ঢাকা বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫

পদ্মা সেতু হস্তান্তরের প্রক্রিয়া শুরু


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৬-৬-২০২২ দুপুর ৩:৮

পদ্মা সেতু হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয়েছে। চীনা নির্মাতা প্রতিষ্ঠানের কাছ থেকে গৌরবের অবকাঠামোটি বুঝে নিচ্ছে সরকার। গোটা প্রক্রিয়া শেষে আগামী ২৫ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করবেন স্বপ্নের সেতু। উদ্বোধনী অনুষ্ঠানে দাওয়াত পাবে বিএনপিসহ সব রাজনৈতিক দল। এছাড়া দাতা সংস্থার প্রতিনিধি ও কূটনীতিকরাও পাবেন আমন্ত্রণ। 

স্বপ্নের পদ্মা সেতুর নির্মাণকাজ শেষ। এখন চলছে সৌন্দর্যবর্ধনসহ কিছু আনুষ্ঠানিকতা। চীনা নির্মাতা প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানির কাছ থেকে পদ্মা সেতু বুঝে নেয়ার প্রক্রিয়াও শুরু করেছে সেতু বিভাগ। ইতোমধ্যেই দায়িত্ব বুঝে পেয়েছে টোল আদায়কারী প্রতিষ্ঠান। এখন উদ্বোধনের অপেক্ষা।

আবহাওয়ার পূর্বাভাস বলছে, জুনের শেষ দুই সপ্তাহ দেশে ভারি বৃষ্টি হতে পারে। তাই ২৫ জুন উদ্বোধনের দিন সেতুতে বাড়তি কোনো আলোকসজ্জা থাকছে না। 

এসবের মাঝেও স্বপ্নের পদ্মা সেতু এক ঝলক দেখতে মানুষের ত্বর সইছে না। অপেক্ষার প্রহর গুনছেন তারা। মনে বড় সাধ, গাড়ি হাঁকিয়ে পদ্মা পাড়ি দেয়ার। সাধারণ মানুষের এই ইচ্ছা পূরণ হবে উদ্বোধনের পরদিন। 

সেতু বিভাগের সচিব মো. মনজুর হোসেন জানান, হতে পারে পরের দিনের একটা সময়, জনসাধারণের চলাচলের জন্য গণবিজ্ঞপ্তি জারি করা হবে।

কাজের প্রয়োজনে এরই মধ্যে সেতু যে কজন সৌভাগ্যবান সেতু পাড়ি দিয়েছেন, তাদের মাঝে সচিব একজন। এ বিষয়ে সচিব মো. মনজুর হোসেন জানান, এই সেতুটা পার হতে গিয়ে যে অনুভূতি, প্রধানমন্ত্রীর কি অসাধারণ প্রজ্ঞা এখানে।

সচিব আরো জানান, সেতুতে এখন আর কাজের বাকি বলতে তেমন কিছু নেই।

সেতু সচিব জানান, প্রধানমন্ত্রী যখন উদ্বোধন করবেন, এর রেশটা যেন ৬৪ জেলায় ছড়িয়ে পড়ে, তার জন্য সেখানে অনুষ্ঠানের আয়োজন করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে দাওয়াত দেয়ার ক্ষেত্রেও তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা মানছেন। দাওয়াত পাবে বিএনপিসহ সব রাজনৈতিক দল। এছাড়া দাতা সংস্থার প্রতিনিধি ও বিভিন্ন দেশের কূটনীতিকরা পাবেন আমন্ত্রণ।

সচিব মো. মনজুর হোসেন বলেন, প্রধানমন্ত্রী বলে দিয়েছেন এখানে সব রাজনৈতিক নেতৃবৃন্দকে আমন্ত্রণ জানাতে। ওটা নিয়ে আমরা কাজ করছি।

উদ্বোধনের পর প্রথম কয়েক সপ্তাহ সেতুর টোলপ্লাজায় ব্যাপক চাপ তৈরি হবে বলে ধারণা করছে সেতু বিভাগ।

জামান / জামান

ভোলায় গ্যাসভিত্তিক বৃহৎ শিল্পাঞ্চল গড়ার পথে সরকার

এলজিইডির প্রধান প্রকৌশলী জাবেদ করিমের গ্রেড–৩ থেকে গ্রেড–২ এ পদোন্নতি

পরীক্ষা বর্জনের ঘোষণা ৪৭তম বিসিএস পরীক্ষার্থীদের

লটারিতে ৬৪ জেলার এসপি পদায়ন করলো সরকার

সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত : সিইসি

আগুনে ভস্মীভূত ঘর, দাঁড়িয়ে আছে শুধু সিঁড়িটি

বাংলাদেশে অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায় জার্মানি

মাসের পর মাসের চেষ্টায় জমেছিল দেড় লাখ টাকা, আগুনে সব শেষ

৫ ঘণ্টা পর কড়াইল বস্তির আগুন নিয়ন্ত্রণে

বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুনের কারণ শর্ট সার্কিট : প্রেস সচিব

যানজটে ৪০ মিনিট পর ঘটনাস্থলে ফায়ার সার্ভিস, কাজ করছে ৭ ইউনিট

দুদককে চাপ প্রয়োগ করলে তালিকা প্রকাশ করা হবে : দুদক চেয়ারম্যান

পর্যবেক্ষকদের নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের আহ্বান সিইসির