রচারণা শুরু

গঠনতন্ত্রে নিয়মিত শিক্ষার্থীদের সংযোজন করে ইকসু'র দাবি

ইসলামী বিশ্ববিদ্যালয়ে প্রক্টর ও ছাত্র-উপদেষ্টার পুনঃনিয়োগ

পাস্ট ডিবেটিং সোসাইটির নতুন সভাপতি রউফ, সম্পাদক তন্নি

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পবিপ্রবির ৩ শিক্ষার্থী

রাবিতে শাটডাউন প্রত্যাহার, ক্লাস-পরীক্ষা বর্জন জাতীয়তাবাদী শিক্ষকদের

পিছানো হল চাকসু নির্বাচন

রাবিতে দ্বিতীয় দিনের মতো চলছে ‘কমপ্লিট শাটডাউন’

১৬ অক্টোবর রাকসু নির্বাচন

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় বাকৃবির ১২ গবেষক

বিশ্বের শীর্ষ দুই শতাংশ গবেষকদের তালিকায় ইবির দুই অধ্যাপক