ফের শিবির সন্দেহে ৭ জবি শিক্ষার্থী ২ দিনের রিমান্ডে

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বিভিন্ন বিভাগের ৭ জন শিক্ষার্থীকে শিবির ও রাষ্ট্র বিরোধী কর্মকাণ্ডের অভিযোগে গ্রেফতার করা হয়েছে। তাদের আদালতে সোপার্দ করা হলে ২ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।
যাত্রাবাড়ী থানার সাব-ইন্সপেক্টর মো. নওশের আলী দৈনিক সকালের সময়কে এ তথ্য নিশ্চিত করেছেন।
সাব-ইন্সপেক্টর মো. নওশের আলী জানান, যাত্রাবাড়ী থানার একটা মামলায় আমরা ৭ জনকে এরেস্ট করছি। মামলা নম্বর ৩৭, তারিখ- ১২.০৫.২০২২। সেই মামলায় আমরা তদন্তপ্রাপ্ত হয়েই তাদেরকে এরেস্ট করেছি। তাদের কাছে থেকে জামাত-শিবিরের বইপত্র পাওয়া গেছে। মহামান্য আদালত দুই দিনের রিমান্ড দিয়েছে জিজ্ঞাসাবাদ করে বিস্তারিত তথ্য জানার জন্য। এখন তারা যাত্রাবাড়ী থানায় হেফাজতে আছে।
ঘটনা সূত্রে জানা যায়, বুধবার মধ্যরাতে ওয়ারী থানার একটি টিম নারিন্দা কাঁচা বাজারের একটি বাড়িতে অভিযান চালায়। সেখান থেকে ৯ জনকে গ্রেফতার করে থানায় নেয়া হয়। পরবর্তীতে তাদের যাত্রাবাড়ি থানায় হস্তান্তর করা হয়। সেখান থেকে ২ জন শিক্ষার্থীকে ছেড়ে দেয়া হয়।
ছাড়া প্রাপ্ত এক শিক্ষার্থী ঘটনার বর্ননা দিয়ে বলেন, পুলিশের দুইটি গাড়িতে প্রায় ৪০ জনের মতো এসে প্রথমে তাদের সবার ফোন নিয়ে নেয়া হয়। মেসে তল্লাশি চালিয়ে বেশ কিছু কাগজপত্র পায় তারা। পরবর্তীতে সেখান থেকে ৯ জনকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদের পর ২ জনকে ছেড়ে দেয়া হয়। বাকি ৭ জন শিক্ষার্থী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বলে নিউজবাংলাকে তিনি নিশ্চিত করেছেন। এদের মধ্যে দুই জন প্রথম বর্ষ, তিনজন তৃতীয় বর্ষ ও বাকিরা অন্যান্য শিক্ষাবর্ষের শিক্ষার্থী। ছাড়া পাওয়া ওই শিক্ষার্থীও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এবং অপর জন সোহরাওয়ার্দী কলেজের উচ্চমাধ্যমিকের প্রথম বর্ষ এর শিক্ষার্থী।
এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল অবহিত নন বলে তিনি দৈনিক সকালের সময়কে জানিয়ছেন।
এর আগে শিবির সন্দেহে গত ২৫ মার্চ মধ্যরাতে অভিযান চালিয়ে গেন্ডারিয়া থানার ধুপখোলা এলাকার একটি মেস থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ১২ শিক্ষার্থীকে গ্রেফতার করে কোতোয়ালি থানা পুলিশ। তারা বর্তমানে কারাগারে রয়েছেন।
এমএসএম / এমএসএম

ধ*র্ষ*ন হুমকির প্রতিবাদে গোবিপ্রবি ছাত্রদলের বিক্ষোভ

ঢাবি ছাত্রীকে গণধর্ষণের হুমকির প্রতিবাদে ইবি ছাত্রদলের বিক্ষোভ

সেই আলী হুসেনকে ঢাবি থেকে বহিষ্কার

নীলফামারিতে শ্রমিক হত্যার প্রতিবাদে জবিতে বিক্ষোভ

গোবিপ্রবি উপাচার্যের কাছে ছাত্রদলের চার দফা দাবী

এবার রেলপথ অবরোধ করলেন বাকৃবির আন্দোলনরত শিক্ষার্থীরা

চবি ও বাকৃবি শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে জবি শিক্ষক সমিতির মানববন্ধন

এলজিইউডি'কে শিক্ষা ক্যাডারে অন্তর্ভুক্তকরণের দাবিতে জাককানইবি'তে মানববন্ধন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যৌথ বাহিনী মোতায়েন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি

ফের সংঘর্ষে জড়িয়েছে স্থানীয় ও চবি শিক্ষার্থীরা, প্রক্টরসহ আহত অনেকে

রাকসু কার্যালয়ের কার্যক্রম বন্ধ, চেয়ার-টেবিল ভেঙে দিল রাবি ছাত্রদল

একাদশে ভর্তিতে শেষ ধাপে আবেদন শুরু, সময় দুদিন
Link Copied