ঢাকা বৃহষ্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫

তীব্র দাবদাহ শেষে জবি ক্যাম্পাসে বৃষ্টির পরশ


ইউছুব ওসমান, জবি  photo ইউছুব ওসমান, জবি
প্রকাশিত: ৯-৬-২০২২ দুপুর ১:১০
গত কয়েক দিন ধরেই তীব্র দাবদাহে পুড়ছিল রাজধানী ঢাকা। গরমের সাথে ঢাকার রাস্তায় যানজট যেন আরো বেশি অসহনীয় করে তুলেছিল নগরজীবন। সেই দাবদাহ দূর করে আকাশ বেয়ে নেমেছে বৃষ্টি। আষাঢ়ের এক পশলা বৃষ্টি যেন শান্তি নামিয়ে এনেছে নগরীতে। 
 
এর ব্যতিক্রম হয়নি জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসেও। গ্রীষ্মকালীন ছুটি চললেও বেশ কয়েকটি বিভাগে চলছিল পরীক্ষা, খোলা ছিল বিভিন্ন দপ্তরও। গরমের অতিষ্ঠতা কাটিয়ে বৃষ্টির প্রশান্তির পরশ ছুঁয়েছে জবিতেও।
 
বৃহস্পতিবার (৯ জুন) বেলা ১১টার দিকে বৃষ্টি নামার সাথে সাথেই শিক্ষার্থীদের দুরন্তপনার সাক্ষী হয়ে ওঠে ক্যাম্পাস। বিশ্ববিদ্যালয়ের শান্ত চত্ববর, শহীদ মিনার, সায়েন্স ফ্যাকাল্টি, মুজিব মঞ্চ হয়ে ওঠে দুরন্তপনার কেন্দ্রবিন্দু। শিক্ষার্থীরা বৃষ্টিতে ভিজতে ভিজতে দলবেঁধে উল্লাসে মেতে ওঠেন। মুজিব মঞ্চের সামনে ফাঁকা জায়গায় একদল শিক্ষার্থী মেতে ওঠে ফুটবল উৎসবে। শহীদ মিনার হয়ে ওঠে শিক্ষার্থীর গানের আসরের কেন্দ্রবিন্দু। এই বৃষ্টিতেও একদল শিক্ষার্থী গলা ছেড়ে গানের আসর মাতাতে থাকে।
 
আকাশ বেয়ে পড়া প্রতিটি বৃষ্টির ফোঁটা যেন শান্তির গান গাইতে থাকে। ক্যাম্পাসজুড়ে ছড়িয়ে যায় তার রেশ। বৃষ্টির ছোঁয়ায় প্রশাসনিক ভবন ও বিজ্ঞান ভবনের সামনের ফুলগাছগুলো ফিরে পায় প্রাণচঞ্চলতা। সৌন্দর্য ছড়াতে থাকে চারদিকে। কয়েক দিনের তীব্র দাবদাহের পর এই বৃষ্টি যেন প্রশান্তির পরশ বয়ে নিয়ে এসেছে ক্যাম্পাসে।
 
বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী বনমালী বর্মণ বলেন, ক্যাম্পাসে ঘুরতে এসেছিলাম। এরমধ্যেই বৃষ্টি শুরু হলো। গত কয়েক দিন যে গরম পড়েছিল, তা এখন দূর হয়ে গেছে। শহুরে বৃষ্টিতে নিজের ক্যাম্পাসে বন্ধুদের সাথে ভেজার যে আনন্দ. তা মিস করতে চাইনি। সেজন্যই নেমে পড়েছি বৃষ্টিতে ভিজতে।
 
আইন বিভাগের শিক্ষার্থী সাদিয়া আফরিন মৌরি বলেন, গত কয়েক দিনের গরমে অতিষ্ঠ হয়ে উঠেছিলাম। বৃষ্টিভেজা ক্যাম্পাসের শীতল হাওয়ায় তা দূর হয়ে গেছে। ক্যাম্পাসেও এক মোহনীয় পরিবেশ বিরাজ করছে। দেখতে ভালোই লাগছে।

এমএসএম / জামান

ইউনিসেফের ‘জেনইউ’ প্রোগ্রামে যুক্ত হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়

খাতা দেখা শেষ, ১৮ অক্টোবরের আগেই এইচএসসির ফল

মেডিকেলে ভর্তি পরীক্ষা ১২ ডিসেম্বর

মাতামুহুরি নদীতে গোসলে নেমে সাবেক চবি শিক্ষার্থীর মৃত্যু

রাজনৈতিক দুষ্টচক্র শিক্ষাপ্রতিষ্ঠান দখলে নিয়েছে: শিক্ষা উপদেষ্টা

শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় এনটিআরসিএর বড় সিদ্ধান্ত

সাইবার বুলিং ও নিরাপত্তাহীনতায় চাকসু নির্বাচনে সীমিত নারী প্রার্থীর অংশগ্রহণ

বিশ্ববিদ্যালয় থেকে তত্ত্বাবধায়ক প্রকৌশলীর লক্ষাধিক টাকার টাইলস আত্মসাত

পিডি নিয়োগে প্রথম হয়েও বাদ শেকৃবি অধ্যাপক , নিয়ম ভেঙে প্রকল্প পেলেন সাবেক ছাত্রলীগ নেতা

পবিপ্রবির নতুন উদ্যোগে নারী শিক্ষার্থীদের জন্য স্থায়ী নামাজ রুম

ডিআইইউতে আন্তর্জাতিক সম্মেলনের দ্বিতীয় দিন সম্পন্ন

গণ বিশ্ববিদ্যালয়ের শান্তিপূর্ণ ছাত্র সংসদ নির্বাচনে ভিপি মৃদুল, জিএস রায়হান

আইএফপিআরআই ও সার্ক কৃষি কেন্দ্রের মধ্যে যুক্তরাষ্ট্রে সমঝোতা চুক্তি স্বাক্ষর