ঢাকা সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫

ক্যাম্পাসে যত্রতত্র মোটরসাইকেল পার্কিং, ভোগান্তিতে জবি শিক্ষার্থীরা


ইউছুব ওসমান, জবি  photo ইউছুব ওসমান, জবি
প্রকাশিত: ১৫-৬-২০২২ দুপুর ১২:২০
রাজধানীর পুরান ঢাকায় অবস্থিত দেশের স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)। আয়তনের দিক থেকে দেশের অন্যতম ছোট ক্যাম্পাস হওয়ায় নানাবিধ সমস্যায় জর্জরিত। এই ছোট ক্যাম্পাসেই যত্রতত্র ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেল পার্কিংয়ে সংকুচিত হয়ে পড়েছে শিক্ষক-শিক্ষার্থীদের পদচারণার স্থান। এমন অব্যবস্থাপনায় ভোগান্তিতে পড়েছেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষক-শিক্ষার্থীরা।
 
একাডেমিক বিল্ডিংয়ের নিচে বেজমেন্টে অব্যবস্থাপনা ও ক্যাম্পাসে পার্কিংয়ের বিকল্প ব্যবস্থা না থাকায় বিশ্ববিদ্যালয়ের শান্ত চত্বর, শহীদ মিনারের আশপাশ, ক্যান্টিনের সামনে, বিজ্ঞান অনুষদ ও কলা অনুষদের মাঠে ইচ্ছামতো নিজেদের বাইক পার্কিং করছেন শিক্ষার্থীরা।
 
সরেজমিন দেখা যায়, বেজমেন্টে অব্যবস্থাপনা ও শিক্ষার্থীদের অনিচ্ছার কারণে নতুন একাডেমিক ভবনের সামনে ও 'মুক্তিযুদ্ধের প্রস্তুতি ভাস্কর্য' ঘিরে পার্কিং করা রয়েছে মোটরসাইকেল। ছোট ক্যাম্পাসে এভাবে যত্রতত্র মোটরসাইকেল পার্কিংয়ের কারণে চলাচলে সমস্যার সম্মুখীন হচ্ছেন শিক্ষার্থীরা। বসার জায়গাও সংকুচিত হয়ে যাওয়ায় ভোগান্তি পোহাচ্ছেম তারা।
 
মার্কেটিং বিভাগের শিক্ষার্থী তারিখ হাসান বলেন, আমাদের ক্লাস শেষ হলেই শান্ত চত্বরের চারপাশে মোটরবাইক পার্কিংয়ের কারণে চলাচলে অসুবিধা হয়৷ এটা দৃষ্টিকটুও বটে। যদিও আমাদের ক্যাম্পাস ছোট, কিন্তু প্রশাসন চাইলে সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে সমস্যাটির সমাধান করা সম্ভব।
 
সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী শাহরিয়ার বলেন, আমাদের ক্যাম্পাস এমনিতেই অনেক ছোট। বসার জায়গাও পাওয়া যায় না। তার মধ্যে এভাবে যত্রতত্র মোটরসাইকেল, ব্যক্তিগত গাড়ি পার্কিং করে রাখার কারণে চলাচলেও অসুবিধা হয়। ক্যাম্পাসের সৌন্দর্যও নষ্ট করছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন উপযুক্ত পদক্ষেপ নিলে শিক্ষার্থীদের কষ্ট লাঘব হবে।
 
গণিত বিভাগের শিক্ষার্থী মেহেদী হাসান বলেন, নতুন একাডেমিক ভবনের বেজমেন্টে প্রচুর জায়গা আছে। সেখানে এসব গাড়ি পার্কিংয়ের পদক্ষেপ গ্রহণ করে তা বাস্তবায়ন জরুরি। তা না হলে এ সমস্যার সমাধান হবে না।
 
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মো. সাঈদুর রহমান বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ে জায়গার কিছু সীমাবদ্ধতা আছে। যেহেতু একাডেমিক বিল্ডিংয়ের ওখানে বাইক রাখাটা দৃষ্টিকটু লাগে, তাই এ বিষয়ে প্রক্টর স্যারের সাথে কথা বলে মসজিদের সামনের ফাঁকা জায়গাটাতে এবং বাকিটা আন্ডারগ্রাউন্ডে রাখার ব্যবস্থা করব।

এমএসএম / জামান

এবার রেলপথ অবরোধ করলেন বাকৃবির আন্দোলনরত শিক্ষার্থীরা

চবি ও বাকৃবি শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে জবি শিক্ষক সমিতির মানববন্ধন

এলজিইউডি'কে শিক্ষা ক্যাডারে অন্তর্ভুক্তকরণের দাবিতে জাককানইবি'তে মানববন্ধন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যৌথ বাহিনী মোতায়েন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি

ফের সংঘর্ষে জড়িয়েছে স্থানীয় ও চবি শিক্ষার্থীরা, প্রক্টরসহ আহত অনেকে

রাকসু কার্যালয়ের কার্যক্রম বন্ধ, চেয়ার-টেবিল ভেঙে দিল রাবি ছাত্রদল

একাদশে ভর্তিতে শেষ ধাপে আবেদন শুরু, সময় দুদিন

কর্তৃত্ববাদী শক্তির সহযোগীদের রক্ষার জন্য নুরের উপর পরিকল্পিত হামলা- ইউটিএল

ইবিতে নিহত শিক্ষার্থী সাজিদকে শিবিরের সংবর্ধনা

ইবি শিক্ষার্থী সাজিদের খুনিদের গ্রেফতারের দাবিত ছাত্রদলের বিক্ষোভ

গকসু নির্বাচন: তিন দিনে মনোনয়ন ফরম ৮৭, উত্তেজনায় ভরপুর গণ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস

চাকসু নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ১২ অক্টোবর