ইবিতে ল্যাব স্থাপনে নিম্নমানের পণ্য ব্যবহারের অভিযোগ
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ফার্মেসি বিভাগে ল্যাব স্থাপনে অনিয়মের অভিযোগ উঠেছে। সিডিউল মোতাবেক নির্দেশনা না মেনে ঠিকাদারি প্রতিষ্ঠানটি নিম্নমানের পণ্য ব্যবহার করছে বলে অভিযোগ উঠেছে।
তথ্যমতে, বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগে ল্যাব স্থাাপনের কাজ টেন্ডারের মাধ্যমে দেয়া হয় আখতার গ্রুপকে। ল্যাবটি স্থাপনে বাজেট ধরা হয় দুই লক্ষ ৯৫ হাজার টাকা। শিডিউল অনুযায়ী এ কাজে আখতার গ্রুপকে তাদের নিজস্ব পণ্য ব্যবহারের জন্য নির্দেশ দেয়া হয়। তবে নির্দেশনা অমান্য করে নিম্নমানের লোকাল পণ্য দিয়ে তারা কাজ চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ উঠেছে। ল্যাবের কাজে ব্যবহৃত ল্যামিনেশন বোর্ড ও অন্যান্য সামগ্রীগুলোতে আখতার ফার্নিচারের কোনো নির্দিষ্ট লোগো বা স্টিাকার পাওয়া যায়নি। এছাড়াও বোর্ডের অ্যাডজাস্টমেন্টের কাজে ব্যবহৃত আঠা গুলোও নিম্নমানের বলে জানা গেছে। এছাড়াও ল্যাবের কাজ সম্পাদন আখতার গ্রুপের নির্দিষ্ট কর্মীদের দ্বারা করার কথা থাকলেও কুষ্টিয়ার লোকাল মিস্ত্রি দ্বারা কাজটি করানো হচ্ছে বলে জানিয়েছে একটি সূত্র।
এ বিষয়ে বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক অর্ঘ্য প্রসূন সরকার বলেন, প্রশাসন সরাসরি টেন্ডারের মাধ্যমে কাজটি করছে। এ বিষয়ে আমি কিছু জানি না।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী মুন্সি সহিদ উদ্দীন মো. তারেক মুঠোফোনে জানান, আখতার গ্রুপের সঙ্গে কাজটির ব্যাপারে চুক্তি হয়েছিল। সিডিউল অনুযায়ী ল্যাবের কাজ করতে গেলে বাজেটের চেয়ে বেশি খরচ হবে। জিনিসপত্রের দাম বেড়ে যাওয়ায় তারা লোকাল পণ্য ব্যবহার করছে।
এদিকে, পরদিন তার সাথে সাক্ষাতে কথা বলতে গেলে তিনি সাংবাদিকদের বলেন, কাজের সিডিউল অনুযায়ী আখতার ফার্নিচারের নিজস্ব পণ্য দিয়েই কাজ করা হচ্ছে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক ড. মাহবুবুর রহমান বলেন, বিষয়টি সম্পর্কে আমি অবগত নই। এরকম কোনো ঘটনা ঘটে থাকলে আমরা যাচাই-বাছাই করে প্রয়োজনীয় পদক্ষেপ নেব।
এমএসএম / জামান