৪৪তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা আজ
৪৪তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে আজ শুক্রবার (২৭ মে)। সকাল ১০টা থেকে শুরু হয়ে দুপুর ১২টা পর্যন্ত ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহের বিভিন্ন কেন্দ্রে অনুষ্ঠিত হবে এ পরীক্ষা। ইতোমধ্যেই পরীক্ষায় অংশ নিতে নির্ধারিত কেন্দ্রে সামনে আসতে শুরু করেছেন পরীক্ষার্থীরা। আজ সকাল থেকেই রাজধানীর বিভিন্ন কেন্দ্রের সামনে পরীক্ষার্থীদের ভিড় দেখা গেছে।
এর আগে পিএসসির বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, শুক্রবার সকাল সাড়ে ৮টা থেকে ৯টা ২৫ মিনিটের মধ্যে পরীক্ষার্থীদের হলে আসন গ্রহণ করতে হবে। সাড়ে ৯টা থেকে ৯টা ৫৫ মিনিটের মধ্যে পরীক্ষার্থীদের উত্তরপত্র বিতরণ করা হবে। প্রশ্নপত্র বিতরণ করা হবে ১০টায়। দুপুর ১২টায় পরীক্ষা শেষ হবে। প্রিলিমিনারি পরীক্ষায় ২০০ নম্বরের এমসিকিউ প্রশ্ন থাকবে এবং প্রতিটি শুদ্ধ উত্তরের জন্য ১ নম্বর ও ভুল উত্তরের জন্য ০.৫০ নম্বর করে কাটা যাবে।
জানা গেছে, এ বছর বিসিএস পরীক্ষায় সর্বমোট প্রার্থীর সংখ্যা ৩ লাখ ৫০ হাজার ৭১৬ জন, যার মধ্যে ঢাকায় ১ লাখ ৮৪ হাজার ৩৩৯ জন, রাজশাহীতে ৩২ হাজার ৫৮১ জন, চট্টগ্রামে ৩০ হাজার ২২৯ জন, খুলনায় ২৫ হাজার ৯৬৭ জন, বরিশালে ১১ হাজার ৬৩৯ জন, সিলেটে ১০ হাজার ৫১৯ জন, রংপুরে ২৮ হাজার ৫৩২ জন এবং ময়মনসিংহে ২৬ হাজার ৯১০ জন প্রার্থী পরীক্ষায় অংশ নেবেন।
সকালে ধানমন্ডি অঞ্চলের জন্য নির্ধারিত কেন্দ্র ঢাকা কলেজ, গবর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল, ঢাকা সিটি কলেজ ও বীরশেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ এলাকায় দেখা যায়, প্রতিটি কেন্দ্রের সামনেই প্রার্থীরা আসতে শুরু করেছেন। সময় বাড়ার সঙ্গে সঙ্গে তাদের ভিড় বাড়ছে। প্রার্থীরা জানান, ঝামেলা এড়াতে আগেভাগেই কেন্দ্রে এসেছেন তারা।
ধানমন্ডি এলাকার অন্যান্য কেন্দ্রগুলো হচ্ছে- সালেহা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় (স্কুল অ্যান্ড কলেজ), শহীদ বেগম শেখ ফজিলাতুন নেছা মুজিব সরকারি মহাবিদ্যালয়, ইউনিভার্সিটি উইমেন্স ফেডারেশন কলেজ, ডক্টর মালিকা কলেজ, ধানমন্ডি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও রায়ের বাজার উচ্চ বিদ্যালয়।
বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের নির্দেশনা অনুযায়ী সকাল সাড়ে ৮টা থেকে পরীক্ষার্থীদের প্রবেশ করানো শুরু হয়েছে বলে জানিয়েছেন ঢাকা কলেজ কেন্দ্রের দায়িত্বে থাকা কর্মকর্তা সহযোগী অধ্যাপক আলতাফ মাহমুদ।
তিনি বলেন, ঢাকা কলেজ কেন্দ্রে ৩৪০০ জন পরীক্ষায় অংশ নেবেন। সুষ্ঠু পরিবেশে পরীক্ষা নিতে সব ধরনের প্রস্তুতি ঢাকা কলেজ প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয়েছে। নির্দেশনা মেনেই আমরা পরীক্ষা নেব। নিরাপত্তা নিশ্চিতে পর্যাপ্ত ব্যবস্থা নেয়া হয়েছে। হলে প্রবেশের সময় অবশ্যই স্বাস্থ্যবিধি অনুসরণ করতে হবে। মাস্ক ছাড়া কোনো পরীক্ষার্থী হলে প্রবেশ করতে পারবেন না।
জামান / জামান
ভোলায় গ্যাসভিত্তিক বৃহৎ শিল্পাঞ্চল গড়ার পথে সরকার
এলজিইডির প্রধান প্রকৌশলী জাবেদ করিমের গ্রেড–৩ থেকে গ্রেড–২ এ পদোন্নতি
পরীক্ষা বর্জনের ঘোষণা ৪৭তম বিসিএস পরীক্ষার্থীদের
লটারিতে ৬৪ জেলার এসপি পদায়ন করলো সরকার
সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত : সিইসি
আগুনে ভস্মীভূত ঘর, দাঁড়িয়ে আছে শুধু সিঁড়িটি
বাংলাদেশে অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায় জার্মানি
মাসের পর মাসের চেষ্টায় জমেছিল দেড় লাখ টাকা, আগুনে সব শেষ
৫ ঘণ্টা পর কড়াইল বস্তির আগুন নিয়ন্ত্রণে
বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুনের কারণ শর্ট সার্কিট : প্রেস সচিব
যানজটে ৪০ মিনিট পর ঘটনাস্থলে ফায়ার সার্ভিস, কাজ করছে ৭ ইউনিট
দুদককে চাপ প্রয়োগ করলে তালিকা প্রকাশ করা হবে : দুদক চেয়ারম্যান