বিশ্বের দিকে দিকে মিনি বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেন আব্দুর রাজ্জাক

বিশ্বের দিকে দিকে একটি করে মিনি বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেন দেশের অন্যতম জেএমআই শিল্প গ্রুপের প্রতিষ্ঠাতা সিআইপি ব্যবসায়ী মোঃ আব্দুর রাজ্জাক। অতি এক সাধারণ পরিবার থেকে উঠে আসা এই ভিশনারী ব্যবসায়ী নেতা গত মঙ্গলবার (৩০মে) রাতে হোটেল সোনারগাওয়ে আয়োজিত এক অনুষ্ঠানে জানাচ্ছিলেন তার স্বপ্নের কথা। ভি আই পি তারকা খচিত সে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, বিশেষ অতিথি ছিলেন পরিকল্পনা মন্ত্রী এম.এ মান্নান। দেশী বিদেশী তারকা খচিত ব্যবসায়িদের পাশাপাশি অনুষ্ঠান সম্মানীত অতিথি ছিলেন বাংলাদেশে নিয়োজিত জাপানের রাষ্ট্রদূত।
নিওন আলোয় উদ্ভাসিত সে অনুষ্ঠানে ব্যবসায়ি আব্দুর রাজ্জাককে নিয়ে স্বপ্ন আর আনান্দের গল্প বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামল। তিনি বলেন, বিশ্বের বহু দেশে গিয়ে দেখেছি সেখানে আমাদের জেএমআই গ্রুপের পণ্য রপ্তানী হচ্ছে। সে সব দেশের ব্যবসায়ীরা যখন এ গ্রুপের উন্নত মানের পণ্যের প্রশংসা আমাদের কাছে করেন তখন সত্যি গর্বে বুকটা ভরে যায়। একজন মুক্তিযোদ্ধা হিসেবে অত্মমর্যাদাশীল জাতি গঠনের যে স্বপ্ন নিয়ে যুদ্ধ শুরু করে স্বাধীনতা এনেছি, আব্দুর রাজ্জাকদের মতো অনেকের হাত ধরে সে স্বপ্ন বাস্তবে রুপ নিচ্ছে । এটি ভাললাগার বিষয়, আপ্লুত হওয়ার বিষয়। এমন দেশ বা অঞ্চল রয়েছে যেখানে বাংলাদেশী পণ্য রপ্তানী হচ্ছে, সুনাম অর্জন করছে,সে অঞ্চল বা দেশের মানুষ বাংলাদেশের পণ্য ব্যবহারের মাধ্যমে বাংলাদেশকে জানছে। দেশ অর্থনৈতিক ভাবে সমৃদ্ধ হচ্ছে। আমরা অনেকেই সে সব অঞ্চল বা দেশের খবর জানিনা। কিন্তু স্বপ্নবাজ আব্দুর রাজ্জাকের মতো ব্যবসায়ীরা সে সব অঞ্চল খুঁজে বের করেন। সেখানে নিজেদের সততা মেধা যোগ্যতা দিয়ে নিজেদের প্রতিষ্ঠিত করেন। দেশের জন্য অর্থ আয় করেন এবং দেশের পরিচিতি ও সুনাম বাড়িয়ে তোলেন। এসব মানুষদের জন্য আমরা গর্ব করি। রাষ্ট্র তাদের স্যালুট জানায়। তিনি আরো বলেন, এতদিন আমরা রপ্তানী পণ্য বলতে শুধু পোশাককে বুঝতাম। কিন্তু জেএমআই গ্রুপ উৎপাদন করছে অত্যন্ত স্পর্শকাতর মেডিকেল দ্রব্যসামগ্রী, ঔষূধ, মেডিকেল যন্ত্রপাতিসহ প্রয়োজনীয় অনেক কিছু। যা রপ্তানী হচ্ছে।বিশ্বেরউন্নত সব জাতি গোষ্ঠির সাথে প্রতিযোগিতা করে সুনাম সুখ্যাতি অর্জন করে চলেছে। এটা ভাল লাগার দিগন্তকে বাড়িয়ে দেয়। আমাদের গর্বের বাংলাদেশের সাথে যোগ করে নতুন এক গর্বের ইতিহাস।
পরিকল্পনা মন্ত্রী ও অনুষ্ঠানের বিশেষ অতিথি আব্দুল মান্নান বলেন, একটি জাতি গোষ্ঠির বেড়ে ওঠার জন্য একটি মেধাবি ও চ্যালেঞ্জ গ্রহণের মতো প্রজন্ম খুব বেশী জরুরী। আর সে প্রজন্মকে আস্থাশীল করতে পারে একটি ভিশনারী নেতৃত্ব। আমাদের জাতির পিতা শেখ মুজিবুর রহমানের ভিশনারী নেতৃত্বে দেশ স্বাধানীতা পেয়েছে।আর আমরা চেষ্টা করছি দেশের মেধাবি প্রজন্মকে বিশ^চ্যালেঞ্জ মোকাবেলা করে একটি সমৃদ্ধ দেশ গঠনে তাদের ট্যালেন্টকে কাজে লাগতে। তিনি বলেন, একটি জাতির সার্বিক সাফল্য একক কোন ব্যক্তির বা গোষ্ঠীর হতে পারে না। এখানে সবার অংশ গ্রহণ থাকে। আবদান থাকে। আমরা সে বাস্তবতা মেনেই সামনে এগোচ্ছি। যার কারনেবিশ্বেরব্যবসায়ীরা আমাদের দেশে বিনিয়োগে আগ্রহী হয়ে উঠছে। আমাদের ভাল লাগে যখন দেখিবিশ্বেরঅন্যতম বিজনেস জায়ান্ট জাপানের নিপ্রো-কর্পোরেশনের মতো প্রতিষ্ঠান অংশীদারিত্বের ভিত্তিতে বাংলাদেশে তাদের ব্যবসা সম্প্রসারণ ঘটাচ্ছে। আব্দুর রাজ্জাক অতি অল্প সময়ে নিজ মেধা শ্রম সাধনা দিয়ে বিশ^জয়ের যে মিশনে নেমেছে আমরা তার মতো সকল ট্যালেণ্টদের কাছে নিজেদের ঋণী মনে করি।
অনুষ্ঠানে নিজের ও প্রতিষ্ঠানের মিশন ভিশন সম্পর্কে বলতে গিয়ে জেএমআই গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক বলেন, আমরা মাত্র কয়েক বছরে দেশে ও দেশের বাইরে ৩১টি ক্যাটাগরিতে ব্যবসা সম্প্রসারণ করে সামনে এগেচ্ছি। আমরা কখনো পণ্যের মান ও কর্মির সুবিধা প্রদানের জায়গায় আপোষ করিনি। এ কারণেবিশ্বেরযেখানে আমরা পণ্য নিয়ে গেছি সেখানেই একটি মিনি বাংলাদেশ গড়ে উঠেছে। আমি স্বপ্ন দেখিবিশ্বেরদিকে দিকে একটি করে মিনি বাংলাদেশ গড়ে তোলার। বিভিন্ন বক্তব্য, ভিডিও প্রজেকশনসহ প্রাপ্ত তথ্য উপাত্ত ঘেটে দেখা যায়, আব্দুর রাজ্জাক বাংলাদেশ সরকার কর্তৃক দু’বার সিআইপি নির্বাচিত হয়েছেন।বিশ্বের৪১টি দেশে এ সময় আমাদের পণ্য রপ্তানী হচ্ছে। সহসা আরো কিছু দেশ যোগ হবে। আমার প্রতিনিয়ত আমাদের ব্যবসায়ি দিগন্ত সম্প্রসারিত করছি। তথ্য ঘেটে জানা যায়, প্রচার বিমুখ এ মানুষটিকে নিয়ে দেশে তেমন মাতামাতি না থাকলেও তিনি শিরানাম হয়েছেন নিউ ইয়র্ক মার্কেট নিউজ রিপোর্টে । এ ছাড়া তিনি গ্লোবাল অনেক গণমাধ্যমে বহুবার শিরোনাম হয়েছেন বাংলাদেশর ভিশনারী ও ট্যালেন্ট নেতা হিসেবে।
জেএমআই কোম্পানী মূলত: জীবন রক্ষাকারি ঔষূধ ও ঔষুধ সামগ্রী রপ্তানী করে আলোচনায় আসে। অত্যন্ত স্পর্শকাতর সব ঔষূধ, ঔষূদ সামগ্রী এবং মেডিকেল ডিভাইচ উৎপাদন ও বাজার জাত করছে এ কোম্পানী। এশিয়া, ইউরোপ, ল্যাটিন আমেরিকা, মধ্যপ্রাচ্য ও আফ্রিকান দেশগুলোতে রপ্তানী হচ্ছে এ গ্রুপের পণ্য। কোম্পানীটি সম্প্রতি সময়ে এলপিজি, রিয়েল এস্টেট, প্রিন্টিং এন্ড প্যাকেজিং , প্রকৌশল, ইস্পাত, ক্লিনিক্যাল সামগ্রী, গার্মেন্টস, রেস্টুরেন্ট, কফি শপ, ট্রান্সেেপার্টস এন্ড লজিস্টিক, মিডিয়া, এগ্রো,এবং শিক্ষা খাতে বিনিয়োগ বাড়াচ্ছে। বিশ^বিখ্যাত জাপানী বিজনেস জায়ান্ট নিপ্রো করপোরেশন এর সাথে রয়েছে এ কোম্পানীর বড় ব্যবসায়িক অংশীদারিত্ব। নিপ্রো করপোরেশন জাপানের বাইরে দক্ষিণ কোরিয়া, তুরস্ক, চায়নায় বিনিয়োগ করেছে। কেএমআই কোম্পানীতে বর্তমানে ৭০০০ হাজারের বেশী মানুষ কর্মরত রয়েছে। স্বচ্ছ ব্যবসা ও কর্পোরেট দায়িত্ব পালনের পাশাপাশি নিজের কর্মিদের ভাল রাখা ও সমাজকে ভাল রাখার প্রচেষ্টা ও অংশ গ্রহণের মাধ্যমেবিশ্বেরদিকে দিকে একটি করে মিনি বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেন ভিশনারী এ ব্যবসায়িক নেতা। প্রতিনিয়ত হাটছেনও সে পথে।
এমএসএম / এমএসএম

পবিত্র ঈদে মিলাদুন্নবী ৬ সেপ্টেম্বর

পবিত্র ঈদে মিলাদুন্নবী ৬ সেপ্টেম্বর

সেপ্টেম্বরে ডেঙ্গুর সর্বোচ্চ প্রকোপ হতে পারে

অমীমাংসিত বিষয় সমাধানে বাংলাদেশ-পাকিস্তান একমত

৫ স্মারক ও এক চুক্তি সই করল বাংলাদেশ-পাকিস্তান

পেশাদারিত্বের সঙ্গে নিরপেক্ষভাবে কাজ করার চেষ্টা করেছি : সিইসি

একাত্তরের অমীমাংসিত ইস্যুর দুইবার সমাধান হয়েছে

তৌহিদ-ইসহাক দ্বিপক্ষীয় বৈঠক শুরু

১৩ বছর পর ঢাকায় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

ডেঙ্গুতে আরো ৪ জনের মৃত্যু

জনগণ নির্বাচনমুখী হলে কোনো ষড়যন্ত্র কাজে আসবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা

দ্বিপক্ষীয় সফরে ঢাকায় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী
