বিশ্বনবীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে হাবিপ্রবিতে মানববন্ধন
ভারতের ক্ষমতাসীন বিজেপি দলের দুই নেতা কর্তৃক বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ) ও উম্মুল মুমিনীন হযরত আয়েশা (রাঃ) কে নিয়ে কটূক্তি ও কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) সাধারণ শিক্ষার্থীদের অংশগ্রহণে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১০ জুন) জুম্মার নামাজ শেষে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে (ঢাকা-দিনাজপুর মহাসড়ক) পূর্বঘোষিত এক মানববন্ধনের আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। মানববন্ধন সাধারণ শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগানে এই কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদ জানায়। সেই সাথে এই কুরুচিপূর্ণ বক্তব্যের কারনে রাষ্ট্রীয়ভাবে যেনো এর প্রতিবাদ জানানো হয় সেই দাবি জানাই মানববন্ধনে অংশগ্রহণকারী সাধারণ শিক্ষার্থীরা।
এ সময় কৃষি অনুষদের ১৫ ব্যাচের শিক্ষার্থী জাহিদ শাহ্ বলেন, "আমরা চাই সাম্প্রদায়িক সম্পৃতির বাংলাদেশ গড়ে উঠুক। আমরা কখনও ধর্মীয় সংঘাত চাই না।বআমরা শান্তিপূর্ণভাবে মানববন্ধন করছি। বিশ্ববিদ্যালয়েও আমরা কোনো ধর্মীয় সংঘাত চাই না। বিজেপি নেতা কর্তৃক হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে কটুক্তির তীব্র প্রতিবাদ জানাচ্ছি।"
সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৭ ব্যাচের শিক্ষার্থী রাজীব আলী বলেন, " আমরা আমাদের বিশ্বনবী হযরত মুহাম্মদ (সঃ) কে প্রাণের চেয়েও বেশি ভালোবাসি। বিজেপি নেতা কর্তৃক বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ) ও আয়িশা ( রাঃ) কে নিয়ে যে কটূক্তি করেছে তা প্রতিটি মুসলিমের হৃদয়ে আঘাত করেছে। আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। কটুক্তিকারী বিজেবি নেতাকে শুধু বহিষ্কার নয়, শাস্তির আওতায় আনতে হবে।যাতে করে আর কারও সাহস না হয় হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে কটুক্তি করার।"
এছাড়াও ফিসারিজ অনুষদের ১৮ ব্যাচের শিক্ষার্থী মোঃ মুজিবুর রহমান বলেন, "হযরত মুহাম্মদ (সাঃ) বিদায় হজ্বের ভাষণে বলেছেন ধর্ম নিয়ে যেন বাড়াবাড়ি না করি। আমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করি না। কিন্তু বিজেপি নেতা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সাঃ) নিয়ে যে কটূক্তি করেছে তা কখনও সহ্য করার মতো না। মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ জানাই রাষ্ট্রীয়ভাবে যেন এর প্রতিবাদ জানানো হয়।"
এমএসএম / এমএসএম
জাবি শিক্ষার্থীদের ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলে আগুন
জবিস্থ চুয়াডাঙ্গা জেলা ছাত্রকল্যাণ পরিষদ নির্বাচন: সাধারণ সম্পাদক পদে তরিকুল ইসলামের ইশতেহার ঘোষণা
মাংসের খাটিয়ায় কুকুর, ছবি তুলতেই সাংবাদিককে হুমকি
ইবি'র ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
ঢাবির একাডেমিক কার্যক্রম ২ সপ্তাহ বন্ধ, হল ত্যাগের নির্দেশ
ভিকারুননিসায় রোববারের প্রথম-নবম শ্রেণির বার্ষিক পরীক্ষা স্থগিত
ইবি'র ৪৭তম জন্মিদনে নানা কর্মসূচি গ্রহণ
জকসু নিয়ে কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য পদপ্রার্থী অবন্তির ভাবনা
জকসু নিয়ে কেন্দ্রীয় পাঠাগার ও সেমিনার সম্পাদক পদপ্রার্থী ইমনের ভাবনা
ছাত্রদলের উদ্যোগে সুবিধাবঞ্চিত ও ছিন্নমূল শিশুদের সাপ্তাহিক স্কুল উদ্বোধন
শেকৃবিতে নিয়োগে আওয়ামী পুনর্বাসন, এলাকাপ্রীতি ও অর্থ লেনদেনের অভিযোগ
উত্তরায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন
Link Copied