২৬ মাস পর খুলনা-কলকাতা রুটে চালু হলো বন্ধন এক্সপ্রেস
কলকাতা-খুলনা রেল রুটে যাত্রীবাহী ট্রেন ‘বন্ধন এক্সপ্রেস’ আবার চালু হলো। দীর্ঘ ২৬ মাস পর আজ রোববার (২৯ মে) থেকে সপ্তাহে দুদিন ট্রেনটি চলাচল শুরু করবে। ট্রেনটি আজ সকালে কলকাতা থেকে যাত্রা শুরু করে দুপুরে খুলনায় পৌঁছাবে। দুপুরে আবার ট্রেনটি কলকাতার উদ্দেশ্যে খুলনা ছেড়ে যাবে।
করোনাসহ নানা জটিলতায় দুই বছরের বেশি সময় বন্ধ থাকার পর ফের চালু হচ্ছে বাংলাদেশ-ভারত আন্তঃদেশীয় যাত্রীবাহী ট্রেন ‘বন্ধন এক্সপ্রেস’। আগের মতোই সপ্তাহে দুইদিন চলাচল করবে ট্রেনটি। রোববার (২৯ মে) সকালে কলকাতা থেকে ছেড়ে ট্রেনটি দুপুর সাড়ে ১২টায় খুলনা স্টেশনে পৌঁছবে। এক ঘণ্টা বিরতির পর দুপুর দেড়টায় খুলনা থেকে আবার কলকাতার উদ্দেশ্যে যাত্রা করবে। ট্রেনটি ৪৫৬ জন যাত্রী নিয়ে চলাচল করবে।
খুলনা রেলওয়ে স্টেশন সূত্র জানায়, ২০১৭ সালের ১৬ নভেম্বর কলকাতা-খুলনার মধ্যে ৪৫৬ আসনের আন্তর্জাতিক এক্সপ্রেস ট্রেনটি চলাচল শুরু করে। ট্রেনটির নামকরণ করা হয় ‘বন্ধন’। ট্রেনটির ১০টি বগির মধ্যে রয়েছে দুটি পাওয়ার কার, চারটি কেবিন বগি ও চারটি চেয়ার বগি।
ভারত থেকে প্রতি বৃহস্পতি ও রোববার ট্রেনটি আসত। আবার সেদিনই খুলনা-যশোর-বেনাপোল হয়ে ভারতে ফিরে যেত। করোনা মহামারীর কারণে ২০২০ সালের ১৫ মার্চ থেকে বাংলাদেশ-ভারতের মধ্যে চলাচলকারী বন্ধন এক্সপ্রেসের যাত্রা বন্ধ হয়ে যায়। এরপর করোনার সংক্রমণ কমায় দেশের ভেতরে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হলেও আন্তঃদেশীয় এ ট্রেন চলাচল বন্ধ ছিল। ট্রেনের ৪৫৬ আসনের মধ্যে ৩১২টি এসি চেয়ার ও ১৪৪টি প্রথম শ্রেণির আসন রয়েছে। কলকাতা-খুলনার মধ্যে দূরত্ব ১৭২ কিলোমিটার। এরমধ্যে বাংলাদেশে ৯৫ কিলোমিটার ও ভারতে পড়েছে ৭৭ কিলোমিটার।
শীতাতপ নিয়ন্ত্রিত এ ট্রেনে চেয়ার কোচ ভাড়া ১ হাজার ও কেবিনের সিট ভাড়া ১ হাজার ৫০০ টাকা। এছাড়া ভ্রমণ কর রয়েছে আরো ৫০০ টাকা। বেনাপোল স্থলবন্দরে যাত্রীর পাসপোর্ট, ভিসাসহ ইমিগ্রেশনের যাবতীয় কাগজপত্র যাচাই-বাছাই করা হয়।
খুলনা রেলওয়ে স্টেশনের মাস্টার মানিক চন্দ্র সরকার জানান, আগের নিয়মেই ট্রেনটি আবার চালু হচ্ছে। দুপুর সাড়ে ১২টায় খুলনা আসবে এবং এক ঘণ্টা বিরতি শেষে দুপুর দেড়টার সময় ছেড়ে যাবে। সন্ধ্যা ৭টা ১০মিনিটে ট্রেনটি কলকাতায় পৌঁছাবে। এখন থেকে রোব ও বৃহস্পতিবার দুদিনই ট্রেনটি চলাচল করবে। তবে ডলারের দাম বাড়ায় প্রতি যাত্রীকে এসি চেয়ারের জন্য ৩৫ টাকা ও এসি কেবিন সিটের জন্য অতিরিক্ত ৫৫ টাকা দিতে হবে। অর্থাৎ ভ্রমণ করসহ যাত্রীদের ১ হাজার ৫৫০ টাকা ও ২ হাজার ৫৫ টাকা দিতে হবে।
তিনি জানান, কাউন্টার থেকে এ রুটে চলাচলকারী ট্রেনের টিকিট পাওয়া যাবে। অনলাইনে কোনো টিকিট বিক্রি হবে না। শুধু ভারতীয় দূতাবাস থেকে ভিসা গ্রহণকারীরা পাসপোর্ট দেখিয়ে এ টিকিট কিনতে পারবেন।
জামান / জামান
নির্বাচন ডাকাতি আর যেন না ঘটে সেই ব্যবস্থা করতে হবে: প্রধান উপদেষ্টা
নির্বাচনী অঙ্গনে অনেক দুর্বৃত্ত ঢুকে গেছে: ড. বদিউল আলম মজুমদার
স্বতন্ত্র প্রার্থীদের মাঠছাড়া করতে পরিকল্পিত চেষ্টা চলছে
প্রথম ঘণ্টায় ২৪ আপিল নিষ্পত্তি, ৭ জনের বাতিল
এক দশক পর জাতিসংঘের আদালতে রোহিঙ্গা গণহত্যার বিচার শুরু
বনশ্রীতে স্কুলছাত্রী হত্যার সন্দেহভাজন হোটেল কর্মী মিলন আটক
রাষ্ট্র সংস্কারের বদলে ‘দায়মুক্তির ফাঁদ’ তৈরি হচ্ছে : টিআইবি
ইসিতে শুরু তৃতীয় দিনের আপিল শুনানি
১৮ এপ্রিল থেকে শুরু হচ্ছে হজ ফ্লাইট, ধর্ম মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা
মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে : ডিবি
আল্লাহর ওপর ভরসা ছিল, ষড়যন্ত্র টেকেনি : প্রার্থিতা ফিরে পেয়ে মান্না
হলফনামায় প্রদর্শিত হয়নি এমন সম্পদের মালিককে শাসক হিসেবে চাই না