ঢাকা বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫

তীব্র দাবদাহ শেষে জবি ক্যাম্পাসে বৃষ্টির পরশ


ইউছুব ওসমান, জবি  photo ইউছুব ওসমান, জবি
প্রকাশিত: ৯-৬-২০২২ দুপুর ১:১০
গত কয়েক দিন ধরেই তীব্র দাবদাহে পুড়ছিল রাজধানী ঢাকা। গরমের সাথে ঢাকার রাস্তায় যানজট যেন আরো বেশি অসহনীয় করে তুলেছিল নগরজীবন। সেই দাবদাহ দূর করে আকাশ বেয়ে নেমেছে বৃষ্টি। আষাঢ়ের এক পশলা বৃষ্টি যেন শান্তি নামিয়ে এনেছে নগরীতে। 
 
এর ব্যতিক্রম হয়নি জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসেও। গ্রীষ্মকালীন ছুটি চললেও বেশ কয়েকটি বিভাগে চলছিল পরীক্ষা, খোলা ছিল বিভিন্ন দপ্তরও। গরমের অতিষ্ঠতা কাটিয়ে বৃষ্টির প্রশান্তির পরশ ছুঁয়েছে জবিতেও।
 
বৃহস্পতিবার (৯ জুন) বেলা ১১টার দিকে বৃষ্টি নামার সাথে সাথেই শিক্ষার্থীদের দুরন্তপনার সাক্ষী হয়ে ওঠে ক্যাম্পাস। বিশ্ববিদ্যালয়ের শান্ত চত্ববর, শহীদ মিনার, সায়েন্স ফ্যাকাল্টি, মুজিব মঞ্চ হয়ে ওঠে দুরন্তপনার কেন্দ্রবিন্দু। শিক্ষার্থীরা বৃষ্টিতে ভিজতে ভিজতে দলবেঁধে উল্লাসে মেতে ওঠেন। মুজিব মঞ্চের সামনে ফাঁকা জায়গায় একদল শিক্ষার্থী মেতে ওঠে ফুটবল উৎসবে। শহীদ মিনার হয়ে ওঠে শিক্ষার্থীর গানের আসরের কেন্দ্রবিন্দু। এই বৃষ্টিতেও একদল শিক্ষার্থী গলা ছেড়ে গানের আসর মাতাতে থাকে।
 
আকাশ বেয়ে পড়া প্রতিটি বৃষ্টির ফোঁটা যেন শান্তির গান গাইতে থাকে। ক্যাম্পাসজুড়ে ছড়িয়ে যায় তার রেশ। বৃষ্টির ছোঁয়ায় প্রশাসনিক ভবন ও বিজ্ঞান ভবনের সামনের ফুলগাছগুলো ফিরে পায় প্রাণচঞ্চলতা। সৌন্দর্য ছড়াতে থাকে চারদিকে। কয়েক দিনের তীব্র দাবদাহের পর এই বৃষ্টি যেন প্রশান্তির পরশ বয়ে নিয়ে এসেছে ক্যাম্পাসে।
 
বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী বনমালী বর্মণ বলেন, ক্যাম্পাসে ঘুরতে এসেছিলাম। এরমধ্যেই বৃষ্টি শুরু হলো। গত কয়েক দিন যে গরম পড়েছিল, তা এখন দূর হয়ে গেছে। শহুরে বৃষ্টিতে নিজের ক্যাম্পাসে বন্ধুদের সাথে ভেজার যে আনন্দ. তা মিস করতে চাইনি। সেজন্যই নেমে পড়েছি বৃষ্টিতে ভিজতে।
 
আইন বিভাগের শিক্ষার্থী সাদিয়া আফরিন মৌরি বলেন, গত কয়েক দিনের গরমে অতিষ্ঠ হয়ে উঠেছিলাম। বৃষ্টিভেজা ক্যাম্পাসের শীতল হাওয়ায় তা দূর হয়ে গেছে। ক্যাম্পাসেও এক মোহনীয় পরিবেশ বিরাজ করছে। দেখতে ভালোই লাগছে।

এমএসএম / জামান

ইবি'র তিন বিভাগে ৩০ আসন বৃদ্ধি

জাবি শিক্ষার্থীদের ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলে আগুন

জবিস্থ চুয়াডাঙ্গা জেলা ছাত্রকল্যাণ পরিষদ নির্বাচন: সাধারণ সম্পাদক পদে তরিকুল ইসলামের ইশতেহার ঘোষণা

মাংসের খাটিয়ায় কুকুর, ছবি তুলতেই সাংবাদিককে হুমকি

ইবি'র ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

ঢাবির একাডেমিক কার্যক্রম ২ সপ্তাহ বন্ধ, হল ত্যাগের নির্দেশ

ভিকারুননিসায় রোববারের প্রথম-নবম শ্রেণির বার্ষিক পরীক্ষা স্থগিত

ইবি'র ৪৭তম জন্মিদনে নানা কর্মসূচি গ্রহণ

জকসু নিয়ে কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য পদপ্রার্থী অবন্তির ভাবনা

জকসু নিয়ে কেন্দ্রীয় পাঠাগার ও সেমিনার সম্পাদক পদপ্রার্থী ইমনের ভাবনা

ছাত্রদলের উদ্যোগে সুবিধাবঞ্চিত ও ছিন্নমূল শিশুদের সাপ্তাহিক স্কুল উদ্বোধন

শেকৃবিতে নিয়োগে আওয়ামী পুনর্বাসন, এলাকাপ্রীতি ও অর্থ লেনদেনের অভিযোগ