ঢাকা বৃহষ্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫

খোঁড়াখুঁড়িতে বন্ধ জবির প্রধান ফটক, শিক্ষার্থীদের ভোগান্তি


ইউছুব ওসমান, জবি  photo ইউছুব ওসমান, জবি
প্রকাশিত: ২৯-৬-২০২২ রাত ৮:২৬
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) খোঁড়াখুঁড়িতে বন্ধ রয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) প্রধান ফটক। এতে ভোগান্তি পোহাতে হচ্ছে শিক্ষক শিক্ষার্থীদের। প্রধান ফটক বন্ধ থাকায় ক্যাম্পাস থেকে বের হতে পারছে না চক্রাকার বাস সার্ভিসের দ্বিতল  বাসটি।
 
দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে ড্রেনের কাজ চলমান রয়েছে। রাস্তা খুঁড়ে রাখায় প্রধান ফটক ব্যবহার করতে পারছেন না শিক্ষার্থীরা। এর বিকল্প হিসেবে ব্যবহার করতে হচ্ছে দ্বিতীয় ফটকটি। দ্বিতীয় ফটক খোলা থাকলেও এই গেট দিয়ে বের হতে পাছে না চক্রাকার দ্বিতল বাসটি। বাসটি বন্ধ থাকায় বৃষ্টির দিনে শিক্ষার্থীদের ভোগান্তি আরও বেড়েছে।
 
বিশ্ববুদ্যালয়ের সমাজকর্ম বিভাগের সাকিব জানান, 'বিশ্ববিদ্যালয় খোলা থাকা অবস্থায় প্রধান ফটক বন্ধে আমরা সহজে চলাচল করতে পারছি না। ক্যাম্পাসে আসার জন্য দ্বিতীয় গেট দিয়ে ঘুরে আসতে হচ্ছে। এত শিক্ষার্থীদের চাপে ও দ্বিতীয় গেটের সামনে বাস রাখায় সেখানেও ভোগান্তি পোহাতে হচ্ছে।' 
 
সমাজবিজ্ঞান বিভাগের আরেক শিক্ষার্থী মিমি বলেন, 'সিটি করপোরেশনের জন্য এখন বিশ্ববিদ্যালয়ের প্রধান গেট বন্ধ, কিছুদিন আগেও এই কাজে দেয়াল ধ্বসে পড়েছিলো। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভোগান্তি হবে জেনেও বিশ্ববিদ্যালয় খোলা অবস্থায় প্রশাসন এই কাজের অনুমতি দিয়েছে। বিশ্ববিদ্যালয় আমাদের ভোগান্তির কথা চিন্তা করে না।'
 
খোঁড়াখুঁড়ির কাজে কর্মরত শ্রমিকরা জানান, প্রধান ফটকের উভয় দিকের ড্রেনের কাজ শেষ। এই দুই দিকের সংযোগস্থল ঠিক করার জন্যেই এই খোঁড়াখুঁড়ি। ৩/৪ দিনের মধ্যেই কাজ শেষ হবে।
 
ডিএসসিসির উপ সহকারী প্রকৌশী মো: প্যারিস দৈনিক সকালের সময়কে বলেন, 'দুই পাশের ড্রেনের সংযোগ দেওয়ার জন্য আমরা কাজ শুরু করেছি। এখন বর্ষাকাল, যাতে পানি ড্রেন দিয়ে নেমে যায়। আর একটা দিন একটু কষ্ট করতে হবে। আমরা দ্রুতই কাজ শেষ করে দেবো।'
 
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল বলেন, 'গেটের দুইদিকের ড্রেনের কাজ শেষ। ড্রেনেজ ব্যবস্থা ঠিক রাখতে অবশিষ্ট ছিলো শুধুমাত্র ফটকের সামনের অংশটুকু। যেহেতু বর্ষাকাল, পানি চলাচল ঠিক রাখার জন্য সিটি করপোরেশন তিন চারদিনের মধ্যে কাজ শেষ করবে বলে জানিয়েছে।  আমাদের শিক্ষার্থীদের দুইদিন একটু কষ্ট করতে হবে।'
 
উল্লেখ্য, এর আগে ডিএসসিসির ড্রেন নির্মাণের জন্য খোঁড়াখুঁড়িতে বিশ্ববিদ্যালয়ের সীমানা প্রাচীর এবং কর্মকর্তা-কর্মচারীদের ঘরবাড়ির একটি অংশ ভেঙে পড়েছিলো। এতে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হোন তারা। দ্রুততম সময়ের মধ্যে দেয়াল তুলে দেয়ার কথা থাকলেও দীর্ঘ সময় নেওয়ায় আরও বেশি ক্ষয়ক্ষতির ঘটনা ঘটে।

এমএসএম / এমএসএম

খাতা দেখা শেষ, ১৮ অক্টোবরের আগেই এইচএসসির ফল

মেডিকেলে ভর্তি পরীক্ষা ১২ ডিসেম্বর

মাতামুহুরি নদীতে গোসলে নেমে সাবেক চবি শিক্ষার্থীর মৃত্যু

রাজনৈতিক দুষ্টচক্র শিক্ষাপ্রতিষ্ঠান দখলে নিয়েছে: শিক্ষা উপদেষ্টা

শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় এনটিআরসিএর বড় সিদ্ধান্ত

সাইবার বুলিং ও নিরাপত্তাহীনতায় চাকসু নির্বাচনে সীমিত নারী প্রার্থীর অংশগ্রহণ

বিশ্ববিদ্যালয় থেকে তত্ত্বাবধায়ক প্রকৌশলীর লক্ষাধিক টাকার টাইলস আত্মসাত

পিডি নিয়োগে প্রথম হয়েও বাদ শেকৃবি অধ্যাপক , নিয়ম ভেঙে প্রকল্প পেলেন সাবেক ছাত্রলীগ নেতা

পবিপ্রবির নতুন উদ্যোগে নারী শিক্ষার্থীদের জন্য স্থায়ী নামাজ রুম

ডিআইইউতে আন্তর্জাতিক সম্মেলনের দ্বিতীয় দিন সম্পন্ন

গণ বিশ্ববিদ্যালয়ের শান্তিপূর্ণ ছাত্র সংসদ নির্বাচনে ভিপি মৃদুল, জিএস রায়হান

আইএফপিআরআই ও সার্ক কৃষি কেন্দ্রের মধ্যে যুক্তরাষ্ট্রে সমঝোতা চুক্তি স্বাক্ষর

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি'তে শুরু হয়েছে আন্তর্জাতিক সম্মেলন BIM 2025