শিক্ষকের কোলে সন্তান, পরীক্ষা দিলেন মা

মেয়েকে নিয়ে পরীক্ষা দিতে এসেছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ইসলামিক স্টাডিজ বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ফাতেমা। পরীক্ষা চলাকালীন সময়ে তার সন্তানকে কোলে তুলে নেন বিভাগের শিক্ষক মুহাম্মদ কামরুল ইসলাম। তাকে কোলে নিয়েই পরীক্ষায় গার্ড দেন এ সহকারী অধ্যাপক। ঐ শিক্ষক জুয়েল আদিব নামেও সকলের কাছে পরিচিত।
খোঁজ নিয়ে জানা যায়, মঙ্গলবার দুপুর ১২ টার দিকে ভাষা শহীদ রফিক ভবনে বিভাগের ৪০৪ নং ক্লাসরুমে এ পরীক্ষা নেয়া হয়। ২০১৮-১৯ শিক্ষাবর্ষের (১৪ ব্যাচ) "এডুকেশন সিস্টেম ইন ইসলাম" (কোর্স কোড আইএসটি ৩১০৬) কোর্সের দ্বিতীয় মিড টার্ম পরীক্ষা ছিলো এটি। ওই শিক্ষার্থীর নাম ফাতিমা আক্তার সুরভী। তার মেয়ের নাম মরিয়ম, বয়স ১৩ মাস।
ঐ শিক্ষক সংস্কৃতি ও আবৃত্তি কর্মী। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় আবৃত্তি সংসদের ব্যবস্থাপনা উপদেষ্টা হিসেবে দায়িত্বরত রয়েছেন। মহৎ এই কাজটি করে এরই মধ্যে প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন এই শিক্ষক। ফেসবুকে ইতিমধ্যে এই ছবিটি রীতিমতো ভাইরাল হয়ে গেছে। ফেসবুকে সবাই লিখছেন, ছাত্রীর পরীক্ষা দিতে সমস্যা হচ্ছিলো, তাই পরীক্ষার পুরোটা সময় জুড়ে ছাত্রীর মেয়েকে সামলে রেখেছেন আমাদের শ্রদ্ধেয় শিক্ষক জুয়েল আদিব স্যার। শিক্ষক যেন মাথার উপর বিশাল ছায়া। ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষকগণ এতটাই আন্তরিক এতটাই অমায়িক। শ্রদ্ধা স্যার, শ্রদ্ধা।
বিষয়টি সম্পর্কে জানতে চাইলে সহকারী অধ্যাপক মুহাম্মদ কামরুল ইসলাম বলেন, ইসলামিক স্টাডিজ বিভাগের তৃতীয় বর্ষের প্রথম সেমিস্টার পরীক্ষা মিডটার্ম পরীক্ষা ছিলো আজ। দুপুর ১২ টার দিকে। পরীক্ষা ছিলো দেখলাম তার বাচ্চা ছোট হওয়ায় ও এর আগে ক্লাসগুলো ও করতে পারেনি। পরীক্ষার হলে গিয়ে দেখি যে ও হচ্ছে ওর বাচ্চাকে বেঞ্চের খাতার সামনে বসিয়ে লেখার চেষ্টা করছে। বাচ্চাটা তাকে লিখতে দিচ্ছে না, আঁকাআকির চেষ্টা করছে। পরীক্ষায় সে এক হাত দিয়ে লেখার চেষ্টা করছে আরেক হাত দিয়ে বাচ্চাকে ধরে রেখেছে। তখন আমি তাকে বললাম যে তুমি যদি তোমার কোনো সিনিয়র বা জুনিয়র কাউকে একটু ম্যানেজ করতে তাহলে পরীক্ষাটা সুন্দর করে দিতে পারতা। পরে দেখলাম যে সে ক্লাস না করায় তেমন কারো সাথেই পরিচয় নেই, এমনকি পরিবারের কাছে রেখে আসার মতো ও অবস্থা তার ছিলো না। তাই তাকে সঙ্গে করে নিয়ে এসেছে।
তিনি আরও জানান, আমি দেখলাম সে লিখতে পারতেছিলো না। তো পরে আমি তাকে কোলে নিলাম। প্রথমে আসতে চায়নি, পরে দেখলাম যে তার সামনে একটু হাঁটাহাঁটি করার পর পরে আমার সাথে ছিলো মোটামুটি ৪০-৪৫ মিনিটের মতো।
বিশ্ববিদ্যালয়ের নিকট দাবি জানিয়ে এই শিক্ষক বলেন, আমাদের যেসব শিক্ষার্থী (মায়েরা) পরীক্ষা দিতে আসেন, সেই সময়টাতে তাদের জন্য যদি বাচ্চাদের রাখার জন্য কোনো ব্যবস্থা করা যেতো তাহলে পরবর্তীতে এই সমস্যাটা আর কারো হতো না।
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের ডে-কেয়ার সেন্টারের আহবায়ক অধ্যাপক ড. আবদুস সামাদ বলেন, আমাদের ডে-কেয়ার সেন্টারে যদিও নিয়ম আছে শিক্ষকদের বাচ্চাদের রাখার জন্য, তবুও আমরা শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এমনকি ছাত্রীদের বাচ্চাদের ও রাখি। এখানে আটটি কক্ষে ২০-২৫ জন বাচ্চা রাখার ব্যবস্থা রয়েছে। এখানে বাচ্চা রাখার দুটি সিস্টেম আছে। এক হচ্ছে নিয়মিত বাচ্চা রাখা সেক্ষেত্রে ২ বছরের নীচে হলে মাসিক ২৫০০ টাকা ও ২ বছরের অধিক হলে ১৫০০ টাকা দিতে হবে। আর এক খণ্ডকালীন যেখানে দৈনিক ৩০০ টাকা দিতে হয়। ডে-কেয়ার সেন্টারে ৩ জন স্টাফ আছে। একজন আয়া, একজন ক্লীনার ও একজন সুপারভাইজার আছে। বাচ্চাদের জন্য এখানে সব ধরনের সুযোগ সুবিধা যেমন খাবারের সময় টিভি দেখতে পারবে, শিক্ষা সামগ্রী রয়েছে, পানির ফিল্টার, খাবার গরম করার জন্য চুলা এমনকি দুইটি সিসি ক্যামেরাও রয়েছে।
ডে-কেয়ার সেন্টারের সমস্যা নিয়ে তিনি জানান, নীতিমালায় আছে এটি নিজস্ব অর্থায়নে চলবে। তাই এখানের স্টাফদের বেতন-ভাতা এখানকার টাকা থেকেই দিতে হয়। আন্তর্জাতিক নিয়মে আছে একজন মহিলা ডে কেয়ার সেন্টারে তিনটি বাচ্চা রাখতে পারবে। সেক্ষেত্রে ২ হাজার টাকা করে নিয়ে ৬ হাজার টাকা হলেও এখানে খরচ আছে ১০-১২ হাজার টাকা। এজন্য আমাদের বিশ্ববিদ্যালয়ে এটি যেনো ইউজিসির অর্গানোগ্রামে চলে সে ব্যাপারে আমরা খুব শীগ্রই উপাচার্যের নিকট আবেদন করবো।
এমএসএম / এমএসএম

ইউনিসেফের ‘জেনইউ’ প্রোগ্রামে যুক্ত হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়

খাতা দেখা শেষ, ১৮ অক্টোবরের আগেই এইচএসসির ফল

মেডিকেলে ভর্তি পরীক্ষা ১২ ডিসেম্বর

মাতামুহুরি নদীতে গোসলে নেমে সাবেক চবি শিক্ষার্থীর মৃত্যু

রাজনৈতিক দুষ্টচক্র শিক্ষাপ্রতিষ্ঠান দখলে নিয়েছে: শিক্ষা উপদেষ্টা

শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় এনটিআরসিএর বড় সিদ্ধান্ত

সাইবার বুলিং ও নিরাপত্তাহীনতায় চাকসু নির্বাচনে সীমিত নারী প্রার্থীর অংশগ্রহণ

বিশ্ববিদ্যালয় থেকে তত্ত্বাবধায়ক প্রকৌশলীর লক্ষাধিক টাকার টাইলস আত্মসাত

পিডি নিয়োগে প্রথম হয়েও বাদ শেকৃবি অধ্যাপক , নিয়ম ভেঙে প্রকল্প পেলেন সাবেক ছাত্রলীগ নেতা

পবিপ্রবির নতুন উদ্যোগে নারী শিক্ষার্থীদের জন্য স্থায়ী নামাজ রুম

ডিআইইউতে আন্তর্জাতিক সম্মেলনের দ্বিতীয় দিন সম্পন্ন

গণ বিশ্ববিদ্যালয়ের শান্তিপূর্ণ ছাত্র সংসদ নির্বাচনে ভিপি মৃদুল, জিএস রায়হান

আইএফপিআরআই ও সার্ক কৃষি কেন্দ্রের মধ্যে যুক্তরাষ্ট্রে সমঝোতা চুক্তি স্বাক্ষর
Link Copied