ক্যাম্পাসে যত্রতত্র মোটরসাইকেল পার্কিং, ভোগান্তিতে জবি শিক্ষার্থীরা

রাজধানীর পুরান ঢাকায় অবস্থিত দেশের স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)। আয়তনের দিক থেকে দেশের অন্যতম ছোট ক্যাম্পাস হওয়ায় নানাবিধ সমস্যায় জর্জরিত। এই ছোট ক্যাম্পাসেই যত্রতত্র ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেল পার্কিংয়ে সংকুচিত হয়ে পড়েছে শিক্ষক-শিক্ষার্থীদের পদচারণার স্থান। এমন অব্যবস্থাপনায় ভোগান্তিতে পড়েছেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষক-শিক্ষার্থীরা।
একাডেমিক বিল্ডিংয়ের নিচে বেজমেন্টে অব্যবস্থাপনা ও ক্যাম্পাসে পার্কিংয়ের বিকল্প ব্যবস্থা না থাকায় বিশ্ববিদ্যালয়ের শান্ত চত্বর, শহীদ মিনারের আশপাশ, ক্যান্টিনের সামনে, বিজ্ঞান অনুষদ ও কলা অনুষদের মাঠে ইচ্ছামতো নিজেদের বাইক পার্কিং করছেন শিক্ষার্থীরা।
সরেজমিন দেখা যায়, বেজমেন্টে অব্যবস্থাপনা ও শিক্ষার্থীদের অনিচ্ছার কারণে নতুন একাডেমিক ভবনের সামনে ও 'মুক্তিযুদ্ধের প্রস্তুতি ভাস্কর্য' ঘিরে পার্কিং করা রয়েছে মোটরসাইকেল। ছোট ক্যাম্পাসে এভাবে যত্রতত্র মোটরসাইকেল পার্কিংয়ের কারণে চলাচলে সমস্যার সম্মুখীন হচ্ছেন শিক্ষার্থীরা। বসার জায়গাও সংকুচিত হয়ে যাওয়ায় ভোগান্তি পোহাচ্ছেম তারা।
মার্কেটিং বিভাগের শিক্ষার্থী তারিখ হাসান বলেন, আমাদের ক্লাস শেষ হলেই শান্ত চত্বরের চারপাশে মোটরবাইক পার্কিংয়ের কারণে চলাচলে অসুবিধা হয়৷ এটা দৃষ্টিকটুও বটে। যদিও আমাদের ক্যাম্পাস ছোট, কিন্তু প্রশাসন চাইলে সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে সমস্যাটির সমাধান করা সম্ভব।
সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী শাহরিয়ার বলেন, আমাদের ক্যাম্পাস এমনিতেই অনেক ছোট। বসার জায়গাও পাওয়া যায় না। তার মধ্যে এভাবে যত্রতত্র মোটরসাইকেল, ব্যক্তিগত গাড়ি পার্কিং করে রাখার কারণে চলাচলেও অসুবিধা হয়। ক্যাম্পাসের সৌন্দর্যও নষ্ট করছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন উপযুক্ত পদক্ষেপ নিলে শিক্ষার্থীদের কষ্ট লাঘব হবে।
গণিত বিভাগের শিক্ষার্থী মেহেদী হাসান বলেন, নতুন একাডেমিক ভবনের বেজমেন্টে প্রচুর জায়গা আছে। সেখানে এসব গাড়ি পার্কিংয়ের পদক্ষেপ গ্রহণ করে তা বাস্তবায়ন জরুরি। তা না হলে এ সমস্যার সমাধান হবে না।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মো. সাঈদুর রহমান বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ে জায়গার কিছু সীমাবদ্ধতা আছে। যেহেতু একাডেমিক বিল্ডিংয়ের ওখানে বাইক রাখাটা দৃষ্টিকটু লাগে, তাই এ বিষয়ে প্রক্টর স্যারের সাথে কথা বলে মসজিদের সামনের ফাঁকা জায়গাটাতে এবং বাকিটা আন্ডারগ্রাউন্ডে রাখার ব্যবস্থা করব।
এমএসএম / জামান

খাতা দেখা শেষ, ১৮ অক্টোবরের আগেই এইচএসসির ফল

মেডিকেলে ভর্তি পরীক্ষা ১২ ডিসেম্বর

মাতামুহুরি নদীতে গোসলে নেমে সাবেক চবি শিক্ষার্থীর মৃত্যু

রাজনৈতিক দুষ্টচক্র শিক্ষাপ্রতিষ্ঠান দখলে নিয়েছে: শিক্ষা উপদেষ্টা

শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় এনটিআরসিএর বড় সিদ্ধান্ত

সাইবার বুলিং ও নিরাপত্তাহীনতায় চাকসু নির্বাচনে সীমিত নারী প্রার্থীর অংশগ্রহণ

বিশ্ববিদ্যালয় থেকে তত্ত্বাবধায়ক প্রকৌশলীর লক্ষাধিক টাকার টাইলস আত্মসাত

পিডি নিয়োগে প্রথম হয়েও বাদ শেকৃবি অধ্যাপক , নিয়ম ভেঙে প্রকল্প পেলেন সাবেক ছাত্রলীগ নেতা

পবিপ্রবির নতুন উদ্যোগে নারী শিক্ষার্থীদের জন্য স্থায়ী নামাজ রুম

ডিআইইউতে আন্তর্জাতিক সম্মেলনের দ্বিতীয় দিন সম্পন্ন

গণ বিশ্ববিদ্যালয়ের শান্তিপূর্ণ ছাত্র সংসদ নির্বাচনে ভিপি মৃদুল, জিএস রায়হান

আইএফপিআরআই ও সার্ক কৃষি কেন্দ্রের মধ্যে যুক্তরাষ্ট্রে সমঝোতা চুক্তি স্বাক্ষর

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি'তে শুরু হয়েছে আন্তর্জাতিক সম্মেলন BIM 2025
Link Copied