বিসিএস ক্যাডারদের সংবর্ধনাসহ বিশ্ববিদ্যালয়ে চান্সপ্রাপ্ত শিক্ষার্থীদের বরণ করেছে ‘ঠাকুরগাঁও চিরন্তন’

ঠাকুরগাঁও জেলা হতে ৪০তম বিসিএস পরীক্ষায় সুপারিশপ্রাপ্ত ১৭ জন বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) ক্যাডারকে সংবর্ধনা এবং ২০২০-২১ শিক্ষাবর্ষে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজে চান্সপ্রাপ্ত নবীন শিক্ষার্থীদের বরণ করে নিয়েছে পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থীদের একমাত্র স্বেচ্ছাসেবী সংগঠন পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্ট’স অ্যাসোসিয়েশন অব ঠাকুরগাঁও। যা সবার মাঝে ‘ঠাকুরগাঁও চিরন্তন’ নামে পরিচিত। মঙ্গলবার (১২ জুলাই) বেলা ১১টায় ঠাকুরগাঁও সরকারি কলেজের মুক্তমঞ্চে এই সংবর্ধনা এবং নবীন বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য জনাব রমেশ চন্দ্র সেন, এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সভাপতি জনাব সাদেক কুরাইশী, ঠাকুরগাঁও সরকারি কলেজের অধ্যক্ষ আব্দুল জলিল, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক আলম টুলু, ঠাকুরগাঁও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অরুণাংশু দত্ত টিটো, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) সমাজ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ আব্দুর রশীদ, হাবিপ্রবি'র কৃষি অনুষদের প্ল্যান্ট এন্ড প্যাথোলোজি বিভাগের সহকারী অধ্যাপক মোঃ মুকুল ইসলাম, হাবিপ্রবি’র ভেটেরিনারি টিচিং হাসপাতালের ফার্ম ম্যানেজার ড. মোঃ হান্নান আলীসহ আরও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্ট’স অ্যাসোসিয়েশন অব ঠাকুরগাঁও (ঠাকুরগাঁও চিরন্তন) এর সভাপতি তারেক রায়হান। এছাড়াও সার্বিক সহযোগিতায় ছিলেন সংগঠনটির প্রতিষ্ঠাতা মোঃ শাহ্ আলম স্নেহ, সাবেক সাধারণ সম্পাদক মোঃ শাহীন আলম ও বর্তমান সাধারণ সম্পাদক জাইফ আল আব্দুল্লাহ।
অনুষ্ঠানে ৪০তম বিসিএস-এ সুপারিশপ্রাপ্ত ১৭ জন ক্যাডার ও ২০২০-২১ শিক্ষাবর্ষে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় ও সরকারি মেডিকেল কলেজে চান্সপ্রাপ্ত নবীন শিক্ষার্থীরা ও ঠাকুরগাঁও চিরন্তন সংগঠনটির সদস্যরা উপস্থিত ছিলেন।
এমন ব্যতীক্রমধর্মী উদ্যোগকে সাধুবাদ জানিয়ে উপস্থিত বক্তারা বলেন, প্রতিবছর এমন একটি আয়োজন অব্যাহত রাখতে হবে। এ আয়োজনের মাধ্যমে আমাদের নতুন প্রজন্ম মানসম্মতভাবে পড়াশোনা করে দেশের ভালো জায়গাগুলোতে যাওয়ার জন্য অনুপ্রাণিত হবে। আর এমন ব্যক্তিক্রমী অনুষ্ঠান পড়াশোনার প্রতি শিক্ষার্থীদের আকৃষ্ট করবে বলে আশাবাদী তারা। গরীব ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তির ব্যবস্থাসহ সংগঠনটির পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন আমন্ত্রিত অতিথিরা।
এমএসএম / এমএসএম

ইবিতে নভেম্বরে ইকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণা

ডিআইইউতে হল থেকে হাতেনাতে গাঁজা উদ্ধার, কিন্তু তদন্তে লাগবে ১২ দিন

কম্বাইন্ড ডিগ্রি দাবিতে অচলাবস্থা, উদ্বেগে বাকৃবির পশুপালন অনুষদের শিক্ষকরা

ইবিতে আ'লীগপন্থী শিক্ষকের বহিষ্কারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

চবি মেডিকেলে প্যাথলজি বিভাগ উদ্বোধন, করানো যাবে ২১ ধরনের পরীক্ষা

ইবিতে (ইকসু)গঠনের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন

জাকসুতে শিবির ও বাগছাসের প্যানেল ঘোষণা, বিলম্ব ছাত্রদল ও বাম সংগঠনের

জকসু নীতিমালা জমা আজ আগামী বুধবার বিশেষ সিন্ডিকেট সভা

চাঁদাবাজির ঘটনায় আলোচিত সেই আফ্রিদির বিরুদ্ধে মানহানীর অভিযোগ

জবি রোভার স্কাউটের বৃক্ষরোপণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি

গকসু নির্বাচন: গঠনতন্ত্র ভেঙে ‘একক প্রার্থী বানানোর খেলা’, পণ্ড বৈঠক

১২৪ শিক্ষাপ্রতিষ্ঠানে বিটিসিএলের আড়াই কোটি টাকার বিল বকেয়া

ইবিতে অ্যাসেট ম্যানেজমেন্ট বিষয়ক সভা অনুষ্ঠিত
Link Copied