অ্যানথ্রাক্স আতঙ্ক, নাটোর যাচ্ছে আইইডিসিআরের বিশেষজ্ঞ দল

নাটোরের লালপুরে অসুস্থ গবাদিপশুর মাংস থেকে অ্যানথ্রাক্স বা তড়কা জাতীয় রোগের বিস্তার হয়েছে বলে খবর পাওয়া গেছে। বিষয়টি পর্যবেক্ষণে আজ সোমবার (১৮ জুলাই) ঢাকা থেকে আইইডিসিআরের বিশেষজ্ঞ দলের নাটোর যাওয়ার কথা রয়েছে। নাটোরের জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ডিএলও) মো. গোলাম মোস্তফা এ তথ্য জানিয়েছেন।
আক্রান্ত রোগীদের দেখতে ইতোমধ্যে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক দল ও প্রাণিসম্পদ বিভাগের দল উপজেলার ওয়ালিয়া ইউনিয়নের দেলুয়া গ্রাম পরিদর্শন করেছে বলেও জানান তিনি।
প্রাণিসম্পদ কর্মকর্তা গোলাম মোস্তফা বলেন, যারা আক্রান্ত হয়েছেন তাদের রোগের ধরন দেখে অ্যানথ্রাক্স বা তড়কা রোগ বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বিষয়টি মাথায় রেখে আশপাশের ৫ গ্রামের প্রায় ৬ হাজার পশুর ভ্যাকসিন দেয়ার কাজ চলছে। তবে অ্যানথ্রাক্স বা তড়কা রোগ ছোঁয়াচে নয় উল্লেখ করে গ্রামবাসীদের তিনি আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা একেএম শাহাব উদ্দিন জানান, অ্যানথ্রাক্স সন্দেহে অন্তত ৯ জন চিকিৎসা নিচ্ছেন। গত ৭ জুলাই রুইগাড়ি গ্রামের বাসিন্দা দুলাল হোসেন (৫৫) অ্যানথ্রাক্স সন্দেহে ক্ষত নিয়ে চিকিৎসার জন্য আসেন। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে গত বৃহস্পতিবার রাতে তিনি মারা যান।
তিনি আরো জানান, ময়নাতদন্তে মস্তিষ্কে ইনফেকশন ও ক্ষতের কারণে দুলালের মৃত্যুর কথা বলা হয়েছে। তিনি অ্যানথ্রাক্স বা তড়কা রোগে মারা গেছেন কি-না, তা খতিয়ে দেখা হবে।
জেলা প্রাণিসম্পদ ও স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, বিষয়টি পর্যবেক্ষণে জরুরিভাবে ঢাকা থেকে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) বিশেষজ্ঞ দল এবং প্রাণিসম্পদ বিভাগের দলের আজ সোমবার ঢাকা থেকে নাটোরে যাওয়ার কথা রয়েছেছে। দলের সদস্যরা ওয়ালিয়া ইউনিয়নে রোগীরা অ্যানথ্রাক্স আক্রান্ত কি-না, তা পরীক্ষা করে দেখবেন।
লালপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ইসাহাক আলী জানান, জেলা উন্নয়ন সমন্বয় সভায় এ বিষয়ে আলোচনা হয়েছে। জেলা প্রশাসক, সিভিল সার্জনসহ সবাই বিষয়টি নিয়ে সতর্ক আছেন। অ্যানথ্রাক্স বা তড়কা রোগ হলেও তা যেন ছড়িয়ে পড়তে না পারে, সে বিষয়ে জেলা প্রশাসন সতর্ক থেকে কাজ করার নির্দেশনা দিয়েছে। লালপুর উপজেলা পরিষদের পক্ষ থেকে রোগীদের চিকিৎসার জন্য সহযোগিতা করা হচ্ছে।
জামান / জামান

স্বাস্থ্যখাতে ‘দুর্নীতির হোতা’ মিঠু গ্রেপ্তার

ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু

চলতি বছর ডেঙ্গুতে মৃত্যু ১০০ ছুঁইছুঁই

সংখ্যা নিয়ে বিভ্রান্তি, নতুন ব্যাখ্যায় নিহত ৩৪

বিএসএমএমইউয়ে নতুন নামের ব্যানার, বাদ বঙ্গবন্ধু শেখ মুজিব

মেডিকেলে থাকছে মুক্তিযোদ্ধা কোটা, যাচাই-বাছাই ২৯ জানুয়ারি পর্যন্ত

ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৭ রোগী

ডেঙ্গুতে ঢাকায় কর্মক্ষম মানুষের মৃত্যু বেশি

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, শনাক্ত ৮৮৮

বেসরকারি মেডিকেল শিক্ষায় অশনি সংকেত অটোমেশন; ক্ষুব্ধ অভিভাবকরা

ইডেন মাল্টি কেয়ার হাসপাতালের বিরুদ্ধে অপচিকিৎসার অভিযোগ

ক্যানসার রহস্যের জট খোলার নতুন ‘সূত্রের’ সন্ধান মিলেছে
