ঢাকা বুধবার, ২৭ আগস্ট, ২০২৫

বিশ্বনবীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে হাবিপ্রবিতে মানববন্ধন


আবু সাহেব, হাবিপ্রবি photo আবু সাহেব, হাবিপ্রবি
প্রকাশিত: ১০-৬-২০২২ দুপুর ৪:০
ভারতের ক্ষমতাসীন বিজেপি দলের দুই নেতা কর্তৃক বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ) ও উম্মুল মুমিনীন হযরত আয়েশা (রাঃ) কে নিয়ে কটূক্তি ও কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) সাধারণ শিক্ষার্থীদের অংশগ্রহণে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
 
শুক্রবার (১০ জুন) জুম্মার নামাজ শেষে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে (ঢাকা-দিনাজপুর মহাসড়ক) পূর্বঘোষিত এক মানববন্ধনের আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। মানববন্ধন সাধারণ শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগানে এই কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদ জানায়। সেই সাথে এই কুরুচিপূর্ণ বক্তব্যের কারনে রাষ্ট্রীয়ভাবে যেনো এর প্রতিবাদ জানানো হয় সেই দাবি জানাই মানববন্ধনে অংশগ্রহণকারী সাধারণ শিক্ষার্থীরা।
 
এ সময় কৃষি অনুষদের ১৫ ব্যাচের শিক্ষার্থী জাহিদ শাহ্ বলেন, "আমরা চাই সাম্প্রদায়িক সম্পৃতির বাংলাদেশ গড়ে উঠুক। আমরা কখনও ধর্মীয় সংঘাত চাই না।বআমরা শান্তিপূর্ণভাবে মানববন্ধন করছি। বিশ্ববিদ্যালয়েও আমরা কোনো ধর্মীয় সংঘাত চাই না। বিজেপি নেতা কর্তৃক হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে কটুক্তির তীব্র প্রতিবাদ জানাচ্ছি।"
 
সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৭ ব্যাচের শিক্ষার্থী রাজীব আলী বলেন, " আমরা আমাদের বিশ্বনবী হযরত মুহাম্মদ (সঃ) কে প্রাণের চেয়েও বেশি ভালোবাসি। বিজেপি নেতা কর্তৃক বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ) ও আয়িশা ( রাঃ) কে নিয়ে যে কটূক্তি করেছে তা প্রতিটি মুসলিমের হৃদয়ে আঘাত করেছে। আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। কটুক্তিকারী বিজেবি নেতাকে শুধু বহিষ্কার নয়, শাস্তির আওতায় আনতে হবে।যাতে করে আর কারও সাহস না হয় হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে কটুক্তি করার।"
 
এছাড়াও ফিসারিজ অনুষদের ১৮ ব্যাচের শিক্ষার্থী মোঃ মুজিবুর রহমান বলেন, "হযরত মুহাম্মদ (সাঃ) বিদায় হজ্বের ভাষণে বলেছেন ধর্ম নিয়ে যেন বাড়াবাড়ি না করি। আমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করি না। কিন্তু বিজেপি নেতা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সাঃ) নিয়ে যে কটূক্তি করেছে তা কখনও সহ্য করার মতো না। মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ জানাই রাষ্ট্রীয়ভাবে যেন এর প্রতিবাদ জানানো হয়।"

এমএসএম / এমএসএম

ইবিতে নভেম্বরে ইকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণা

ডিআইইউতে হল থেকে হাতেনাতে গাঁজা উদ্ধার, কিন্তু তদন্তে লাগবে ১২ দিন

কম্বাইন্ড ডিগ্রি দাবিতে অচলাবস্থা, উদ্বেগে বাকৃবির পশুপালন অনুষদের শিক্ষকরা

ইবিতে আ'লীগপন্থী শিক্ষকের বহিষ্কারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

চবি মেডিকেলে প্যাথলজি বিভাগ উদ্বোধন, করানো যাবে ২১ ধরনের পরীক্ষা

ইবিতে (ইকসু)গঠনের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন

জাকসুতে শিবির ও বাগছাসের প্যানেল ঘোষণা, বিলম্ব ছাত্রদল ও বাম সংগঠনের

জকসু নীতিমালা জমা আজ আগামী বুধবার বিশেষ সিন্ডিকেট সভা

চাঁদাবাজির ঘটনায় আলোচিত সেই আফ্রিদির বিরুদ্ধে মানহানীর অভিযোগ

জবি রোভার স্কাউটের বৃক্ষরোপণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি

গকসু নির্বাচন: গঠনতন্ত্র ভেঙে ‘একক প্রার্থী বানানোর খেলা’, পণ্ড বৈঠক

১২৪ শিক্ষাপ্রতিষ্ঠানে বিটিসিএলের আড়াই কোটি টাকার বিল বকেয়া

ইবিতে অ্যাসেট ম্যানেজমেন্ট বিষয়ক সভা অনুষ্ঠিত